টুকরো খবর
যুবককে গুলি
বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ ডানলপের অশোকগড়ে এক যুবককে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছুটতে দেখেন টহলদারি পুলিশ কর্মীরা। তাঁরা ওই যুবককে ধরে হাসপাতালে পাঠিয়ে দেন। যুবকটির পেটের নিচে গুলি লেগেছে। জানা গিয়েছে, গৌতম দাস (৩২) নামে ওই যুবক সল্টলেক ১৪ নম্বর ট্যাঙ্ক এলাকার বাসিন্দা। তিনি পুলিশকে জানান, রাতে বরাহনগর থেকে দক্ষিণেশ্বর স্টেশনের দিকে তিনি রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। অন্ধকারে আচমকাই তিন জন দুষ্কৃতী তাঁর পথ আটকায়। পকেট থেকে মোবাইল ফোনটি কেড়ে নেয়। তাদের হাত থেকে বাঁচতে এক দুষ্কৃতীর হাতে কামড় দিয়ে রেল লাইন ধরে দৌড়তে শুরু করেন ওই যুবক। তখনই তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা।

খুনিরা অধরাই
দমদম পার্কের কাছে হরিহর কলোনির বাসিন্দা শীলা দাস ও শ্যামনগরের গোরা দাসের খুনের ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে, গোরা দাসের খুনে অভিযুক্ত জগা ও শঙ্কুকে খুঁজছে পুলিশ। এ দিকে জগার বাড়িতে গিয়ে তার মা শীলাদেবীকে যারা মারধর করে খুন করে তারা যে গোরার দলের লোক ছিল, তা-ও একপ্রকার নিশ্চিত পুলিশ। সে দিনের ঘটনা সম্পর্কে গোরার ভাই ছোটনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানায় পুলিশ। ব্যরাকপুর পুলিশ কমিশনারেটের এডিসিপি বিশ্বজিৎ ঘোষ বলেন, “আমরা সব দিকই খতিয়ে দেখছি। অভিযুক্তদের খোঁজ চলছে।”

বিদ্যুৎ বিভ্রাট
শীত কাটতে না কাটতেই শহরে বিদ্যুৎ বিভ্রাট। যান্ত্রিক বিভ্রাটের কারণে বুধবার সন্ধ্যা ৬টায় সিইএসসি-র বেশ কিছু অঞ্চলে আলো চলে যায়। সংস্থা সূত্রে খবর, কসবা অঞ্চলের যে পয়েন্ট থেকে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার কাছ থেকে বিদ্যুৎ নেওয়া হয়, সেটি ট্রিপ করে যায়। ফলে ওই পয়েন্টে বণ্টন সংস্থার সঙ্গে সিইএসসি-র বিদ্যুৎ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় ৩০০ মেগাওয়াটের মতো বিদ্যুৎ ঘাটতি দেখা দেওয়ায় গোটা শহরে অন্ধকার নেমে আসে। সন্ধে ৭টার পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার কর্তারা জানান, কসবা পয়েন্ট থেকে সিইএসসি প্রয়োজনের বেশি বিদ্যুৎ টানতে যাওয়ায় লাইনটি ট্রিপ করে যায়।

বাসে মহিলাকে উত্ত্যক্ত করার অভিযোগে ধৃত
ফের বাসে মহিলা যাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠল। পুলিশ জানায়, বুধবার, শ্যামবাজারমুখী বেসরকারি বাসের ওই মহিলাযাত্রী ও তাঁর এক সহযাত্রীর অভিযোগের ভিত্তিতে রবি সিংহ (৪০) নামে ওই যুবক গ্রেফতার হয়। গ্রেফতারের সময় সে নেশাগ্রস্ত ছিল বলে পুলিশের দাবি। এ দিনই শহরে অন্য দু’টি শ্লীলতাহানির অভিযোগে এক স্কুলশিক্ষক-সহ দু’জন গ্রেফতার হয়। ট্যাংরার এক প্রাথমিক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে মঙ্গলবার। পুলিশ জানায়, ধৃত ওই স্কুলেরই শিক্ষক সুশান্ত রায়। অন্যটিতে ধৃত শোভাবাজারের বাসিন্দা সুরজিৎ রায়।

ঝুলন্ত দেহ উদ্ধার
এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বুধবার, আচার্য জগদীশ চন্দ্র বসু রোডের পাশের একটি গাছ থেকে। বছর পঁচিশের ওই যুবকের ঝুলন্ত দেহ দেখে প্রাতর্ভ্রমণকারীরা খবর দেন পুলিশে। এখনও পর্যন্ত কোন পরিচয় জানা যায়নি তাঁর।

অসুস্থ সেচমন্ত্রী
পায়ে অস্ত্রোপচার হয়েছে সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের। কিছু দিন আগে একটি অনুষ্ঠানে মঞ্চ থেকে পড়ে রাজীববাবুর গোড়ালির হাড় ভেঙে যায়। গত সোমবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার চিকিৎসক ইন্দ্রজিৎ সর্দার রাজীববাবুর অস্ত্রোপচার করেন। এখন তিনি সুস্থ।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.