টুকরো খবর
আত্মমর্যাদা রাখতে ‘সরি’ বলা কঠিন
ডোপিং যে করেছিলেন, ভালই জানতেন ল্যান্স আর্মস্ট্রং। তবু স্বীকার করতে কেটে গেল বহু বছর। ওপরা উইনফ্রের অনুষ্ঠানে অবশেষে ‘সরি’ বললেন তিনি। কেন? ক্ষমা চাওয়া কি এতই কঠিন? ১৯৭৬-এ এলটন জনের প্রেমের গান ‘সরি সিমস টু বি দ্য হার্ডেস্ট ওয়ার্ড’ দারুণ জনপ্রিয় হয়েছিল। সম্প্রতি ‘সরি’ না বলার প্রতি মানুষের এই জনপ্রিয়তার মানেটা ধরা পড়ল এক অস্ট্রেলীয় গবেষণায়। এত দিন মনে করা হত, ক্ষমা চেয়ে নিলে মনের ভার কমে। কিন্তু নতুন গবেষণায় জানা যাচ্ছে, ক্ষমা না চাওয়ার পিছনেও একটা স্বস্তি কাজ করে। তা হল আত্মমর্যাদা বোধ। তাই ‘সরি’ শব্দটা এত কঠিন। অনেক সময় দেখা যায়, বড় বড় দোষ করেও ক্ষমা চেয়ে পার পাওয়া যায়। তবুও কেন ক্ষমা চাইতে পারে না মানুষ, সেটা জানতে গবেষণা শুরু করে কুইন্সল্যান্ড বিজনেস স্কুল। তাতেই ধরা পড়ল সমাজের এই ছবি। মুখ্য গবেষক টাইলার ওকিমোতো জানান, গবেষণার জন্য তাঁরা ২২৮ জনকে বেছে নিয়েছিলেন। জানতে চাওয়া হয়েছিল, খারাপ ব্যবহার করে ক’জন ক্ষমা চেয়েছেন, আর ক’জন চাননি। দেখা গিয়েছে, যাঁরা ক্ষমা চাননি তাঁদের মনের জোর, আত্মমর্যাদা বোধ অন্যদের থেকে অনেক বেশি। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে, ‘ইউরোপিয়ান জার্নাল অফ সোশ্যাল সায়েন্স’ পত্রিকায়।

সলমন খুরশিদকে ফোন জন কেরির
দায়িত্বের শেষ পর্বে নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক পোক্ত করার জন্য সক্রিয় হয়ে উঠেছিলেন প্রাক্তন মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিন্টন। সদ্য তাঁর ছেড়ে যাওয়া চেয়ারে বসেছেন ম্যাসাচুসেটস-এর সেনেটর জন কেরি। নতুন দায়িত্বপ্রাপ্তির পর আজ বিদেশমন্ত্রী সলমন খুরশিদকে ফোন করে ‘বিভিন্ন ক্ষেত্রে’ ভারত-মার্কিন সম্পর্ক আরও ‘উচ্চতায়’ পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন কেরি। বিদেশ মন্ত্রকের বক্তব্য, বারাক ওবামার কূটনৈতিক নীতি নির্ধারণে কেরি ভবিষ্যতে ক্রমশই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। ফলত তাঁর সঙ্গে ব্যক্তিগত সুসম্পর্ক বজায় রাখাটা খুরশিদের অগ্রাধিকারের মধ্যে পড়ে। বুধবার ফোনে খুরশিদ কেরিকে জানিয়েছেন, চলতি বছরের শেষার্ধে ভারত মার্কিন কৌশলগত বৈঠক। কেরির সঙ্গে আলোচনার জন্য তিনি উদগ্রীব।

সুনামিতে মৃত ৫
ভূমিকম্পের কারণে সুনামি হল সলোমন দ্বীপপুঞ্জে। মৃত এক শিশু-সহ পাঁচ। ধ্বংস হয়েছে চারটি গ্রাম। ভূতত্ত্ববিদেরা জানিয়েছেন, বুধবার দুপুরে সান্টা ক্রুজ দ্বীপপুঞ্জের কিরা কিরা অঞ্চলে ৭.৯ তীব্রতার কম্পন অনুভূত হয়। সঙ্গে সঙ্গে সতর্কতা জারি হয় সুনামিপ্রবণ এলাকাগুলিতে।

আত্মঘাতী ভারতীয় বংশোদ্ভূত
স্ত্রী ও দুই সন্তানকে মেরে আত্মঘাতী হলেন বছর পঞ্চাশের এক ভারতীয় বংশোদ্ভূত। অভিযুক্তের নাম, শিবিন্দার সিংহ গ্রোভার। সোমবার জন ক্রিক থেকে গ্রোভার পরিবারের চার সদস্যের মৃতদেহ উদ্ধার করে আটলান্টা পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.