টুকরো খবর
সরকারি অর্থ নেননি: বুদ্ধ কন্যা
সততা তরজায় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে তাঁর নাম জড়িয়ে দুর্নীতির যে অভিযোগ তৃণমূল তুলেছে, তার জবাব দিতে এ বার আসরে নামলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর কন্যা সুচেতনা ভট্টাচার্য। মঙ্গলবার সন্ধ্যায় ই-মেল মারফৎ সুচেতনা জানান, ‘আরণ্যক’ নামে কোনও স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে তিনি কখনও যুক্ত ছিলেন না। যে সংস্থার সঙ্গে তিনি যুক্ত ছিলেন, তা একটি ওপেন ফোরাম ছিল। সুচেতনার দাবি, ওই সংস্থাটি ২০০৪ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত চার বছর একটি বার্ষিক বন্যপ্রাণ চলচ্চিত্র উৎসব করত। সোমবার তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় অভিযোগ করেছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কন্যার নামে যে স্বেচ্ছাসেবী সংস্থাটি ছিল, তার ফুলে ফেঁপে ওঠার পিছনে সরকারি সাহায্য ছিল। পার্থবাবুর বক্তব্য ছিল, “সংস্থাটির ফুলেফেঁপে ওঠার কাহিনি বুদ্ধবাবু প্রকাশ করুন।” এ দিন তারই জবাব দিতে সুচেতনা লিখেছেন, ‘ওই ওপেন ফোরামে কখনও, কোনওদিন কোনও সরকারি অর্থ আসেনি। এবং এর মাধ্যমে কোনওদিন আর্থিকভাবে লাভবান হইনি। আমার “এনজিও ফুলে-ফেঁপে” ওঠার যে অভিযোগ করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন’। ওই সংস্থাটির সঙ্গে তাঁর ও বুদ্ধবাবুর নাম জড়িয়ে তৃণমূল সরকার দুর্নীতির অভিযোগ তোলায় সুচেতনা দাবি করেন, বর্তমান সরকার এ ব্যাপারে তদন্ত করলেই প্রকৃত সত্য উদ্ঘাটিত হতে পারে। সোমবার একই মন্তব্য করেন সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য মহম্মদ সেলিমও। তাঁদের নাম জড়িয়ে দুর্নীতির অভিযোগকে তৃণমূলের অপপ্রচার বলে দাবি করেন বুদ্ধ-তনয়া।

বন্দিদের কর্মশালা
অন্য ভুবন

বন্দিদের ছবি আঁকার কর্মশালা শহরের এক গ্যালারিতে।
সংশোধনাগারের বন্দিদের আঁকা ছবি নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হল শহরে। ‘ওয়েস্ট বেঙ্গল কারেকশনাল সার্ভিসেস’ ও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালার সূচনা হয় মঙ্গলবার, বিড়লা অ্যাকাডেমি অফ আর্ট অ্যান্ড কালচারে। অনুষ্ঠানে আইজি (কারা) রণবীর কুমার বলেন, “সংশোধনাগারের বন্দিদের উপরে এমন শিল্পের প্রভাব উৎসাহব্যঞ্জক।” অনুষ্ঠানে ছিলেন স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়, বিড়লা অ্যাকাডেমির চেয়ারপার্সন সরলা বিড়লা প্রমুখ।

সৎমেয়েদের খুন, মুম্বই থেকে গ্রেফতার বাবা
সৎমেয়েদের খুনের অভিযোগে বাবাকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। ধৃত ইশতিয়াক আহমেদ শেখকে (২৭) মুম্বইয়ের ধারাভি থেকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। পুলিশ জানায়, ইশতিয়াক তপসিয়াতে থাকাকালীন গত বছর জানুয়ারি মাসে তাঁর দুই মেয়েকে শ্বাসরোধ করে খুন করে। ছোট মেয়ে অলিয়া খাতুনের (৯) দেহ পার্ক সার্কাস রেল লাইনের ধারে ফেলে দেয়। ঢাকুরিয়া ব্রিজের কাছে বড় মেয়ে সাদিয়া খাতুনের (১৩) দেহটি ফেলে। দু’টি খুনের দায়ই ওই ব্যক্তি স্বীকার করেছে বলে দাবি পুলিশের।

ছিনতাই চক্র
দক্ষিণ শহরতলিতে ছিনতাইয়ের কয়েকটি ঘটনায় জড়িত একটি চক্রের তিন জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতদের নাম কুতুবউদ্দিন লস্কর, জয়ন্ত গুছাইত ও শামসুল লস্কর। কুতুবউদ্দিন ক্যানিং, জয়ন্ত বাসন্তী ও শামসুল কসবা এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে সাতটি সোনার হার, দু’টি আগ্নেয়াস্ত্র এবং কিছু কার্তুজ উদ্ধার করা হয়েছে।

মৃতদেহ উদ্ধার
পুকুর থেকে উদ্ধার হল এক ব্যক্তির দেহ। মঙ্গলবার, মানিকতলার বাগমারি মেন রোড এলাকায়। মৃতের নাম কমলকান্তি সাহা (৪৫)। বাড়ি মানিকতলা মেন রোডে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.