টুকরো খবর |
আন্দোলনে সাড়া, আলোর পথে পলশা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ঘন ঘন লোডশেডিং। আবার কখনও লো ভোল্টেজ। জেরবার হচ্ছিলেন চাষিরা। এ বার মাঠেই চাষ নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। দ্রুত বিদ্যুৎ সংযোগের দাবিতে পথ অবরোধ থেকে শুরু করে বিডিও অফিসে ধর্না, সবই করেছিলেন খড়্গপুর ২ ব্লকের পলশা গ্রাম পঞ্চায়েতের ১৭টি মৌজার চাষিরা। জেলা প্রশাসন বিদ্যুৎ দফতরকে দ্রুত পদক্ষেপ করতে বলে। কিন্তু বিদ্যুৎ দফতর জানায়, বিদ্যুৎ সংযোগ নিয়ে যেতে হলে রেললাইনের উপর বা নীচ দিয়ে নিয়ে যেতে হবে। সে জন্য রেলের অনুমতি প্রয়োজন। রেল অনুমতি দিতে দেরি করায় তা দেওয়া যাচ্ছে না। একথা জানার পরেই জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত সরাসরি রেলের ডিআরএম রাজীবকুমার কুলশ্রেষ্ঠকে ফোন করেন। দ্রুত অনুমতি দেওয়ার কথা জানান। অবশেষে মঙ্গলবার রাতে রেল সেই অনুমতি দিয়েছে। বিদ্যুৎ দফতরের খড়্গপুর ডিভিশনের ডিভিসনাল ইঞ্জিনিয়ার শ্যামল হাজরা বলেন, “রেলের অনুমতি পেতে দেরি হওয়ায় কাজ শুরু করতে কিছুটা দেরি হল। আশা করি, আজ, বৃহস্পতিবারের মধ্যে সংযোগ দেওয়ার কাজ সম্পূর্ণ হয়ে যাবে।” এই কাজটি সম্পন্ন হলে এলাকার কয়েকশ চাষি উপকৃত হবেন। খড়্গপুর ২-এর বিডিও সোমা দাস বলেন, “বিদ্যুৎ দফতর দ্রুত গতিতে সংযোগ দেওয়ার চেষ্টা করছে। তা হয়ে গেলেই সেচের জল পেতে চাষিদের আর কোনও সমস্যা হবে না।”
|
জাতীয় সড়কে দুর্ঘটনা, অবরোধ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
অবরোধে থমকে জাতীয় সড়ক। ছবি: রামপ্রসাদ সাউ। |
দুর্ঘটনার পর জাতীয় সড়ক অবরোধ করলেন স্থানীয় মানুষ। ব্যাহত হল যান চলাচল। পুলিশ গিয়ে অবরোধ তুলল। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে খড়্গপুর লোকাল থানার লছমাপুরে। ৬ নম্বর জাতীয় সড়কের একপাশে একটি অটো দাঁড়িয়ে ছিল। যাত্রীরাও ছিলেন। তখন চৌরঙ্গিগামী একটি লরি পিছন থেকে অটোয় ধাক্কা মারে। অটোর দুই যাত্রী জখম হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। প্রতিবাদে স্থানীয় মানুষ জাতীয় সড়ক অবরোধ করেন। তাঁদের বক্তব্য, পুলিশি নজরদারির অভাবেই ঘন ঘন দুর্ঘটনা ঘটছে। পুলিশ পদক্ষেপ করে না। পুলিশ গিয়ে লাঠিচার্জ করে। এরপরই অবরোধ ওঠে। ফের জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
|
উদ্ধার দুই নাবালক
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
এক নাবালক ও নাবালিকাকে মঙ্গলবার রাতে খড়্গপুর স্টেশন চত্বর থেকে উদ্ধার করল রেল পুলিশ। ওড়িশার বাসিন্দা পনেরো বছরের সবিতা দাস স্টেশনে নামে। ট্রেন ছেড়ে দেওয়ায় আর উঠতে পারেনি। অন্য দিকে, আবসার খান নামে বারো বছরের কিশোর চেন্নাইগামী ট্রেন থেকে স্টেশনে নেমে পড়ে। তাকে উদ্ধার করে হোমে রেখেছে রেল পুলিশ। দু’জনেরই পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
|
ডেবরায় নানা কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ছাত্র পরিষদ এবং যুব কংগ্রেসের উদ্যোগে বুধবার কিছু কর্মসূচি হল ডেবরায়। ছিল রক্তদান শিবির, বই বিতরন এবং বস্ত্রদান কর্মসূচি। সামাজিক দায়বদ্ধতা থেকে এই কর্মসূচি বলে ছাত্র পরিষদ নেতা সুপ্রিয় হুই জানান। শিবিরে সব মিলিয়ে ২৯ জন রক্তদান করেন।
|
নতুন কমিটি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুর ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন হল। বুধবার ছিল নির্বাচন। সাধারণ সম্পাদক হয়েছেন মলয় রায়। সভাপতি হয়েছেন সুশীল মুখোপাধ্যায়। নতুন কমিটিতে সবমিলিয়ে ১১ জন রয়েছেন।
|
প্রতিষ্ঠা দিবস
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এবিটিএ’র প্রতিষ্ঠা দিবস উদযাপন হল। এই উপলক্ষে বুধবার সকালে সংগঠনের জেলা কার্যালয়ে এক অনুষ্ঠান হয়। ছিলেন এবিটিএ’র জেলা সম্পাদক অশোক ঘোষ।
|
জখম ৬ |
দাঁড়িয়ে থাকা লরিকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল কুম্ভমেলাগামী একটি বাস। বুধবার সন্ধ্যায় ৬০ নম্বর জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনায় জখম হয়েছেন ৬ জন। আহতদের মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শালবনি থানার গোবরু এলাকায় পূর্ব মেদিনীপুরের ময়না থেকে আসা বাসটি রাস্তার এক পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে।
|
মূর্তি |
স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি বসল দাঁতন ১ ব্লকের মেনকাপুর হাইস্কুল প্রাঙ্গণে। বুধবার মূর্তির আবরণ উন্মোচন করেন বেলুড় বিদ্যামন্দিরের অধ্যাপক স্বামী সর্বপ্রেমানন্দ। ছিলেন বিডিও জ্যোতি ঘোষ, বিজ্ঞানী মতিলাল মাইতি। |
|