• কাউন্সিলারের আঁকা ছবির প্রদর্শনীতে ভিড় করছেন দর্শকরা। বইয়ের স্টলের পাশাপাশি প্রদর্শনীর আয়োজন করেন ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার তুষার মণ্ডল। দীর্ঘ দিন ছবি আঁকেন তুষারবাবু। শহরে বছরে দু’একবার প্রদর্শনী হয়। তবে গ্রন্থ মেলায় কাউন্সিলারের প্রদর্শনী অন্য মাত্রা পেয়েছে। প্রদর্শনীর মোট ২১টি ছবির মধ্যে তুষারবাবুর আঁকা ৪টি ছবি রয়েছে।
• বাটুল দি গ্রেট, নন্টে ফন্টেকে পেছনে ফেলে এগিয়ে ছোটা ভীম। ধূপগুড়ি গ্রন্থমেলার কয়েকটি স্টলে মিলছে ভীমের কার্টুন। বই মেলার দ্বিতীয় দিনে ভীম কিনতে ভিড় করছে কচিকাঁচার দল। প্রকাশক জানান, স্পাইডারম্যান, নন্টেফন্টে, বাটুলকে পিছনে ফেলে ছোটা ভীম দৌড়ে বেড়াচ্ছে। টেলিভিশনে দেখা ভীমকে ঘরে আনতে ছোটরা উতলা।
• ২২ বছর আগে প্রথম মেলার উদ্যোক্তা ৩ ব্যক্তিকে সম্মানিত করল গ্রন্থমেলা কমিটি। বৈরাতিগুড়ি হাই স্কুলে প্রথম বই মেলার আয়োজন করেন জাতিশ্বর ভারতী, পার্থসারথি চৌধুরী এবং পুণ্যশ্লোক দাশগুপ্ত সহ কয়েকজন বইপ্রেমী। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁদের সম্মান জানানো হয়।
• পুরসভার গ্রন্থমেলায় এ বার প্রবেশ অবাধ। ২০ বছর ধরে চলা এই বই মেলায় প্রবেশ মূল্য নেওয়া হলেও এ বার প্রত্যেকে মেলায় যেতে পারবেন। তৃণমূল পরিচালিত পুরসভার ওই সিদ্ধান্তে অন্য বারের তুলনায় মেলায় ভিড় বেড়েছে। |