তিন মিনিটের নীরবতা, স্তব্ধ থাকল বাংলাদেশ
সংবাদসংস্থা • ঢাকা |
মুক্তিযুদ্ধের অপরাধী কাদের মোল্লার ফাঁসির দাবিতে মঙ্গলবার তিন মিনিটের নীরবতা পালন করে প্রতিবাদ হল বাংলাদেশ জুড়ে। দাবি ছিল জামাতে ইসলামি দলের রাজনৈতিক স্বীকৃতি বাতিলেরও। ঢাকার শাহবাগের আন্দোলনকারীদের ডাকে দেশের বিভিন্ন প্রান্তে বহু মানুষ বিকেল চারটেয় তিন মিনিটের জন্য দলবদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়েন। সরকারি মন্ত্রী-আমলা থেকে শুরু করে ছাত্র, চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ী ইত্যাদি বিভিন্ন পেশার কয়েক কোটি মানুষ এই নতুন কর্মসূচিতে যোগ দেন স্বতঃস্ফূর্ত ভাবে। ফলে কার্যত ওই তিন মিনিট স্তব্ধ হয়ে পড়ে সারা দেশ। এই কর্মসূচি ব্যর্থ করতে মঙ্গলবার দুপুরে ঢাকার বিভিন্ন জায়গায় হামলা চালায় জামাতে দলের সমর্থকরা। পুলিশের সঙ্গে গুলির লড়াইও চলে তাদের। কিন্তু তার পরেও অসংখ্য মানুষের অংশগ্রহণে সফল হয় এই প্রতিবাদ। চলতি মাসের পাঁচ তারিখে যুদ্ধাপরাধী জামাত নেতা কাদের মোল্লার কারাদণ্ডের আদেশ ঘোষণা করলে ক্ষুব্ধ হয়ে ওঠে দেশের ছাত্র-যুবা সমাজ। তাঁর ফাঁসির দাবিতে সে দিন থেকেই টানা আট দিন ধরে শাহবাগে অবস্থান কর্মসূচি চলছে।
|
সেনা ঘাঁটিতে জঙ্গি হামলা
সংবাদসংস্থা • বাগদাদ |
সেনা ঘাঁটিতে ধারাবাহিক জঙ্গি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। সোমবার মোসুল শহরে একটি বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা করা হলে ছ’জন সেনা নিহত হন। আরও বেশ কয়েকটি হামলায় আরও পাঁচ জন নিহত হয়েছেন। সন্দেহের তির আল কায়দার দিকে থাকলেও এখনও কোনও জঙ্গি গোষ্ঠী দায় স্বীকার করেনি।
|
হামলার আশঙ্কায়
সংবাদসংস্থা • ব্যাঙ্কক |
জঙ্গি হামলার আশঙ্কায় বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হল তাইল্যান্ডের চিয়াং মাই শহরে। মঙ্গলবারের ক্যাবিনেট বৈঠকে প্রধান মন্ত্রী ইংলাক শিনাওয়াত্রা জানান, গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এই মাসেই আল কায়দা এবং সালাফিস্ট জঙ্গি গোষ্ঠীর যৌথ হামলা হতে পারে মার্কিন দূতাবাসে। এ ব্যাপারে মার্কিন রাষ্ট্রদূতের পক্ষ থেকে কোনও বিশেষ অনুরোধ না থাকলেও, প্রধান মন্ত্রী নিজের উদ্যোগেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছেন। |