টুকরো খবর |
বিপাকে স্কুল
নিজস্ব সংবাদদাতা • মালবাজার
|
বসে পরীক্ষা দিতে পারবে খুব বেশি হলে সাড়ে পাঁচশো পরীক্ষার্থী। অথচ ৯৫২ জনের আসন ঠিক করে নির্দেশ পাঠানো হয়েছে। মালবাজার ব্লকের ক্রান্তি দেবীঝোরা উচ্চ বিদ্যালয়ের ঘটনা। মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশে স্কুল কর্তৃপক্ষের মাথায় হাত। ঘটনার কথা জলপাইগুড়ি জেলাশাসককেও বলা হয়েছে। জেলাশাসক স্মারকী মহাপাত্র বলেন, “স্কুল কর্তৃপক্ষের চিঠি পেয়ে পরিস্থিতির কথা মধ্যশিক্ষা পর্ষদকে জানিয়েছি।” কিন্তু এখনও ওই বিষয়ে নতুন নির্দেশ না এসে পৌঁছনোয় স্কুল কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের কর্তারা বুঝতে পারছেন না শেষ পর্যন্ত কী হবে। ২৫ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। মাঝে কয়েকটি দিনের মধ্যে নির্দেশ পাল্টানো সম্ভব কিনা তা নিয়ে শিক্ষক ও জেলা প্রশাসনের কর্তাদের মধ্যে সংশয় দেখা দিয়েছে। তাই পরিস্থিতি সামাল দিতে মাঠে প্যান্ডেল করে ৪০০ পরীক্ষার্থীর বসার ব্যবস্থা করার কথাও ভাবা হচ্ছে। প্রধান শিক্ষক মকসুদ আলম বলেন, “জেলাশাসকের কাছে পরীক্ষার্থী কমানোর আবেদন করা হয়েছে। কিন্তু সমাধান হয়নি। দিন যত এগিয়ে আসছে তত আতঙ্ক হচ্ছে। শেষ পর্যন্ত মাঠে পরীক্ষার্থীদের বসার ব্যবস্থা করতে হবে।”
|
বধূকে খুনের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার
|
এক বধূকে খুনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার-১ ব্লকের ঘরঘরিয়া এলাকায়। ঘটনার পরে বধূর শ্বশুরবাড়ির লোকজন গা ঢাকা দেয়। বধূর নাম সোমা বর্মন (২৪)। তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। দেহটি উদ্ধারের পরে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। বছর খানেক আগে ঘরঘরিয়া গ্রামের বাসিন্দা প্রদীপ বর্মনের সঙ্গে কোচবিহারের বাসিন্দা সোমার বিয়ে হয়। ওই সময় জামাইকে একটি ছোট গাড়ি ভাড়া খাটানোর জন্য কিনে দেওয়া হয়। সোমার বাপের বাড়ির লোকজনের অভিযোগ, এর পরেও টাকা দাবি করে জামাই। অত্যাচার শুরু করে। আইসি সুদীপ ভট্টাচার্য জানান, বধূর বাবা বাবুরাম বর্মন জামাই-সহ পাঁচজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন।
|
সার্ক রোডে ৪ ঘণ্টা অবরোধ
নিজস্ব সংবাদদাতা • ময়নাগুড়ি |
|
ছবিটি তুলেছেন দীপঙ্কর ঘটক। |
ধুলোর জন্য প্রায় চার ঘণ্টা সার্ক রোড অবরোধ করে রাখলেন বাসিন্দারা। বুধবার ময়নাগুড়ির ভোটপট্টি এলাকায় সকাল ১০টা থেকে ওই অবরোধ হয়। দু’টো নাগাদ পুলিশ পৌঁছলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বাসিন্দাদের অভিযোগ, সার্ক রোড সম্প্রসারণের কাজ চলছে। নিয়মিত জল না দেওয়ায় ধুলোর জন্য বাড়িতে থাকা সম্ভব হচ্ছে না। স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুত কাজ শেষ হচ্ছে না। তাই এক প্রকার নিরুপায় হয়ে অবরোধ করতে হয়েছে।
|
কাজে গিয়ে নিখোঁজ
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
কাজের জন্য জয়গাঁয় গিয়ে এক মহিলা শ্রমিক নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। মধু চা বাগনের ওই শ্রমিকের নাম রুংটি ওরাঁও (৪৫)। গত ২০ জানুয়ারি তিনি কাজের খোঁজে জয়গাঁয় যান। আর ফিরে আসেননি। এর পরে অনেক খোঁজ করেও তাঁর হদিস না মেলায় মঙ্গলবার জয়গাঁ থানায় অভিযোগ জানান রুংটির পরিবারের লোকজন। পুলিশ জানায়, প্রায় মাস খানেক ধরে বন্ধ মধু চা বাগান। সেখানকার অনেক শ্রমিক কাজের খোঁজে বাইরে যাচ্ছে। রুংটি বার হয়ে আর ফেরেনি বলে তাঁর স্বামী বার্গি ওরাঁও অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত চলছে।
|
শিশুশ্রম, জরিমানা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিশুদের শ্রমিকের কাজে নিয়োগের জন্য কার্শিয়াংয়ের গাড়িধুরার শিমুলবাড়ি চা বাগান কর্তৃপক্ষকে জরিমানা করল শ্রম দফতর। বুধবার শিলিগুড়িতে তা জানান জয়েন্ট লেবার কমিশনার মহম্মদ রিজওয়ান। তিনি জানান, ওই বাগান কর্তৃপক্ষ ৩০ জন শিশুকে দিয়ে শ্রমিকের কাজ করছিল। তার মধ্যে ২৭ জনের বয়স ১৪-এর কম। তাদের প্রত্যেকের নামে ২০ হাজার টাকা করে বাগান কর্তৃপক্ষকে শ্রম দফতরে দিতে হবে। শ্রম দফতরে শিশুদের উন্নয়নের ফান্ড রয়েছে। শ্রম দফতরের পক্ষ থেকে আরও ৫ হাজার টাকা করে শিশুদের নামে জমা করা হবে। পরে তা তাদের দেওয়া হবে।
|
বনধের বিরোধিতা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বিভিন্ন শ্রমিক সংগঠনগুলির ডাকা বন্ধের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানালেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বুধবার শিলিগুড়িতে এ ব্যাপারে প্রতিক্রিয়া জানায়েছেন তিনি। এ দিন তিনি বলেন, “শ্রমজীবী মানুষের স্বার্থের কথা বলে বনধ করা হচ্ছে। এটা করতে দেব না। উন্নয়নে কোথাও বাধা দেওয়ার চেষ্টা মেনে নেওয়া হবে না। সমস্যা থাকলে আলাপ-আলোচনা করতে হবে।” তাঁর কথায়, “কিছু দিন আগেও বনধ ডাকা হয়েছিল মানুষ তা প্রত্যাখ্যান করেছে। ফের বনধ ডাকা হলে বাসিন্দাদের কাছে আবেদন করব এমন ভাবে প্রত্যাখ্যান করুন যাতে তা না হয়। শান্তি বজায় রেখে সকলেই কাজে যোগ দিন।”
|
আজ বইমেলা শুরু
নিজস্ব সংবাদদাতা • ময়নাগুড়ি |
আজ, বৃহস্পতিবার শুরু হচ্ছে ময়নাগুড়ি বইমেলা। জরদা ভ্যালি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মেলা চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। উদ্যোক্তারা জানান, মেলায় ২৫টি প্রকাশন সংস্থা থাকবে। রাত ন’টা পর্যন্ত মেলা চলবে।
|
জাতীয় সড়কের কাজে যানজট |
|
লোহাপুলের কাছে ৩১ (সি) জাতীয় সড়কে তোলা বিশ্বরূপ বসাকের ছবি। |
সেবক থেকে সিকিম, ৩১ (সি) জাতীয় সড়ক চওড়া করা শুরু হয়েছে। পাহাড় কেটে রাস্তা চওড়ার কাজ চলাকালীন বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ রাখা হচ্ছে। ফলে সৃষ্টি হচ্ছে যানজটের। |
|