|
|
|
|
ঢালাও কলেজ,
টাকা দেবে কে |
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রবিবার ঘোষণা করেছেন,
পশ্চিমবঙ্গে ২৭টি
নতুন সরকারি কলেজ হবে।
কিন্তু প্রশ্ন উঠেছে, ঘোষণাটি
বাস্তবায়িত করার
মতো আর্থিক সামর্থ্য রাজ্যের আছে কি না। |
|
|
তথ্য কী বলে?
|
একটা কলেজ করতে ন্যূনতম প্রয়োজন
• গ্রামে অন্তত পাঁচ একর, শহরাঞ্চলে দেড় একর জমি
• দু’টি ভাষা, তিনটি ঐচ্ছিক, অন্তত পাঁচ বিষয়ে পঠনপাঠন
• ল্যাবভিত্তিক প্রতিটি বিষয়ে অন্তত সাত জন শিক্ষক
• গবেষণাগার লাগে না, এমন বিষয়পিছু অন্তত চার শিক্ষক
• ভাষা, গণিত, বাণিজ্য ইত্যাদির অন্তত পাঁচ জন শিক্ষক
• করণিক, হিসাবরক্ষক, বেয়ারা-সহ ২৫ জন শিক্ষা-কর্মী |
|
স্থায়ী খরচ
এককালীন ২২ কোটি টাকা (জমি রাজ্য দেবে ধরে নিয়ে)
• ভবন নির্মাণে ২০ কোটি
• পরিকাঠামোয় ২ কোটি
|
নিয়মিত খরচ
বার্ষিক ১ কোটি ৫৮ লক্ষ টাকা
(* বর্তমান বেতন-হারে নতুন নিয়োগ) |
• ২০ জন শিক্ষকের বেতনে ৯৬ লক্ষ*
• ২৫ শিক্ষা-কর্মীর বেতনে ৬০ লক্ষ*
• বিদ্যুৎ, রক্ষণাবেক্ষণে ২ লক্ষ
• অর্থাৎ, একটি কলেজ গড়তে প্রথম বছরে সাড়ে ২৩ কোটি
• ২৭টি কলেজ গড়তে ৬৩৪ কোটি ৫০ লক্ষ
• এত টাকা মিলবে কোথায়?
• শিক্ষা দফতর অন্ধকারে |
|
|
|
|
|
|
|