|
|
|
|
নিয়োগ নিয়ে ফের অশান্তি |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
নিয়োগ অভিযান ঘিরে আবারও বাধল ধুন্ধুমার। সোমবার সকালে শালবনিতে ব্লক কার্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেওয়া হল। কার্যালয়ে তখন ছিলেন বিডিও জয়ন্ত বিশ্বাস-সহ অন্য আধিকারিক এবং কর্মীরা। খবর পেয়ে আসে পুলিশ। আলোচনার প্রেক্ষিতে তালা খোলা হয়। দুপুরের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এর আগে ঝাড়গ্রাম ও শালবনিতে এই প্রকল্পকে ঘিরে গণ্ডগোল হয়েছে দু’দফা।
জঙ্গলমহলের যুবকদের বেসরকারি সংস্থায় নিরাপত্তারক্ষী হিসেবে নিয়োগের তোড়জোড় শুরু হয়েছে। ‘নিয়োগ সৃষ্টি অভিযান’ নামে এই প্রকল্পে ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবকদের নিরাপত্তারক্ষীর পদে নিয়োগ করতে বেসরকারি একটি সংস্থার উদ্যোগে প্রশিক্ষণের ব্যবস্থা হয়েছে। ঠিক ছিল, ২০ ডিসেম্বর সকালে গড়বেতা- ২ (গোয়ালতোড়), শালবনি এবং মেদিনীপুর সদর ব্লকের আগ্রহী যুবকেরা শালবনি স্টেডিয়ামে আসবেন। প্রশিক্ষণের সুযোগ পেতে ফর্ম সংগ্রহ করবেন। ওই দিন গোলমালের জেরে গোটা প্রক্রিয়া ভেস্তে যায়। পরে আলোচনায় ঠিক হয়, পরবর্তী সময় কোথা থেকে, কোন দিন ফর্ম দেওয়া হবে, তা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। তার আগেই এ দিন কর্মপ্রার্থীরা শালবনি ব্লক অফিসের সামনে জড়ো হন। তাঁদের দাবি ছিল, ব্লক অফিস থেকে ফর্ম দিতে হবে। অথচ প্রশাসনের বক্তব্য, এ দিন ব্লক অফিস থেকে ফর্ম দেওয়ার কোনও কথা ছিল না। মেদিনীপুরের (সদর) মহকুমাশাসক অমিতাভ দত্ত বলেন, “ভুল বোঝাবুঝির ফলেই একটা সমস্যা হয়েছিল। তা মিটে গিয়েছে।”
কিন্তু কেন এমন ভুল খবর ছড়াল? ব্লক অফিসের এক আধিকারিকের কথায়, “খোঁজ নিয়ে দেখেছি কিছু গ্রাম পঞ্চায়েত অফিস থেকে ভুল খবর দেওয়া হয়েছিল।” মহকুমা প্রশাসন জানিয়েছে, সংশ্লিষ্ট বেসরকারি সংস্থার সঙ্গে আলোচনা করেই ফর্ম সংগ্রহের পরবর্তী দিনক্ষণ ঘোষণা করা হবে। |
|
|
|
|
|