ওয়ালমার্ট তদন্তে কেন্দ্র মানুষের সাহায্য চায় |
ভারতে ওয়ালমার্টের বিনিয়োগে পদ্ধতিগত ত্রুটি নিয়ে তদন্ত করতে এ বার সাধারণ মানুষের সাহায্য চাইল কেন্দ্র। এই বিষয়ে কারও কাছে কোনও তথ্য বা কাগজপত্র থাকলে, তা ১৫ দিনের মধ্যে তদন্তকারী কমিটির সামনে আনতে অনুরোধ করা হচ্ছে বলে জানিয়েছে কর্পোরেট বিষয়ক মন্ত্রক। ভারতে ব্যবসা শুরুর জন্য বিশ্বের বৃহত্তম রিটেল বহুজাতিকটির লবি করা সংক্রান্ত বিষয়ে তদন্তের লক্ষ্যে এক সদস্যের কমিটি গড়েছে কেন্দ্র। এ জন্য কোনও ব্যক্তি বা সংস্থাকে ঘুষ দেওয়া বা সুবিধা পাইয়ে দেওয়ার ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখবে কমিটি। ৩ মাসের মধ্যে জমা দেবে রিপোর্টও। যদিও এ দেশে ব্যবসা করার জন্য তারা আইন লঙ্ঘন করেনি বলেই ওয়ালমার্টের দাবি। তদন্তে সহায়তারও আশ্বাস দিয়েছে তারা।
|
অবাঞ্ছিত পরিষেবা দিয়ে টাকা কাটার বিরুদ্ধে ব্যবস্থা ট্রাই-এর |
মোবাইল ফোনে অবাঞ্ছিত বাড়তি পরিষেবা (প্রচলিত ভাষায় ভ্যাস) রুখতে কড়া ব্যবস্থার কথা ঘোষণা করল ট্রাই। তারা জানিয়েছে, ওই পরিষেবা চালুর ২৪ ঘণ্টার মধ্যে গ্রাহকেরা নির্দিষ্ট নম্বরে (১৫৫২২৩) অভিযোগ জানালে, তা বন্ধ করবে সংশ্লিষ্ট সংস্থা। ফেরত মিলবে কেটে নেওয়া টাকাও। কিন্তু ২৪ ঘণ্টার পর অভিযোগ জানালে, পরিষেবা বন্ধ হলেও টাকা মিলবে না। ট্রাইয়ের চেয়ারম্যান রাহুল খুল্লর জানান, এ মাস থেকেই এই ব্যবস্থা চালু হয়েছে। এ দিন নয়া ব্যবস্থাকে স্বাগত জানিয়েছে সেলুলার অপারেটর্স অ্যাসোসিয়েশন (সি ও এ আই)। এর কর্তা রাজন এস ম্যাথুজ বলেন, “গ্রাহক আপত্তি জানালে দ্রুত তা বন্ধের ব্যবস্থা করব। তবে ট্রাই যে ভাবে সম্মতি নিতে বলছে (ই-মেল, এসএমএস, ফ্যাক্স ইত্যাদিতে) তা কাযর্কর করা কার্যত অসম্ভব। বরং আমাদের ব্যবস্থা (মোবাইল ফোনে ‘স্টার’ ও ৯ দু’বার টিপে পরিষেবা চালু) আরও নিশ্ছিদ্র।”
|
বিলগ্নিকরণের জন্য শেয়ারের ন্যূনতম দাম ১৪৫ টাকা ধার্য করল এনটিপিসি। যা এ দিন তাদের বাজার বন্ধের সময়কার দরের (১৫১.৮০ টাকা) তুলনায় প্রায় ৪.৫% কম। বৃহস্পতিবারই রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সংস্থাটির ৯.৫% শেয়ার বেচবে কেন্দ্র। যাতে প্রায় ১২ হাজার কোটি টাকা ঘরে আসবে বলে তাদের আশা।
|
ঘোজাডাঙায় ফের শুরু বাণিজ্য |
মিষ্টিমুখ, ফুল, শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দিয়ে বুধবার ফের শুরু ঘোজাডাঙায় সীমান্ত বাণিজ্য। মঙ্গলবার বসিরহাটের মহকুমা শাসকের দফতরে জেলা শাসকের উপস্থিতিতে সর্বদলীয় বৈঠকে মিটেছিল সমস্যা। নাসিক থেকে আসা পেঁয়াজ ভর্তি ট্রাক বুধবার প্রথম সীমান্তের ওপারে যায়। উপস্থিত ছিলেন ঘোজাডাঙা শুল্ক দফতরের আধিকারিক, বিএসএফের কর্তা-সহ সীমান্ত বাণিজ্যর সঙ্গে যুক্ত সংগঠনের প্রতিনিধিরা। শুল্ক দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা পর্যন্ত ঘোজাডাঙা সীমান্ত দিয়ে শতাধিক পণ্যবাহী ট্রাক যাতায়াত করেছে। |