টুকরো খবর |
আফস্পা অমানবিক কেন, প্রশ্ন চিদম্বরমের
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
সেনা বাহিনীর বিশেষ ক্ষমতা আইন (আফস্পা)-এর কোনও সংশোধন বা পরিবর্তনের প্রসঙ্গে বার বার বাধা দিয়েছেন সেনা বিভাগের মুখ্য কর্তারা। বুধবার, জাতীয় সুরক্ষার উপরে একটি বক্তৃতায় সেনা কর্তাদের এই কট্টর মনোভাবের কড়া সমালোচনা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। রাষ্ট্রপতি নির্বাচনের আগে চিদম্বরম কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। সে সময় সেনা আইনের কিছু অংশ সংশোধনের প্রস্তাব দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রক তরফে। তাতে আপত্তি তোলেন সেনার প্রধান আধিকারিকরা। এ দিনের বক্তৃতায় সেই প্রসঙ্গ টেনে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য, “এ রকম সংবেদনশীল বিষয়ে সেনার এই অবস্থান সরকারের কাজকে ব্যাহত করছে।” তাঁর প্রশ্ন, “বলতে পারেন সেনাদের এই বিশেষ আইনটিকে অনেক বেশি মানবিক হয়ে উঠবে না কেন?” তিনি বলেন, “আমি ও জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা আফস্পা প্রশ্নে একই মনোভাব পোষণ করি। আমাদের কাছে জীবন রেড্ডি কমিটি রিপোর্ট আছে। কিন্তু সেনা এ বিষয়ে অবস্থান পরিবর্তন না করলে সরকার এগোবে কী ভাবে?” উত্তর পূর্বের অরুণাচল প্রদেশ, অসম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা ও জম্মু-কাশ্মীরে আফস্পা বাহিনীর অত্যাচারের নিত্য সঙ্গী এই রাজ্য গুলির বাসিন্দারা। এই আইনে অপরিসীম ক্ষমতা দেওয়া আছে সেনাদের হাতে। বলা আছে গ্রেফতারি পরোয়ানা বা আইনি নির্দেশ ছাড়াই যে কোনও লোককে গ্রেফতার করে আটক অথবা যে কোনও জায়গায় তল্লাশি চালানোর ক্ষমতা আছে সেনাদের। দুর্ভাগ্যের বিষয়, এই সব রাজ্যে অধিকাংশ ক্ষেত্রেই এই ক্ষমতার অপব্যবহার করতে দেখা গিয়েছে সেনাদের।
|
প্রগাশ সদস্যদের হুমকি, আটক তিন
নিজস্ব সংবাদদাতা • শ্রীনগর |
জম্মু-কাশ্মীরের মহিলা ব্যান্ড ‘প্রগাশ’-এর তিন সদস্য নোমা, ফারা এবং অনিকাকে অনলাইনে হুমকি দেওয়ার অভিযোগে এখনও পর্যন্ত তিন জনকে আটক করেছে পুলিশ। প্রধান মুফতি তাঁদের বিরুদ্ধে ফতোয়া জারি করায় ইতিমধ্যেই ব্যান্ড ভেঙে দিয়েছে ওই তিন কন্যা। তবে তার পরেও তাঁদের কাছে আসে বেশ কয়েকটি হুমকি ই-মেল। যে ওয়েব পেজগুলি থেকে ওই হুমকি পাঠানো হচ্ছিল, সেগুলির আইপি অ্যাড্রেস মারফতই ধরা হয়েছে শ্রীনগরের ওই তিন যুবককে। তবে জম্মু-কাশ্মীর পুলিশ সূত্র জানিয়েছে, ওই তিন জনের বিরুদ্ধে খোঁজখবর নেওয়া হচ্ছে। উপযুক্ত তথ্যপ্রমাণ হাতে পেলে তবেই গ্রেফতার করা হবে তাদের। পাশাপাশি নোমা, ফারা এবং অনিকার নিরাপত্তা দিকেও নজর রাখছেন পুলিশ বাহিনী। এই তদন্তের ভারপ্রাপ্ত এক অফিসার জানান, ধারণা করা হচ্ছে ব্যান্ডের তিন কন্যাকে হুমকি ই-মেল পাঠিয়েছে অন্তত পক্ষে ১৫ জন। তবে এক জনই একাধিক নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে ওই ধরনের ই-মেল পাঠাতে পারে। তাই তদন্তকারী দল সবার আগে বোঝার চেষ্টা করছে আসলে কত জন এই হুমকি ই-মেল পাঠানোর কাজে যুক্ত। তাদের ধরার চেষ্টা চালাচ্ছে সাইবার সেল। পাশাপাশি তিনি এ কথাও জানান, উপযুক্ত তথ্য প্রমাণ হাতে না পেলে কাউকে গ্রেফতার করা হবে না। কারণ কোনও নিরপরাধ ব্যক্তি যাতে এই বিতর্কে জড়িয়ে না পড়েন, সেই দিকেও নজর রাখছেন তাঁরা।
|
বড়ো জঙ্গি-শিবিরে হানা, উদ্ধার অস্ত্র
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
সংগ্রামপন্থী আলফার সাহায্যে মায়ানমারে ঘাঁটি মজবুত করছে সংগ্রামপন্থী এনডিএফবি। নাগাল্যান্ডের মন জেলায়, এনডিএফবি বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ের পরে গ্রেফতার হওয়া সার্জেন্ট মেজরের কাছ থেকে এই তথ্য জানতে পেরেছে আসাম রাইফেল্স। মন জেলার টিজিট মহকুমায় এনডিএফবি নেতা সংবিজিৎ সামরিক শিবির স্থাপন করেছে বলে খবর পেয়ে, গত কাল সেখানে অতর্কিতে হানা দেয় আসাম রাইফেল্স। কিন্তু সামরিক ভাবে শক্তিশালী ২০ জন জঙ্গি আধা সেনার সঙ্গে সমানে-সমানে লড়াই চালায়। শেষ অবধি, জঙ্গিদের কাউকে মারতে না পারলেও সার্জেন্ট মেজর মেনাঞ্জল ইসলারিকে ধরে ফেলেন জওয়ানরা। বাকি জঙ্গিরা পালায়। শিবিরটি থেকে বিস্ফোরক, ৫০টি ডিটোনেটর, ১৫টি জিলেটিন স্টিক, দু’টি মোবাইল হ্যান্ডসেট, দু’টি বন্দুক উদ্ধার করা হয়। অভিযানের সময়, নক্কা কন্যাক নামে এক স্থানীয় নাগা যুবক মারা গিয়েছে। জেরায় মেনাঞ্জল জানায়, পরেশ বরুয়ায় সাহায্যে এনডিএফবি মায়ানমারের গভীর জঙ্গলে কয়েকটি শিবির স্থাপন করেছে। তবে পুলিশি হানায় বানচাল হল তাদের পরিকল্পনা।
|
অসমে শান্তিতে পঞ্চায়েত ভোট
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
দ্বিতীয় পর্যায়ের পঞ্চায়েত নির্বাচনে অসমে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়ল। আজ কামরূপ (মহানগর), শোণিতপুর, দরং, নলবাড়ি, বরপেটা, বঙ্গাইগাঁও, ডিব্রুগড় ও মরিগাঁও জেলায় নির্বাচন হয়। জেলা পরিষদে ৫২০ জন, পঞ্চায়েত সভাপতি পদে ২৭২৬ জন, আঞ্চলিক পঞ্চায়েতে ২২৬৫ জন ও পঞ্চায়েত সদস্যপদে ২১,২১৩ জন প্রার্থী লড়লেন। মোট ভোটারের সংখ্যা ছিল ৩০,৪০,৯৭২ জন। রাজ্য নির্বাচন কমিশন এ দিন ১৩ জন নির্বাচন পর্যবেক্ষক নিয়োগ করেন। বিকেল অবধি ৬৫ শতাংশ ভোট পড়ার খবর এলেও সব কেন্দ্রের তথ্য এখনও এসে পৌঁছয়নি। ব্যালট পেপারে ভুল প্রতীক বা অসম্পূর্ণ প্রার্থী তালিকা থাকায় কিছু জায়গায় ভোট বন্ধ হয়ে যায়। নলবাড়ি এলপি স্কুল থেকে চুরি যায় ব্যালট পেপার।
|
অস্ত্র বহনে নিষেধাজ্ঞা
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
নির্বাচন শেষ না হওয়া অবধি নাগা জঙ্গিদের অস্ত্র বহনে নিষেধাজ্ঞা জারি করা হল। আগামী কাল থেকে এই নির্দেশ বলবৎ হতে চলেছে। সংঘর্ষ বিরতি তদারক কমিটির প্রধান অবসরপ্রাপ্ত মেজর-জেনারেল এন জর্জ এনএনসিএন-এর তিনটি জঙ্গিগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। জর্জ বলেন, “নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ অবধি মনোনয়নপত্র জমা দেওয়া হবে। আগামী কাল থেকেই, রাজ্যে অস্ত্র বহন করা নিষিদ্ধ হচ্ছে। তিন জঙ্গি সংগঠনের পরিচয়পত্রধারী নেতারাও সঙ্গে অস্ত্র নিয়ে ঘুরতে পারবেন না।”
|
প্রশিক্ষণে নয়া প্রতিষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
জয়পুরে কংগ্রেসের চিন্তন শিবিরের ঘোষণাপত্রেই বলা হয়েছিল, গ্রাম ও শহরের যুবকদের কর্মসংস্থানে এ বার প্রশিক্ষণে গুরুত্ব দেবে সরকার। সেই ঘোষণার পর এক মাসও কাটেনি, ‘ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি’ গঠনের প্রস্তাবে বৃহস্পতিবার সায় দিতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সরকারের শীর্ষ সূত্রে বলা হচ্ছে, প্রস্তাবিত ওই প্রতিষ্ঠান যোজনা কমিশনের সহায়ক হিসেবে কাজ করবে। এটির কাজ হবে দ্বাদশ যোজনায় ৫ কোটি যুবককে দক্ষ শ্রমিক হিসাবে গড়ে তোলা। যদিও এই প্রতিষ্ঠান গঠনে অর্থ মন্ত্রকের আপত্তি রয়েছে। কিন্তু যোজনা কমিশনের বক্তব্য, নতুন প্রতিষ্ঠান কেন্দ্রীয় ভাবে সব রাজ্যের সঙ্গে সমন্বয় করে যুবকদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে।
|
সিলিন্ডার ফেটে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু হল একজনের। ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার ঘটনাটি ঘটেছে রাঁচির সুখদেব নগর থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, একটি কেটারিং সংস্থার চার কর্মী রান্না করছিল। সেই সময়ই সিলিন্ডারটি ফাটে।
|
প্রশিক্ষণের জন্য নয়া প্রতিষ্ঠান |
জয়পুরে কংগ্রেসের চিন্তন শিবিরের ঘোষণাপত্রেই বলা হয়েছিল, গ্রাম ও শহরের যুবকদের কর্মসংস্থানে এ বার প্রশিক্ষণে গুরুত্ব দেবে সরকার। সেই ঘোষণার পর এক মাসও কাটেনি, ‘ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি’ গঠনের প্রস্তাবে বৃহস্পতিবার সায় দিতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রস্তাবিত ওই প্রতিষ্ঠান যোজনা কমিশনের সহায়ক হিসেবে কাজ করবে। এটির কাজ হবে দ্বাদশ যোজনায় ৫ কোটি যুবককে দক্ষ শ্রমিক হিসাবে গড়ে তোলা।
|
উদ্বিগ্ন প্রধানমন্ত্রী |
মঙ্গলবারের ধাঁচেই ফের বুধবারও দেশের সামগ্রিক শিক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৈঠকে উচ্চশিক্ষার মান নিয়ে মঙ্গলবার আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। আর এ দিন প্রাথমিক শিক্ষা নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করলেন কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে। দু’টি ক্ষেত্রেই প্রধানমন্ত্রী বুঝিয়ে দিলেন, দেশের শিক্ষার মানে তিনি সন্তুষ্ট নন। যে জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রমশ পিছিয়ে পড়ছে ভারত। প্রধানমন্ত্রী চিন্তিত শিক্ষকদের ভূমিকা নিয়েও।
|
মৃত ২ বাঙালি ছাত্র |
বুধবার সকালে ভি এস এস নগর রেল স্টেশনের কাছের রেল লাইনে দুই ছাত্রের মৃতদেহ মিলল। নাম কৌস্তভ দাশগুপ্ত (১৯) ও অভিনব পণ্ডা (১৯)। তাঁরা হোটেল ম্যানেজমেন্টের প্রথম বর্ষের ছাত্র। কৌস্তভ বেহালা এবং অভিনব জামশেদপুরের বাসিন্দা। |
|