স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করার দায়ে যাবজ্জীবন দন্ড দিল আদালত। শুক্রবার রায়গঞ্জে ফাস্টট্র্যাক সেকেন্ড আদালতের বিচারক অনির্বাণ দাস ওই নির্দেশ দেন। পাশাপাশি, সাজা প্রাপ্তকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে সাজার মেয়াদ ছয় মাস বাড়বে। আদালত সূত্রে জানা গিয়েছে, ৪৫ বছর বয়সী পেশায় চাষি সাজাপ্রাপ্ত ওই ব্যক্তির নাম সুভাষ দাস। বাড়ি রায়গঞ্জ থানার মকদমপুর এলাকায়। নিজের নাবালিকা মেয়ের সামনে সুভাষবাবু স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করেন বলে অভিযোগ।
|
প্রয়াত হলেন হলদিবাড়ি হাইস্কুলের শিক্ষক বিশ্বরূপ গোস্বামী। মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে তিনি কলকাতার একটি নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার সকালে সেখানে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি হলদিবাড়ি বইমেলা কমিটির অন্যতম প্রাণপুরুষ ছিলেন। তিনি হলদিবাড়ি থেকে প্রকাশিত ‘বীক্ষণ’ পত্রিকাটি সম্পাদনা করতেন। হলদিবাড়ি প্রেস ক্লাবের কোষাধ্যক্ষও ছিলেন তিনি।
|
তিনটি পৃথক এলাকায় তল্লাশি চালিয়ে চারটি পিস্তল এবং বেশ কিছু কার্তুজ উদ্ধার করল পুলিশ। ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে উত্তর দিনাজপুরের করণদিঘি ও শুক্রবার দুপুরে ইসলামপুর ও চাকুলিয়া থানা এলাকা থেকে অস্ত্রগুলি উদ্ধার হয়। |