কোর্টের মধ্যে ভারত বনাম কোরিয়া প্রথম দিনের লড়াই শেষ হওয়া মাত্র শুক্রবার কোর্টের বাইরে শুরু হয়ে গেল আর একটা টেনিস ম্যাচ। বিদ্রোহী জোটের অন্যতম প্লেয়ার য়ুকি ভামব্রি বনাম এআইটিএ সিইও। প্রাক্তন জুনিয়র অস্ট্রেলীয় ওপেন চ্যাম্পিয়ন য়ুকির গলায় এ দিন আবার প্রতিধ্বনিত হল ফেডারেশনের বিরুদ্ধে বিদ্রোহী জোটের জেহাদ। য়ুকি সাফ বলে দিলেন, “যতক্ষণ না আমরা এআইটিএ থেকে লিখিত আশ্বাস পাব যে আমাদের দাবিদাওয়া মেনে নেওয়া হবে, এমনকী ওই দাবিগুলো নিয়ে আলোচনায় বসবেন কর্তারা, ততক্ষণ আমরা ডেভিস কাপে না খেলার সিদ্ধান্ত থেকে সরব না।”
কিন্তু আপনাদের টাকাপয়সা সংক্রান্ত দাবি তো এআইটিএ মেনেই নিয়েছে। বাকিগুলো নিয়ে তো দু’পক্ষ আলোচনায় বসতেই পারে। প্রশ্ন করা হলে য়ুকি একটুও প্রভাবিত হওয়ার চিহ্ন দেখালেন না। বরং বলে দিলেন, “টিমের দু’জনের জন্য বিজনেস ক্লাস আর বাকি দু’জনের জন্য ইকনমি ক্লাসের বিমান ভাড়া দেওয়ার ব্যাপারটা কী? আজ যদি ইন্ডিয়া ক্রিকেট টিমে সচিন তেন্ডুলকরকে বিজনেস ক্লাস আর বীরেন্দ্র সহবাগকে ইকনমি ক্লাসের টিকিট ধরিয়ে দেয় বোর্ড, তা হলে কি ভারতীয় দলে কোনও একাত্মতা থাকবে? ডেভিস কাপ টিমের ক্ষেত্রেও একই কথা খাটে।” তিনি পরিষ্কার করে দিলেন, পরের ডেভিস কাপের আগে যদি ফেডারেশন থেকে লিখিত প্রতিশ্রুতি পান তাঁরা, তা হলেই এগারো বিদ্রোহী প্লেয়ার দেশের হয়ে খেলার জন্য তাঁদের পাওয়া যাবে পাল্টা লিখিত ভাবে জানিয়ে দেবেন কর্তাদের। “ওঁরা আমাদের থেকে লিখিত প্রতিশ্রুতি চাইছেন, অথচ আজ পর্যন্ত নিজেরা লিখিত ভাবে নিজেদের সিদ্ধান্ত জানাচ্ছেন না।” য়ুকি দাবি করলেন, “আমরা প্লেয়াররা খেলে ফেডারেশনের কোষাগারে টাকা এনে দিচ্ছি। তা হলে ফেডারেশন আমাদেরও বেশি টাকা দেবে না কেন?”
এআইটিএ-র সিইও হিরণ্ময় চট্টোপাধ্যায় এ প্রসঙ্গে টেনিস ফেডারেশনের প্রতিক্রিয়া জানাতে গিয়ে আজ ফের একহাত নিলেন বিদ্রোহী জোটকে। “এশিয়ায় আমরাই সবচেয়ে বেশি টাকা দিই দেশের টেনিস প্লেয়ারদের,” দাবি করে তিনি যোগ করলেন, “ওদের দাবিদাওয়া না হয় সব বুঝলাম। কিন্তু বিশ্বের কোন দেশে প্লেয়াররা তাদের দাবি মানা না হলে দেশের হয়ে খেলব না বলে? নিজের স্বার্থসিদ্ধির জন্য দেশকে ব্ল্যাকমেল করে কোন দেশের প্লেয়ার? আমাদেরও সোজা কথা, ভারতের পরের ডেভিস কাপ এপ্রিলে। তার আগে এ বারের মতোই সব প্লেয়ারের কাছে জানতে চাওয়া হবে, কাদের-কাদের নির্বাচনের জন্য পাওয়া যাবে? যারা রাজি থাকবে, তাদেরই নাম নির্বাচন কমিটির বৈঠকে বিবেচনা করা হবে। তার পরে দক্ষতা অনুযায়ী সেরা চারজন প্লেয়ারকে বেছে নেবেন নির্বাচকেরা।” কিন্তু তার আগে কি সোমদেবদের জোটের সঙ্গে সমস্যার সমাধান ঘটে যাবে বলে মনে করছে ফেডারেশন? হিরণ্ময়বাবু এ বার বললেন, “তার জন্য রবিবার এখানেই কার্যকরী কমিটির বৈঠকে একটা স্পেশ্যাল কমিটি গড়া হচ্ছে। যার শীর্ষে থাকবেন একজন বিচারপতি। সেই কমিশন প্লেয়ার, অফিশিয়াল সবার দিক বিচার করে এ ব্যাপারে যা মত দেবে, এআইটিএ সেটাই মেনে নেবে। কমিশন প্লেয়ারদের যা-যা দিতে বলবে ফেডারেশনকে, আমরা সেটাই দেব।” |