আজ, শনিবার হুগলিতে প্রশানসিক বৈঠকে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যকেন্দ্র-সহ কয়েকটি প্রকল্প তাঁর উদ্বোধন করার কথা। যদিও এ নিয়ে নির্দিষ্ট করে প্রশাসনিক স্তরে কিছু জানানো হয়নি। তাঁরা মুখে কুলুপ এঁটেছেন। এ দিকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আইজি পশ্চিমাঞ্চল গঙ্গেশ্বর সিংহ শুক্রবার হুগলিতে আসেন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ধনেখালির মহেশ্বরপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক হওয়ার কথা। বৈঠক শুরু হবে দুপুর ৩টেয়। ওই বৈঠকে জেলার সমস্ত মহকুমাশাসক-সহ পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা থাকছেন। এ ছাড়া, জেলার বিধায়ক ও সাংসদদের ওই বৈঠকে যোগ দিতে বলা হয়েছে। মাস কয়েক আগে সিঙ্গুরে একটি প্রশাসনিক বৈঠক হয়। এর পরে ফের জেলায় আজ মুখ্যমন্ত্রী আসছেন। |
নিরাপত্তা খতিয়ে দেখছেন পুলিশ কর্তারা। ছবি: তাপস ঘোষ। |
তাঁর এই বৈঠককে কেন্দ্র করেই জেলার প্রশাসনিক মহলে সাজ সাজ রব। জেলার পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী, বর্ধমান রেঞ্জের ডিআইজি তাপসরঞ্জন ঘোষ এবং আইজি মহেশ্বরপুর স্কুল মাঠে এ দিন যান। সিঙ্গুরে ঘোষণা করেও শেষ পর্যন্ত সাইকেল বিলি করেননি মুখ্যমন্ত্রী। সিঙ্গুরের বৈঠকের জায়গাটি খুব ছোট থাকায় নিরাপত্তাজনিত কারণে একেবারে শেষ মুহূর্তে পরিকল্পনা বাতিল করা হয়। প্রশাসন সূত্রের খবর, এ দিন ফের মহেশ্বপুরে সাইকেল বিলির পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে। প্রস্তুতিও রয়েছে প্রশাসনিক স্তরে। যদিও এর আগে ঘোষণার পরেও ওই পরিকল্পনা থেকে প্রশাসন সরে আসায় এ বার তাঁরা অতিমাত্রায় সর্তক। শুক্রবার ওই পরিকল্পনা নিয়ে কিছু জানাননি জেলা প্রশাসনের কর্তারা। কড়া পুলিশি প্রহরায় আজ মুখ্যমন্ত্রীর বৈঠক হতে যাচ্ছে। |