নিজস্ব সংবাদদাতা • বড়জোড়া |
ট্রান্স দামোদর কোলিয়ারি এলাকায় বড়জোড়ার বাসিন্দাদের সুবিধার্থে অ্যাম্বুলেন্স দান করল ওই খনির দায়িত্বে থাকা ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন। সোমবার বড়জোড়া পঞ্চায়েতকে ওই অ্যাম্বুল্যান্সের সঙ্গে পাঁচ লক্ষ টাকা দেন সংস্থার ভাইস চেয়ারম্যান অম্লান বসু। কিন্তু তিনি জমিহারাদের সঙ্গে কথা না বলায় ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। ভলিতাবুড়ি ল্যান্ডলুজার্স ওয়ালফেয়ার অ্যাসোসিয়েশন-র সভানেত্রী টিঙ্কু মণ্ডলের বক্তব্য, “আশা করেছিলাম অম্লানবাবু আমাদের সমস্যা নিয়ে কথা বলবেন। কিন্তু তা না হওয়ায় আমরা উপেক্ষিতই রয়ে গেলাম।”
|
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
ছাত্রছাত্রীদের বিক্ষোভ। —নিজস্ব চিত্র। |
পার্ট ওয়ান পরীক্ষায় গড় নম্বর দেওয়ার অভিযোগ তুলে পুনর্মূল্যায়নের দাবিতে সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিলেন জেলার পাঁচটি কলেজের প্রায় শখানেক ছাত্রছাত্রী। সোমবার তাঁরা মিছিল স্মারকলিপি দেন। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক সুবলচন্দ্র দে বলেন, “রিভিউয়ের আবেদন করতে বলা হয়েছে।”
|
সরকারি চাকরির দাবি ও খাবারের মান নিয়ে প্রশ্ন তুলে সোমবার থেকে অনশন শুরু করলেন ঝালদার ডুড়গি নিরাপত্তারক্ষী প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীরা। শিক্ষার্থী দিগ্বিজয় ওঝা, উত্তম মাহাতো, বিশ্বজিত মাহাতো, আশিস বাউরিদের দাবি, “আমাদের সরকারি চাকরি দিতে হবে। খাবারের মানও খুব নিম্নমানের। তাই অনশন করছি।” অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) সবুজবরণ সরকার বলেন, “ওঁদের সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়নি। তবে খাবারের বিষয়টি দেখা হচ্ছে।”
|
লরির ধাক্কায় মৃত্যু হল এক পুরোহিতের। মৃত সুনীলচন্দ্র শিকদারের (৬২) বাড়ি সাঁওতালডিহি থানার পাবড়া গ্রামে। সোমবার স্থানীয় পাহাড়িগোড়া মোড়ে দুর্ঘটনাটি ঘটে। |