টুকরো খবর
গাইঘাটায় দুষ্কৃতীকে ধরলেন ব্যবসায়ী
দুধ ব্যবসার টাকা সংগ্রহ করে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। স্থানীয় ঠাকুরনগর থেকে গোবরডাঙা যাওয়ার রাস্তা ধরে আরও কয়েক জনের সঙ্গে বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ বাড়ি ফিরছিলেন গাইঘাটার মধুসূদনকাটি এলাকার বাসিন্দা বাসুদেব ঘোষ। জামদানির কাছে আসতেই বাসুদেববাবুর সাইকেল টেনে ধরে এক যুবক। সাইকেল থেকে নেমে তাকে জাপটে ধরে বাকি সঙ্গীদের ডাকতে থাকেন তিনি। অন্যান্যরা একটু সামনে এগিয়ে গিয়েছিলেন। তখন ধরা পড়ে যাওয়া যুবক অন্য এক যুবককে নির্দেশ দেয় গুলি চালাতে। সে আগ্নেয়াস্ত্র বের করতেই বাসুদেববাবু এই যুবককে ছেড়ে আগ্নেয়াস্ত্র হাতে থাকা যুবককে ধরে ফেলেন। তার চিত্‌কারে আশপাশের মানুষজন ছুটে এলে একজন পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাইঘাটা থানার পুলিশ গিয়ে স্বপন বিশ্বাস নামে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে। তার কাছ থেকে এক রাউণ্ড গুলি ও পাঁচ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, ধৃতের বাড়ি গৈপুর এলাকায়। সে ছিনতাইবাজ। বাসুদেববাবুর সাহসিকতায় সকলেই গর্বিত। বাসুদেববাবুর কথায়, “ভয়-ডর আমার প্রথম থেকেই একটু কম। এ দিনও সাহস হারাইনি।”

বিএসএফ-বিজিবি বৈঠক বেনাপোলে
বাংলাদেশি দুষ্কৃতীদের সঙ্গে যোজসাজশে এ দেশে অনুপ্রবেশে প্রত্যক্ষ মদত দিচ্ছে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একাংশ। তাদের একাংশের মদতেই সমানে চলছে মাদক ও গরু পাচার। এমনই অভিযোগ তুলে সম্প্রতি বিএসএফের বিরুদ্ধে স্বরাষ্ট্র দফতরে রিপোর্ট পাঠিয়েছেন রাজ্য পুলিশের ডিজি নপরাজিত মুখোপাধ্যায়। মহাকরণ থেকে বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনাও করা হয়েছে। শুক্রবার বাংলাদেশের বেনাপোলে বিএসএফের ডিজি সুভাষ যোশী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দক্ষিণ পশ্চিম রিজিয়নের কমাণ্ডার বিগ্রেডিয়ার জেনারেল আলি মোর্তাজা খানের সঙ্গে প্রায় ১৫ মিনিট একান্তে বৈঠক করেন। ওই বৈঠকে দু’দেশের মধ্যে সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও বিএসএফ ও বিজিবি এই সাক্ষাত্‌কারকে ‘সৌজন্যমূলক সাক্ষাত্‌’ বলেই দাবি করেছে। বৈঠকের পর বিএসএফের ডিজি বলেন, “দু’দেশের জওয়ানদের মধ্যে কীভাবে আরও সহযোগিতা ও বন্ধুত্ব বাড়ানো যায়, সে সব নিয়ে আলোচনা হয়েছে।”

স্কুল-ফুটবল
আয়োজিত হল চারদলীয় স্কুল ফুটবল প্রতিযোগিতা। সম্প্রতি গোসাবার ব্লক অফিস সংলগ্ন ফুটবল মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করে গোসাবার স্থানীয় বিদ্যাসাগর ক্লাব। উদ্বোধন করেন জয়নগরের সাংসদ তরুণ মণ্ডল। ছিলেন গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর এবং বিডিও সুমন চট্টোপাধ্যায়। প্রতিযোগিতায় অংশ নেয় গোসাবার আরআরআই হাইস্কুল, বিজয়নগর আদর্শ বিদ্যামন্দির, মসজিদবাটি পার্বতী উচ্চ বিদ্যালয় এবং রাঙাবেলিয়া হাই স্কুল। ফাইনাল খেলায় বিজয়নগর আদর্শ বিদ্যামন্দিরকে ১-০ গোলে হারিয়ে জয়ী হয় গোসাবার আরআরআই হাইস্কুল। জয়ী স্কুলের পক্ষ থেকে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন অণির্বাণ মণ্ডল এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন শুভেন্দু নস্কর।

বার অ্যাসোসিয়েশনে তৃণমূলের হার
বারাসত আদালতের জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলকে হারিয়ে জয়ী হল কংগ্রেস। ১৩টি আসনের মধ্যে কংগ্রেস পেয়েছে ১০টি আসন, বাকী তিনটি তৃণমূল। গত বার এই লড়াইয়ে ৯টি আসনে জেতে কংগ্রেস, ৪টিতে তৃণমূল। তবে এ বার সভাপতি, সহ সভাপতি, সম্পাদক, সহ সম্পাদক, কোষাধাক্ষের মতো সব গুরুত্বপূর্ণ আসনেই কংগ্রেস জিতেছে। সভাপতি পদে জওহরলাল পাল এবং সম্পাদক পদে উমাপদ চট্টোপাধ্যায় নির্বাচিত হয়েছেন।

বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী
ছবি: শান্তনু হালদার।
অশোকনগরের কাজলা গ্রামে নোনাতলা নেতাজি প্রাথমিক বিদ্যালয়ে গত ২০ জানুয়ারি ও ২১ জানুয়ারি পালিত হল বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও। বিদ্যালয় তৈরিতে যাঁরা সাহায্য করেছেন তাঁদের এই অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুণ বিশ্বাস বলেন, “পিছিয়ে পড়া এলাকায় এই স্কুল অবস্থিত বলে নানা সমস্যা রয়েছে। গ্রামের মানুষের ভালবাসাই স্কুলকে বাঁচিয়ে রেখেছে।”

ফের রেজ্জাককে বিঁধলেন পুরমন্ত্রী
ফের অসুস্থ আব্দুর রেজ্জাক মোল্লার সমালোচনায় মুখ খুললেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। শুক্রবার জীবনতলায় ব্লক সম্মেলনে পুরমন্ত্রীর অভিযোগ, “রেজ্জাক মোল্লা প্রচার পাওয়ার জন্য হজে গিয়েছিলেন। কাঁটাতলায় গোলমালের জন্য তিনিই দায়ী। তৃণমূলের বিরুদ্ধে মারধরের মিথ্যা অভিযোগ তুলছেন। নাটক করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো উনি এখন মোবাইলে ভাষণ দিচ্ছেন।” যে ভাবে ফের গোর্খাল্যান্ডের দাবি উঠেছে, তার জন্য কংগ্রেসকেই দুষেছেন পুরমন্ত্রী। তিনি বলেন, “কংগ্রেস তেলেঙ্গানা নিয়ে উস্কানি দিচ্ছে। সেই কারণে গোর্খাল্যান্ডের দাবি উঠেছে। এর দায় কংগ্রেসকেই নিতে হবে।”

প্রতারণার অভিযোগ
ব্যবসার জন্য ব্যাঙ্ক থেকে ঋণ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ঠাকুরনগর এলাকার কয়েক জন মহিলার থেকে চেকবই ও পাশবইয়ের ফোটোকপি-সহ কিছু নথিপত্র নিয়ে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। তবে, অভিযুক্তের নাম-ঠিকানা শুক্রবার বিকেল পর্যন্ত জানা যায়নি। ঠাকুরনগরের গাঁতি গ্রামের প্রীতি মণ্ডল ওই অভিযোগ জানান থানায়। পুলিশ জানায়, একটি জেনারেল ডায়েরি হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রয়োজনে মামলা শুরু করা হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.