খেলার টুকরো খবর |
|
জয়ী নিশান-ই-হিন্দ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল ট্যালেন্ট কেয়ার অ্যাকাডেমির উদ্যোগে আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় মঙ্গলবার জয়ী হল নিশাদ-ই-হিন্দ। কল্যানপুর মাঠে তারা লিও একাদশকে ৪ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে লিও ৯ উইকেট হারিয়ে ৬৮ রান করে। জবাবে ৬ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় নিশাদ। এই মাঠের দ্বিতীয় খেলায় বিজয়ী হয় ছাতাডাঙা সিসি। তারা কল্যানপুর বয়েজকে ৬ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে কল্যানপুর ৭০ রানে শেষে হয়ে যায়। চার উইকেটে জিতে যায় ছাতাডাঙা। |
হারল শ্রমিকনগর
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ক্রিকেটে মঙ্গলবারের খেলায় জিতল ডিএম বিবেকানন্দ সিসি। এমএএমসি মাঠে তারা ৬৯ রানে শ্রমিকনগর সিসিকে হারায়। প্রথমে ব্যাট করে বিবেকানন্দ ৭ উইকেটে ২৬৩ রান করে। শিলাদিত্য দেওঘরিয়া ৫৪, কুন্দল পণ্ডিত ৪৭ ও পরিতোষ রায় ৩৪ রান করেন। জবাবে ১৯৪ রানে শেষ হয়ে যায় শ্রমিকনগর। |
ভলিবলে জয়ী ইস্টার্ন রেল
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
সারা বাংলা আন্তঃ ক্লাব আমন্ত্রণমূলক ভলিবলে খেতাব জিতেছে ইষ্টার্ন রেল। শাঁখারীপুকুর অগ্রদূত সঙ্ঘের মাঠে আয়োজিত ফাইনালে তারা উদ্যোক্তা অগ্রদূত সঙ্ঘকে ২৫-১৬, ২৫-২২ ও ২৫-২৩ পয়েন্টে হারায়। এই প্রতিযোগিতায় মোট ৬টি দল যোগ দিয়েছিল। সেমিফাইনালে ইষ্টার্ন রেল ২৫-১৯, ২৫-১৭ ও ২৫-১৬ পয়েন্টে তারকেশ্বর বটতলা ক্লাবকে হারিয়েছিল। অগ্রদূত সঙ্ঘ ২৫-১৯, ২৫-১৮, ১৫-২৫, ১৬-২৫ ও ২৫-১৫ পয়েন্টে হারায় ভদ্রেশ্বর ইউনাইডেট অ্যাথলেটিক ক্লাবকে। |
তরুণের হার
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
রাধারানি স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ডিভিশন ক্রিকেটে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব ২ রানে হারিয়ে দিল তরুন স্পোর্টিং ক্লাবকে। প্রথমে বিবেকানন্দ ৩৪.৩ ওভারে ১৩৯ রান করে। দলের অয়ন কোলে ৩১ ও মানস ঘোষ ২৮ রান করেন। সুজিত ত্যাগি ২৫ রানে ৪ উইকেট ও মানস ঘোষ ৩১ রানে ২ উইকেট নেন। জবাবে তরুন স্পোর্টিং ক্লাব ২৯.৩ ওভারে ১৩৭ রানে করে। দলের অর্ণব মণ্ডল ৪০ রানে ৩ উইকেট, সুমিত মহন্ত ৩০ রানে ২ উইকেট ও সৌরেন কুশারী ২৩ রানে ২ উইকেট নেন। শেখ জাহাঙ্গীর করেন ৫৩। |
জিতল বেনালি
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
রনাই স্পোর্টিং ক্লাব আয়োজিত ক্রিকেটে দ্বিতীয় সেমিফাইনালে মঙ্গলবার বিজয়ী হল বেনালি ইয়ংস্টার। রনাই মাঠে তারা কাজোড়া ফ্রেন্ডস ক্লাবকে ৪ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে কাজোড়া সব উইকেট হারিয়ে ১০৭ রান করে। জবাবে ছয় উইকেটে জয়ের রান তুলে ফাইনালে ওঠে বেনালি। ম্যাচের সেরা হন বিজয়ী দলের গুড্ডি সিংহ। |
ফাইনালে পাণ্ডবেশ্বর
নিজস্ব সংবাদদাতা • কুলটি |
আন্তঃ ইসিএল টি-টোয়েন্টি ক্রিকেটে মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনালে জয়ী হল পাণ্ডবেশ্বর এরিয়া। ইসিএলের সাকতোড়িয়া স্টেডিয়ামে তারা সোদপুর এরিয়াকে ২ রানে হারায়। প্রথমে ব্যাট করে পাণ্ডবেশ্বর ৭ উইকেটে ১২১ রান করে। জবাবে ৮ উইকেট হারিয়ে ১১৯ রানের বেশি তুলতে পারেনি সোদপুর। |
জিতল ভালাডিহি
নিজস্ব সংবাদদাতা • হিরাপুর |
কুইলাপুর ইয়ুথ ক্লাব আয়োজিত ক্রিকেটে মঙ্গলবার জয়ী হল ভালাডিহি সঙ্গীত সঙ্ঘ। কুইলাপুর জলট্যাঙ্কি মাঠে তারা পাটমোহনা সিসিকে ৫ উইকেটে হারায়। পাটমোহনা ৬ উইকেটে ১১৬ রান করে। জবাবে ৫ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় ভালাডিহি। খেলার সেরা বিজয়ী দলের বিকি সিংহ।
|
হারল হরিপুর
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
রবীন্দ্রনগর কলোনি এসি আয়োজিত ক্রিকেটে মঙ্গলবার বিজয়ী হল শোনপুর একাদশ। আরএন কলোনি মাঠে তারা হরিপুর সিএকে ৩ উইকেটে হারায়। খেলার সেরা বিজয়ী দলের অভিষেক দে।
|
জয়ী সালানপুর
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
সালানপুর স্কুল মাঠে আয়োজিত ক্রিকেটে মঙ্গলবারের খেলায় বিজয়ী হল সালানপুর ক্রিকেট একাদশ। তারা কুলটি ক্রিকেট একাদশকে ১৪ রানে হারায়। প্রথমে ব্যাট করে সালানপুর ৯ উইকেটে ১২৩ রান করে। জবাবে কুলটি ১০৯ রান করে।
|
জিতল জেমারি
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
সিয়াকুলবেড়িয়া যৌথ কল্যান সমিতি আয়োজিত ক্রিকেটে মঙ্গলবার বিজয়ী হল জেমারী ক্রিকেট একাদশ। রতন ক্রীড়াঙ্গনে তারা বনস্কুল ভাটাসকে ৫ উইকেটে হারায়। বনস্কুল ১০১ রান করে। জবাবে ৫ উইকেটে জয়ের রান তুলে নেয় জেমারি।
|
আসানসোলের একটি স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত
হল লোকো স্টেডিয়ামে।
মঙ্গলবার শৈলেন সরকারের তোলা ছবি।
|
|
|