পায়ে অস্ত্রোপচার হল সেচমন্ত্রীর |
পায়ে অস্ত্রোপচার হয়েছে সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের। কিছু দিন আগে এক অনুষ্ঠানে মঞ্চ থেকে পড়ে তাঁর গোড়ালির হাড় ভাঙে। গত সোমবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার চিকিৎসক ইন্দ্রজিৎ সর্দার রাজীববাবুর অস্ত্রোপচার করেন।
|
নির্বাচন কমিশনের নির্দেশে মালদহের পুলিশ সুপার জয়ন্ত পালকে সরিয়ে দেওয়া হল। তাঁর জায়গায় ওই জেলার নতুন পুলিশ সুপার হচ্ছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে কমিশনের অভিযোগ, তিনি নির্বাচনী বিধি ভেঙেছেন। রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের কার্যালয় থেকে বুধবার ওই নির্দেশ পাঠানো হয়েছে মহাকরণে। মালদহের ইংলিশবাজার, বীরভূমের নলহাটি এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে আগামী ২৩ ফেব্রুয়ারি উপনির্বাচন। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ওই তিন বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথে ভোটের দিন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের পরামর্শ ছিল, জঙ্গলমহলে যে কেন্দ্রীয় বাহিনী দিয়েই আপাতত তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বান সামাল দেওয়া হোক। রাজ্য সরকার অবশ্য সাফ জানিয়ে দেয়, জঙ্গলমহল থেকে কেন্দ্রীয় বাহিনী তুলে নেওয়া সম্ভব নয়। |