কিংফিশারের থেকে টাকা ফেরত চায় ব্যাঙ্কগুলি
সংবাদসংস্থা • মুম্বই |
মড়ার উপর দেনার ঘা। কিংফিশার এয়ারলাইন্সের থেকে ঋণের ৭,৫০০ কোটি টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত নিল ঋণদাতা ব্যাঙ্কগুলি। মঙ্গলবার সংস্থা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর এ কথা জানিয়েছে ঋণদাতা ব্যাঙ্কের কনসোর্টিয়াম -এর নেতৃত্বে থাকা স্টেট ব্যাঙ্ক।স্টেট ব্যাঙ্কের ডেপুটি এমডি শ্যামল আচার্য জানান, নতুন করে পরিষেবা চালুর জন্য কিংবা অন্তত সেই উদ্দেশ্যে পূর্ণাঙ্গ পরিকল্পনা পেশ করতে অনেক দিন সময় দেওয়া হয়েছে কিংফিশারকে। কিন্তু এর মধ্যে নতুন করে তারা সংস্থায় কোনও টাকা ঢালেনি। পাশাপাশি, সংস্থা ঘুরে দাঁড় করানোর আশ্বাস দিলেও, গত ডিসেম্বরের পর থেকে এ জন্য নির্দিষ্ট পরিকল্পনাও জমা দেয়নি তারা। সেই কারণেই ঋণের টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরুর এই সিদ্ধান্ত। শ্যামলবাবু জানান, এই সিদ্ধান্ত এ বার আলাদা আলাদা ভাবে নিজেদের পরিচালন পর্ষদে বিবেচনা করবে ব্যাঙ্কগুলি। নেওয়া হবে আইনি পরামর্শ। তার পর সরকারি ভাবে জানানো হবে টাকা ফেরতের প্রক্রিয়া। সে ক্ষেত্রে হাত পড়তে পারে বিমান সংস্থাটির বন্ধক রাখা সম্পদেও। উল্লেখ্য, সংস্থাকে ঘুরে দাঁড় করাতে নিজের দায়বদ্ধতার কথা বার বার বলেছেন কর্ণধার বিজয় মাল্য। কিন্তু সংস্থায় টাকা ঢালা, পরিষেবা চালু বা কর্মীদের বকেয়া মেটানোর মতো কোনও পদক্ষেপ করেনি সংস্থা।
|
ব্যাঙ্ক ধর্মঘটের ডাক
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দেশে ২০ ও ২১ ফেব্রুয়ারি ব্যাঙ্ক ধর্মঘট ডাকল কর্মী সংগঠন। অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি রাজেন নাগর বলেন, “রাজ্যে ভাষা দিবসের জন্য শিল্প ধর্মঘট এক দিনের। ধন্ধ এড়াতে ব্যাঙ্কে দু’দিনই ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছি।” |