টুকরো খবর
বিক্ষোভ চলছেই
বাম পরিচালিত পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে শুক্রবারও তৃণমূলের লাগাতার বিক্ষোভ চলল। মঙ্গলবার থেকে পুরসভার বিরোধী তৃণমূল কাউন্সিলারদের শুরু হওয়া এই বিক্ষোভ কর্মসূচি চার দিনে পড়ল। পুর্ননির্বাচনের পর থেকে নব গঠিত এই পুরবোর্ডের পাঁচটি উন্নয়নমূলক বোর্ড মিটিং অবৈধ ঘোষণার দাবি জানাচ্ছেন তৃণমূল কাউন্সিলরেরা। যদিও এই বিক্ষোভকে উপেক্ষা করে পুরপ্রধান তমালিকা পণ্ডা শেঠ বলেন, “বিশৃঙ্খলার মধ্যে পুরসভার কাজে কোনও সমস্যা হচ্ছে না। সাহস থাকলে বোর্ড মিটিংয়ে এ সব বিষয় নিয়ে কথা বলুক।” বিরোধী দলনেতা দেবপ্রসাদ মণ্ডলের কথায়, “উন্নয়নের কাজে ব্যর্থ এই পুরসভা দুর্নীতিতে ভরে গিয়েছে। বোর্ড মিটিং ডেকেও নিজেদের স্বার্থে বাতিল করছে। আমরা নীতি বিরুদ্ধ বোর্ড মিটিং মানি না। দাবিতে অনড় থেকে লাগাতার আন্দোলন চলবে। ”

কলসেন্টারে বিক্ষোভ
বর্ধিত মাসুল প্রত্যাহারের দাবিতে শুক্রবার পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন কল সেন্টারে বিক্ষোভ দেখাল সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, এ দিন বেলদা, সবং, পিংলা, মেদিনীপুর, খড়্গপুর, ঘাটাল, রামজীবনপুর, দাসপুর, মোহনপুর, দাঁতন-সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচি হয়। সমিতির জেলা সম্পাদক জগন্নাথ দাস বলেন, “বিদ্যুতের দাম বাড়ায় সাধারণ মানুষ চরম সমস্যায় পড়ছেন। আর মাসুল বাড়িয়ে কোম্পানিগুলো কোটি কোটি টাকা মুনাফা করছে। আমরা এর বিরোধিতা করছি।” এ দিন বিক্ষোভ ছাড়াও কল সেন্টারের আধিকারিকদের কাছে স্মারকলিপিও জমা দেওয়া হয়।

আদিবাসী নেতা প্রয়াত
সাঁওতাল সম্প্রদায়ের বিশিষ্ট সামাজিক-নেতা পদ্মলোচন সরেন (৭৩) প্রয়াত হলেন। সাঁওতাল সম্প্রদায়ের সর্বভারতীয় সর্বোচ্চ সামাজিক সংগঠন ‘ভারত জাকাৎ মাঝি মাডওয়া’র পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি ছিলেন পদ্মলোচনবাবু। বৃহস্পতিবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের জামবনির বনসরো গ্রামের বাড়িতে তাঁর মৃত্যু হয়। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। বিনপুরের রানারানি আদিবাসী হাইস্কুলের প্রাক্তন শিক্ষক পদ্মলোচনবাবু দীর্ঘ তিন দশক ধরে সাঁওতাল সমাজের ভাষা, শিক্ষা ও সংস্কৃতি রক্ষার আন্দোলনে অন্যতম অগ্রণী ভূমিকা নিয়েছিলেন।

কাঁথিতে শুরু গাঁধী স্মৃতি প্রদর্শনী-মেলা
বারো দিন ব্যাপী গাঁধী স্মৃতি প্রদর্শনী ও মেলার উদ্বোধন হল শুক্রবার। এবার মেলার ৮৬তম বর্ষ। মেলার উদ্বোধন করেন সাংসদ শিশির অধিকারী। দারুয়া জনকল্যাণ সঙ্ঘের উদ্যোগে দারুয়া মাঠে শুরু হয়েছে এই মেলা। মেলার অন্যতম প্রতিষ্ঠাতা, প্রাক্তন মন্ত্রী ও প্রয়াত স্বাধীনতা সংগ্রামী সুধীরচন্দ্র দাসের মূর্তিতে মাল্যদান করেন সভাপতি অসীমময় মাইতি, সম্পাদক হেরম্ব দাস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাঁথি পুরসভার পুরপ্রধান সৌমেন্দু অধিকারী।

পথ সচেতনতা বাড়াতে
পথ সচেতনতায় মিছিল হলদিয়ায়
নিরাপদে পথ চলার বিষয়ে জনসাধারণকে সচেতন করতে বর্ণাঢ্য র্যালির আয়োজন করল জেলা পুলিশ। শুক্রবার হলদিয়ার মঞ্জুশ্রী মোড় থেকে দুর্গাচক থানা পর্যন্ত এই পদযাত্রায় যোগ দিয়েছিল এলাকার সমস্ত বিদ্যালয়ের প্রায় ৪০০ পড়ুয়া। পথ চলার নানা বিধি ট্যাবলো ও ব্যানার সহযোগে তুলে ধরা হয়।

গ্রামীণ মেলা
শুক্রবার মানিকপাড়ার নেতাজি ক্লাব ময়দানে শুরু হল ‘মানিকপাড়া লোকসংস্কৃতি গ্রামীণ মেলা’। ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.