টুকরো খবর
দ্বন্দ্ব সম্মেলনের প্রস্তুতি ঘিরেও
যুব তৃণমূলের অঞ্চল সম্মেলনকে ঘিরে গোষ্ঠী বিবাদ শুরু হল খড়্গপুর গ্রামীণ এলাকার খেলাড় গ্রাম পঞ্চায়েতে। আগামী রবিবার খেলাড় অঞ্চল কমিটি সম্মেলনের সিদ্ধান্ত নিয়েছে। তারই প্রস্তুতি হিসাবে শুরু হয়েছে প্রচার, পোষ্টার দেওয়া। অভিযোগ, দলেরই কিছু ব্যক্তি চাইছেন না সম্মেলন হোক। তাই একটি গোষ্ঠী পোষ্টার ছিঁড়ে কর্মী-সমর্থকদের সম্মেলন বন্ধ করার জন্য হুমকি দিচ্ছে বলে অভিযোগ। এর বিরুদ্ধে থানায় অভিযোগও জানিয়েছেন দলের অঞ্চল যুব সভাপতি সৈকত শতপথি। তিনি বলেন, “আমাদের দলেরই কয়েকজনের মদতে কিছু ব্যক্তি পোষ্টার ছিঁড়ে, হুমকি দিয়ে সম্মেলনে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। পুরো বিষয়টি ব্লক যুব সভাপতিকে জানিয়েছি।” দলের ব্লক যুব সভাপতি দেবাশিস ভুঁইয়া বলেন, “সম্মেলনকে কেন্দ্র করে একটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে জেনেছি। বিষয়টি জেলা নেতৃত্বকে জানাব। যাতে সম্মেলন সুষ্ঠভাবে করা যায় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।” খড়্গপুর গ্রামীণ-১ ব্লকে সাতটি গ্রাম পঞ্চায়েত। প্রতিটি গ্রাম পঞ্চায়েতেই যুব নেতৃত্ব সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগেই সংগঠনকে মজবুত করতে এই পরিকল্পনা বলে ব্লক যুব সভাপতি জানিয়েছেন। ইতিমধ্যেই চারটি অঞ্চলে সম্মেলন শেষ হয়েও গিয়েছে।

সদরে ডেপুটেশন
কয়েক দফা দাবিতে শুক্রবার মেদিনীপুর (সদর) ব্লক অফিসে বিক্ষোভ দেখায় স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন (ইউনিফায়েড) এর ব্লক কমিটি। বিডিও অয়ন নাথকে স্মারকলিপিও দেওয়া হয়। নেতৃত্বে সংগঠনের জেলা সহ-সম্পাদক অনুপ মান্না, ব্লক সম্পাদক দিলীপ ঘোষ। আগামী পঞ্চায়েত নির্বাচনের কাজ ‘স্বচ্ছ’ কর্মীদের দিয়ে করা, অফিসের সরঞ্জাম কেনাবেচায় পারচেজ কমিটি গড়া-সহ ১২ দফা দাবি জানানো হয়। দাবি খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন বিডিও।

ইউনিট সম্মেলন
এসএফআইয়ের মেদিনীপুর কমার্স কলেজ ইউনিটের সম্মেলন হল শুক্রবার। ছিলেন সংগঠনের জেলা সম্পাদক সৌগত পণ্ডা, সভাপতি সোমনাথ চন্দ। ইউনিটের সম্পাদক হিসেবে পুর্ননির্বাচিত হয়েছেন শেখ বাবলু। তবে সভাপতি পদে নতুন মুখ এসেছে। অতনু মুর্মুর জায়গায় এসেছেন অরূপ জানা। নতুন ইউনিট কমিটিতে ১৯ জন রয়েছেন।

মিছিল-পথসভা
নানা দাবিতে শুক্রবার মেদিনীপুরে মিছিল করল অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভস্ ইউনিয়ন। সংগঠনের মেদিনীপুর আঞ্চলিক শাখার উদ্যোগে পথসভাও হয়। ছিলেন শাখা সম্পাদক শান্তনু ভুঁইয়া। ৮ ফেব্রুয়ারি থেকে সংগঠনের ৩৮তম রাজ্য সম্মেলন শুরু হবে কলকাতায়। তার প্রস্তুতিতেই এই কর্মসূচি।

বার্ষিক ক্রীড়া
মেদিনীপুরের কলেজিয়েট গার্লস স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হল শুক্রবার। কলেজ মাঠে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার ভোলা দত্ত, স্কুলের পরিচালন সমিতির সম্পাদক মধুসূদন গাঁতাইত প্রমুখ। প্রতিযোগিতা শেষে এ দিনই সফলদের পুরস্কৃত করা হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.