জেলা বিদ্যালয় পরিদর্শক প্রতিনিধি না-দেওয়ায় কোচবিহারে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জয়লাভ করেও বামফ্রন্ট সমর্থিতরা স্কুল পরিচালন কমিটি গঠন করতে পারছেন না বলে অভিযোগ তুলল ফরওয়ার্ড ব্লক। শুক্রবার জেলা দফতরে সাংবাদিক বৈঠক করে ওই অভিযোগ এনে শিক্ষায় দলতন্ত্র কায়েমের চেষ্টা নিয়ে তৃণমূল কংগ্রেসেরও কড়া সমালোচনা করা হয়। ওই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে শিক্ষা দফতরের তরফে দাবি করা হয়েছে মামলা সংক্রান্ত জটিলতার জন্য স্কুলে প্রতিনিধি পাঠাতে পারছেন না ডিআই সেকেন্ডারি।
ফরওয়ার্ড ব্লকের অভিযোগ, দিনহাটার বামনহাট হাই স্কুল, পেটলা হাই স্কুল, আবুতারা হাই স্কুল ও শালমারা হাই স্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে বামফ্রন্ট সমর্থিতরা জয়লাভ করে। কিন্তু কোনও স্কুলে জেলা বিদ্যালয় পরিদর্শক প্রতিনিধি পাঠায়নি। পেটলা হাই স্কুলে বিদায়ী পরিচালন কমিটির মেয়াদ ৩১ জানুয়ারি শেষ হয়। উদয়নবাবু অভিযোগ করেন, তৃণমূল জয়ী হবে ভেবে চারটি স্কুল পরিচালন সমিতির ভোট করানো হয়। কিন্তু বামপন্থীরা জিতে যাওয়ায় জটিলতা তৈরি করা হচ্ছে। কোচবিহারের শিক্ষা দফতরের কর্তারা জানান, পেটলা হাই স্কুলে ভোটার তালিকায় নাম না থাকায় এক অভিভাবক দিনহাটা আদালতে মামলা করেন। আবুতারা হাই স্কুল নিয়েও উচ্চ আদালতে একটি মামলা বিচারাধীন। শালমারা ও বামনহাট হাই স্কুলেও নিয়ম মেনে নির্বাচন হয়নি অভিযোগে মামলা চলছে। ওই কারণে ডিআই প্রতিনিধি পাঠাতে পারছেন না। কোচবিহারের ডিআই (সেকেন্ডারি) মহাদেব শৈব বলেন, “পেটলা ও আবুতারা হাই স্কুল নিয়ে আদালতে মামলা বিচারাধীন। তাই কিছু বলব না।” দিনহাটার এ আই নির্মলরঞ্জন সরকার বলেন, “বামনহাট ও শালমারা স্কুলের বিষয়েও আদালতে মামলা বিচারাধীন থাকায় মন্তব্য করতে পারছি না।” |