|
|
|
|
ঝোরা বুজিয়ে
নির্মাণ, নালিশ |
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: বহুতল ভবন তৈরি করতে মাটিগাড়ার হিমাঞ্চল বিহার উপনগরী লাগোয়া একটি ঝোরা বুঝিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠল একটি প্রোমোটার সংস্থার বিরুদ্ধে। রবিবার মাটিগাড়ার হিমাঞ্চল বিহার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে সাংবাদিক বৈঠক করে ওই অভিযোগ করা হয়েছে। পশুপ্রেমী সংগঠন ন্যাফ এবং অ্যানিম্যাল লিঙ্কের সদস্যরা জানান, জানিয়েছেন, হিমাঞ্চল বিহার এবং উত্তরায়ণ উপনগরীর মাঝে ঝোরাটি রয়েছে। |
|
হাতির উপদ্রব, পথ অবরোধ |
নিজস্ব সংবাদদাতা, বিষ্ণুপুর: পশ্চিম মেদিনীপুরের গড়বেতা দিয়ে শনিবার রাতে আরও ৪৫টি দলমার হাতি ঢুকল বাঁকুড়ার বাঁকাদহ রেঞ্জের জঙ্গলে। ঢুকেই হাতির পাল বাড়ি ভেঙে, একটি মোষকে আছড়ে, ফসলের ক্ষতি করে হামলা চালাল কলাবাগান, বকডহরা, মিত্তিসোল, ফুলবনী প্রভৃতি গ্রামে। শনিবার রাতেই দলমার ৭০ ও ময়ূরঝর্নার ২৫টি হাতি তাণ্ডব চালায় সোনামুখীর বেশে গ্রামে। |
|
|
টুকরো খবর |
|
|
|
|
|
|
|