টুকরো খবর
—নিজস্ব চিত্র
মাইকেল মধুসূদন দত্তের জন্মদিনে ‘মেঘনাদবধ কাব্য’ পাঠ। ছিলেন দেবাশিস রায়চৌধুরী, ব্রততী বন্দ্যোপাধ্যায়, চন্দন মজুমদার, দেবেশ রায়চৌধুরী, রত্না মিত্র, বিশ্বজিৎ চক্রবর্তী, সতীনাথ মুখোপাধ্যায়, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, অরুণিতা রায়চৌধুরী, সুমন্ত্র সেনগুপ্ত, মলি দেবনাথ প্রমুখ। সম্মেলক আবৃত্তির পরিচালনায় ছিলেন বিজয়লক্ষ্মী বর্মণ। সংগঠনে পার্থ ঘোষ ও গৌরী ঘোষ। ‘উপমা’-র আয়োজনে সম্প্রতি মধুসূদন মঞ্চে।

বেহালা মাতৃসেবক সঙ্ঘের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সম্প্রতি আয়োজিত হল সারা বাংলা ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা। যোগ দেয় পাঁচশো ছাত্র-ছাত্রী। ৫ জন পড়ুয়ার পড়াশোনার দায়িত্ব নেয় সংস্থা। ছিল স্বাস্থ্য শিবির। ক্রিকেট প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।

সুভাষচন্দ্র বসুর নানা ছবি ও তাঁকে নিয়ে নানা খবরের এক প্রদর্শনীর আয়োজন করেছিল ‘বিবেকানন্দ সেন্টার ফর সোশ্যাল সার্ভিস’। সুভাষচন্দ্রের ১১৬তম জন্মবর্ষ উপলক্ষে এ ছাড়াও ছিল স্বাস্থ্য শিবির ও নানা আলোচনা।


‘উজানিয়া’-র নতুন সিডি ‘রামধনু’ প্রকাশ করলেন অমর পাল।
রয়েছেন নাজমুল হক-সহ ব্যান্ডের শিল্পীরা। সম্প্রতি অমর পালের বাড়িতে। —নিজস্ব চিত্র




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.