স্পষ্ট নির্দেশ সত্ত্বেও সহারা গোষ্ঠীর দুই সংস্থার বিরুদ্ধে সেবি কেন এখনও ব্যবস্থা নেয়নি, তা নিয়ে কৈফিয়ৎ তলব করল সুপ্রিম কোর্ট।
প্রায় তিন কোটি লগ্নিকারীর কাছ থেকে তোলা (সুদ সমেত ২৪ হাজার কোটি) টাকা সময়মতো ফেরত না দেওয়ায় সহারা ইন্ডিয়া রিয়েল এস্টেট কর্প ও সহারা হাউসিং ইনভেস্টমেন্ট কর্প-এর বিরুদ্ধে সেবি-কে ব্যবস্থা নিতে বলেছিল শীর্ষ আদালত। স্বাধীনতা দিয়েছিল, ওই দুই সংস্থার সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত এবং সম্পত্তি ক্রোক করার। কিন্তু সেই নির্দেশ সত্ত্বেও শেয়ার বাজার নিয়ন্ত্রক কেন এখনও ব্যবস্থা নেয়নি, তা নিয়েই কৈফিয়ৎ চেয়েছে তারা। পাশাপাশি, বুধবার সেবি-কে ফের এক বার ওই অ্যাকাউন্ট বাজেয়াপ্ত ও সম্পত্তি ক্রোক করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
সেবি অবশ্য জানিয়েছে, ইতিমধ্যেই দুই সংস্থার কাছে নোটিস পাঠিয়েছে তারা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করতে দ্বারস্থ হয়েছে বম্বে সিভিল কোর্টের। কিন্তু এই উত্তরে খুশি নয় শীর্ষ আদালত। বরং পদক্ষেপ না করে শুধু নোটিস দিয়ে সেবি ক্ষান্ত থেকেছে কেন, সেই প্রশ্ন তুলেছে বিচারপতি কে এস রাধাকৃষ্ণন ও জে এস খেহারের বেঞ্চ।
সেবি-কে ভর্ৎসনার পাশাপাশি দুই সংস্থাকেও কারণ দর্শাতে বলেছে সুপ্রিম কোর্ট। ফের জানতে চাওয়া হয়েছে, কেন তারা এত দিনেও লগ্নিকারীদের টাকা ফেরত দেয়নি। এবং এ জন্য তারা ঠিক কী পদক্ষেপ করেছে। এ জন্য কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, চার সপ্তাহের মধ্যে তার কারণও জানাতে বলা হয়েছে সহারাকে।
উল্লেখ্য, গত ৩১ অগস্ট এক রায়ে বাজার থেকে তোলা প্রায় ২৪ হাজার কোটি টাকা সুদ সমেত লগ্নিকারীদের ফিরিয়ে দিতে নির্দেশ দেয় শীর্ষ আদালত। প্রক্রিয়া দেখভালের দায় বর্তায় সেবি-র উপর। সুপ্রিম কোর্ট জানায়, তিন মাসে টাকা না ফেরালে, দুই সংস্থার অ্যাকাউন্ট বন্ধ ও সম্পত্তি বাজেয়াপ্ত করার অধিকার থাকবে সেবি-র।
নির্দেশ ফিরে দেখতে সহারা ফের শীর্ষ আদালতে গেলে, ৫,১২০ কোটি অবিলম্বে সেবির হাতে দিতে বলে সুপ্রিম কোর্ট। তার পর ১০ হাজার কোটি জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে এবং বাকিটা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দেওয়ার নির্দেশ দেয় তারা। সহারার অবশ্য দাবি, বেশির ভাগ টাকা বিনিয়োগকারীদের আগেই ফিরিয়ে দেওয়া হয়েছে। |