|
|
|
|
শিন্দেকে বয়কট করবে বিজেপি
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
সঙ্ঘের সঙ্গে মহা-বৈঠকের এক দিন পরেই ফের হিন্দুত্বে সওয়ার হল বিজেপি। তবে বিশ্ব হিন্দু পরিষদের মতো রামমন্দির-প্রসঙ্গকে আঁকড়ে নয়। স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্দের ‘গেরুয়া-সন্ত্রাস’ মন্তব্যকে হাতিয়ার করেই পথে নাছে তারা। কংগ্রেসকে ‘হিন্দু-বিরোধী’ আখ্যা দেওয়ার পাশাপাশি প্রতিবাদের সুর চড়াতে আগামিকাল থেকেই গোটা দেশে শিন্দের প্রকাশ্য কর্মসূচি বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হল। দেখানো হবে কালো পতাকা। এমনকী লোকসভার নেতা হিসেবে শিন্দে যদি কোনও বৈঠক ডাকেন, তাতেও যাবেন না লালকৃষ্ণ আডবাণী, সুষমা স্বরাজ, অরুণ জেটলিরা। যতক্ষণ না শিন্দে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাইছেন, ততক্ষণ এই সিদ্ধান্ত বহাল থাকবে বিজেপির। এখন বয়কটের পথ নেওয়া নিয়ে দলের মধ্যে মতান্তর থাকলেও সঙ্ঘের চাপেই এই কৌশল নিয়েছে দল। রাজনাথ সিংহ সভাপতি হওয়ার পর আজই প্রথম বিজেপির কোর গ্রুপের বৈঠক হয়। সেখানে নিতিন গডকড়ী ছাড়াও আডবাণী, সুষমা, জেটলিরা ছিলেন। গতকালই সঙ্ঘের সঙ্গে বৈঠকে স্থির হয়েছিল, উন্নয়নের সঙ্গে হিন্দুত্বকেও গুরুত্ব দেবে দল। তার পরেই আজ এই সিদ্ধান্ত।
বৈঠকের পর বিজেপি নেতা অনন্ত কুমার বলেন, “কংগ্রেস হিন্দু-বিরোধী মানসিকতা নিচ্ছে। বিজেপি সেটি কোনও ভাবেই বরদাস্ত করবে না। শিন্দের মন্তব্যে হিন্দু ভাবনায় যে আঘাত লেগেছে, দল তার বিরোধিতা করবে।” |
|
|
|
|
|