বাসের সঙ্গে সংঘর্ষে তিন মোটরবাইক আরোহীর জখম হওয়াকে কেন্দ্র করে শুক্রবার সকালে উত্তেজনা ছড়ায় খানাকুলের নাঙ্গুলপাড়া বাসস্ট্যান্ড এলাকায় আরামবাগ-গড়েরঘাট রোডে। জনতা যাত্রীদের নামিয়ে বাসটিতে ভাঙচুর চালায়। বাস-মালিককে ঘটনাস্থলে এসে আহতদের চিকিত্সার খরচ দেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে, এই দাবিতে সকাল ১০টা থেকে আরামবাগ-গড়েরঘাট রোডে অবরোধ শুরু হয়। বেলা পৌনে ১টা নাগাদ বাস-মালিক থানায় এসে আহতদের পরিবারের লোকের কাছে চিকিত্সার খরচ দেওয়ার প্রতিশ্রুতি দিলে অবরোধ ওঠে। আহতদের কলকাতার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দু’জনেই সোনাটিকরি গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসটি খানাকুলের গড়েরঘাট থেকে আরামবাগ যাচ্ছিল। সামনে ছিল মোটরবাইকটি। তাতে তিন জন ছিলেন। সংস্কারের কাজ চলায় বর্তমানে রাস্তাটিতে গাড়ি চলাচলের অংশ সংকীর্ণ হয়ে পড়েছে। তার উপরে রাস্তাটিতে পথচারীদেরও চাপ ছিল। বাসটি মোটরবাইকটিকে কাটাতে গেলে দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে এক জনের স্থানীয় ভাবে চিকিত্সা হয়। |
শ্লীলতাহানির অভিযোগে ধৃত এক যুবককে গাছে বেঁধে রাখল স্থানীয় জনতা। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে আদিসপ্তগ্রামের ঈশ্বরবাগ এলাকায়। পুলিশ সূত্রের খবর, এই ঘটনায় ধৃত যুবকের নাম রাজু সরকার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁশবেড়িয়ার বাসিন্দা পেশায় গাড়িচালক রাজু গাড়ি নিয়ে জিটি রোড ধরে যাওয়ার সময় ঈশ্বরবাগের কাছে স্থানীয় এক মহিলাকে দেখতে পেয়ে তাঁর পিছু ধরে। এরপর একটি নির্জন এলাকায় ওই মহিলার শ্লীলতাহানির চেষ্টা করে সে। মহিলার চিৎকারে ছুটে আসে স্থানীয় জনতা। ক্ষুদ্ধ জনতা হাতেনাতে ধরে ফেলে ওই যুবককে। শুরু হয় গণধোলাই। ওই যুবককে গণধোলাই দেওয়ার পরে ন্যাড়া করে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে জনতার হাত থেকে উদ্ধার করে তাকে গ্রেফতার করে। পুলিশের কাছে ওই যুবকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই স্কুলছাত্রের। শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে হুগলির গুড়াপে। পুলিশ জানায়, মৃতদের নাম সৌনিক চট্টোপাধ্যায় (১৭) ও সৌমিক ভাণ্ডারি (১৭)। দু’জনেই একাদশ শ্রেণির ছাত্র। হুগলির ডানকুনির বাসিন্দা সৌনিক উত্তরপাড়া ড্রিমল্যান্ড ম্যাকারল হাইস্কুলে এবং উত্তরপাড়ার বাসিন্দা সৌমিক কোন্নগর সেন্ট জেভিয়ার্স স্কুলে পড়ত। পুলিশ সূত্রে জানা যায়, এ দিন সন্ধ্যায় তিনটি মোটরবাইকে চড়ে তারা পাঁচ বন্ধুবান্ধব গুড়াপের একটি হোটেলে খাওয়াদাওয়া করতে যায়। সেখান থেকে ফেরার সময়ে সৌনিকদের মোটারবাইকটি নিয়ন্ত্রণ হারালে কলকাতামুখী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। দু’জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে জানানো হয়। |
দিনে-দুপুরে বাজারের মধ্যে এক সিপিএম নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের সমর্থকদের বিরুদ্ধে। এর প্রতিবাদে সিপিএম সমর্থকেরা পথ অবরোধ শুরু করেন। শুক্রবার ঘটনাটি ঘটেছে নালিকূল বাজারে। পুলিশ গিয়ে দোষীদের গ্রেফতারের প্রতিশ্রুতি দিলে অবরোধ ওঠে। পুলিশ জানায়, হরিপাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তারাপদ মুর্মু এ দিন সকালে বাজার এলাকায় গিয়েছিলেন। তাঁর উপরে কিছু লোক চড়াও হলে সিপিএম পার্টি অফিস থেকে লোকজন ছুটে আসে। পালায় হামলাকারীরা। সিপিএমের জেলা সম্পাদক সুদর্শন রায়চৌধুরী বলেন,“পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল সারা জেলা জুড়েই সন্ত্রাস করছে। এটা তার নমুনামাত্র।” হামলার অভিযোগ মানেনি তৃণমূল। |
গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় বৃহস্পতিবার রাতে খানাকুলের কায়বা গ্রামের বাসিন্দা প্রিয়া সাঁতরার (১৫) ঝুলন্ত দেহ তার ঘর থেকে উদ্ধার করল পুলিশ। পারিবারিক অশান্তির কারণে সে আত্মঘাতী হয় বলে পুলিশের অনুমান। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে। |