টুকরো খবর |
ডেবরায় ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
খেলার একটি মুহূর্ত। প্রাক্তন ক্রিকেটার সুশীল শিকারিয়ার সঙ্গে খেলোয়াড়রা। —নিজস্ব চিত্র। |
প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের সাহায্যার্থে ক্রিকেট প্রতিযোগিতা হয়ে গেল ডেবরায়। উদ্যোক্তা বালিচক নবারুণ ক্লাব। শনি-রবি দু’দিন ধরে প্রতিযোগিতা চলে বালিচক ভজহরি বিদ্যালয়ের মাঠে। যোগ দেয় মোট ১৬টি দল। পশ্চিম মেদিনীপুর ছাড়াও কলকাতা, এমনকী ভিন্ রাজ্যের ক্রিকেট দলও এই প্রতিযোগিতায় যোগ দেয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক রাধাকান্ত মাইতি। চ্যাম্পিয়ন হয়েছে কলকাতার রাজপুত ইঞ্জিনিয়ারিং ক্লাব। রানার্স মেদিনীপুরের বজরং ক্লাব। বিজয়ী দলকে নগদ ৩০ হাজার টাকা ও ট্রফি ও রানার্সকে ২০ হাজার টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় দত্তাপ্রিয় মুখোপাধ্যায়, মইদুল ইসলাম, সুশীল শিকারিয়াদের মতো বিখ্যাত খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। উদ্যোক্তা ক্লাবের সম্পাদক সঞ্জীব বন্দ্যোপাধায় জানান, প্রতিবন্ধীদের সাহায্যার্থে বিধায়কের হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ হাজার টাকা দেওয়া হয়েছে। |
মাদক-সহ ধৃত দুই
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মাদক-সহ দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। সোমবার দুপুরে খড়্গপুর শহরের বোগদা এলাকার কাছ থেকে এদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম শেখ সওকত এবং শেখ ইকবাল। সওকতের বাড়ি সাঁজোয়ালে এবং ইকবালের পাঁচবেড়িয়ায়। উদ্ধার করা হয়েছে প্রায় ৬ কেজি গাঁজা। অবৈধ মাদক দ্রব্য ব্যবসার সঙ্গে শহরের একাধিক দুষ্টচক্র সক্রিয় বলে অভিযোগ। ধৃতদের সঙ্গে কোন দুষ্টচক্রের যোগাযোগ রয়েছে কি না, তদন্তে তা দেখা হচ্ছে। এই চক্রের সঙ্গে জড়িতদের নাম জানার চেষ্টা করছে পুলিশ। সোমবার দুপুরে এক গোপন সূত্রের খবরের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি চালানো হয়। তখনই এদের গ্রেফতার করা হয়। |
ফের দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ফের দুর্ঘটনা। খড়্গপুরের সেই রশ্মি মেটালিক্সেই। সোমবার দুপুরে কারখানায় কাজ করার সময় উপর থেকে নীচে পড়ে যান শ্রীকান্ত নায়েক (২২)। বাড়ি খড়্গপুরের নিমপুরায়। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তাঁর মৃত্যু হয়। কদিন আগে কারখানায় প্রাইমারি মিক্সার ড্রাম সাফাই করতে গিয়েও দুর্ঘটনার কবলে পড়েছিলেন শ্রমিকেরা। ঘটনাস্থলেই রামকুমার সিংহ নামে এক শ্রমিকের মৃত্যু হয়। পরে কলকাতার হাসপাতালে মারা যান এসপি গোপাল ও মনোজিৎ চট্টোপাধ্যায় নামে আরও দুই শ্রমিক। সেই রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনা কারখানায়। ক্ষুব্ধ শ্রমিকেরা কারখানায় উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন। |
পুজো বৈঠক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সরস্বতী পুজো নির্বিঘ্নে মেটাতে মেদিনীপুরের পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠক করল পুলিশ। সোমবার মেদিনীপুর কোতয়ালি থানায় এই বৈঠক হয়। উপস্থিত ছিলেন আইসি সুশান্ত রাজবংশী। পুজোর সময় কী কী করা যাবে এবং কী কী করা যাবে না, বৈঠকে তা জানানো হয়। পুলিশ জানিয়েছে, রাস্তা আটকে কোনও ভাবেই মণ্ডপ তৈরি করা যাবে না, যাতে পথচলতি মানুষ সমস্যায় পড়েন। রাত দশটার পরে মাইক বাজানো যাবে না। পুলিশ-প্রশাসনের অনুমতি নিয়েই মাইক বাজাতে হবে। এমন কোথাও মাইক রাখা যাবে না, যেখানে সাধারণ মানুষের সমস্যা হয়। কোনও অভিযোগ এলে তা খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করা হবে। |
টেস্ট পেপার বিলি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ছাত্রছাত্রীদের টেস্ট পেপার বিতরণ করল এসএফআই। সোমবার সংগঠনের জেলা কার্যালয়ে প্রায় ১০০ জন মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর হাতে টেস্ট পেপার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন এসএফআইয়ের জেলা সম্পাদক সৌগত পণ্ডা, জেলা সভাপতি সোমনাথ চন্দ প্রমুখ। জেলা সম্পাদক বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের এই উদ্যোগ। আমরা সব সময়ই ছাত্রছাত্রীদের পাশে থেকে তাঁদের সহযোগিতা করি।” |
সাইকেল বিলি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সাইকেল বিলি হল শালবনিতে। মঙ্গলবার শালবনি ব্লক অফিস থেকে সবমিলিয়ে ২২২টি সাইকেল বিলি হয়েছে। উপস্থিত ছিলেন বিডিও জয়ন্ত বিশ্বাস। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, নবম থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রীকে সাইকেল দেওয়া হবে। সাইকেল পাবে সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রীরাও। |
মেলার প্রস্তুতি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
আগামী ৩ ফেব্রুয়ারি খড়্গপুর-২ ব্লকের মাদপুরে শুরু হবে শহিদ মেলা। মেলার এ বার ১৪ তম বর্ষ। চলবে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত। সোমবার এ খবর জানান মেলা কমিটির চেয়ারম্যান অজিত মাইতি। মেলা উদ্বোধন করার কথা তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারীর। সব মিলিয়ে প্রায় ১৫০টি স্টল থাকবে। প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা উপলক্ষে চিকিৎসা শিবিরেরও আয়োজন করা হবে। |
|