বৌবাজার, ঠাকুরপুকুর, রাজাবাজারের পরে ফের শ্লীলতাহানির অভিযোগ কলকাতায়। এ বারের ঘটনাস্থল সন্ধ্যার জনবহুল শ্যামবাজার পাঁচমাথার মোড়। অভিযুক্ত বিএসএফ বা সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান। পুলিশি সূত্রের খবর, সোমবারের ওই ঘটনায় স্থানীয় বাসিন্দারাই অভিযুক্তকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেন।
মহানগরে একের পর এক নারী-নিগ্রহের ঘটনা ঘটেই চলেছে। এর আগে বৌবাজারে জনবহুল রাস্তায় এক গৃহবধূর শ্লীলতাহানি করা হয়েছিল। সকাল ১০টায় রাজাবাজারে চলন্ত বাসে শ্লীলতাহানির শিকার হন কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। ঠাকুরপুকুরে একটি পরিত্যক্ত বাসে এক মহিলার শ্লীলতাহানি করে এক যুবক। এই ধরনের প্রতিটি ঘটনার পরেই মহানগরীর রাস্তায় মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এ দিন ভরসন্ধ্যায় শ্যামবাজারের মোড়ের ঘটনা ফের প্রমাণ করল, কলকাতার রাস্তায় মহিলারা আদৌ নিরাপদ নন।
ঠিক কী হয়েছিল এ দিন? |
নারী-নিগ্রহের প্রতিবাদ। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে।—নিজস্ব চিত্র |
পুলিশ জানায়, দক্ষিণ কলকাতার বাসিন্দা এক তরুণী রাত ৮টা নাগাদ তাঁর পুরুষ বন্ধুর সঙ্গে শ্যামবাজারের একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। তরুণীর অভিযোগ, রেস্তোরাঁয় ঢোকার মুখে তিন-চার জন জংলা উর্দি পরা যুবক তাঁকে দেখে হিন্দিতে কটূক্তি করেন। তাঁদের মধ্যে এক জন ওই তরুণীর শরীরে হাত দেন। ওই যুবকেরা মদ্যপ অবস্থায় ছিলেন বলে তিনি পুলিশকে জানিয়েছেন। তরুণীর চিৎকার শুনে লোকজন ছুটে এসে এক জনকে পাকড়াও করলেও বাকিরা চম্পট দেয়। অভিযুক্তকে ট্রাফিক পুলিশের হাতে দেওয়ার আগে জনতা ওই জওয়ানকে মারধর করে। পুলিশ তাঁকে উদ্ধার করে শ্যামপুকুর থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গেও জনতার ধস্তাধস্তি হয়। পুলিশ লাঠি চালিয়েছে বলেও অভিযোগ। রাস্তা অবরোধও হয়। গভীর রাত পর্যন্ত থানার বাইরে ভিড় ছিল। আসেন বিএসএফের কর্মীরাও।
পুলিশি সূত্রের খবর, ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে।
ধৃতের নাম মণীশ রাজেন্দ্র। তিনি সীমান্তরক্ষী বাহিনীর ১৯ নম্বর ব্যাটেলিয়নে কর্মরত। এ দিন তাঁরা অরুণাচলপ্রদেশ থেকে নির্বাচনী ডিউটিতে গুজরাত যাওয়ার পথে কলকাতায় নামেন। রাত সাড়ে ১০টায় হাওড়ায় তাঁদের ট্রেন ধরার কথা ছিল। তার আগে তাঁরাও ওই রেস্তোরাঁয় খেতে এসেছিলেন।ওই তরুণী একটি সংবাদমাধ্যমের অফিসে চাকরি করেন। রাতে পুলিশি প্রহরায় তাঁকে অফিসে পৌঁছে দেওয়া হয়। অভিযোগকারিণী জানান, সীমান্তরক্ষী বাহিনীর কর্তারা তাঁদের সঙ্গে কথা বলতে অনুরোধ করলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন। |