রবীন্দ্র সরোবরের পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়ানোর উদ্যোগে সামিল হলেন কয়েক হাজার শহরবাসী। প্রশাসনের উদ্যোগে রবিবার ‘গ্রেট সরোবর রান’-এ যোগ দিলেন তাঁরা। ছিলেন টলিউড-অভিনেতা জিৎ এবং রচনা বন্দ্যোপাধ্যায়, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় ও বৈশ্বানর চট্টোপাধ্যায়। প্রশাসনিক সূত্রের খবর, নগরায়ণের জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে রবীন্দ্র সরোবরের পরিবেশ। তাকে বাঁচাতেই এই উদ্যোগ। এ দিন দশ কিলোমিটার এবং চার কিলোমিটার ম্যারাথনে সামিল হন কলকাতার অনেকেই।
|
উত্তরবঙ্গ উৎসবের অঙ্গ হিসাবে ‘ট্রেকিং’ এবং পাখি পর্যবেক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। আয়োজক কমিটি সূত্রে জানানো হয়, ২৯ জানুয়ারি মানেভঞ্জ থেকে ট্রেকিং শুরু হচ্ছে। ১২ কিলোমিটার ট্রেকিং করে তমলুং গিয়ে পৌঁছবে ২০ জনের একটি দল। সেখানে ৩০ জানুয়ারি ‘রক ক্লাইম্বিং’ করবেন সদস্যরা। অন্য দিকে গরুমারা জাতীয় উদ্যোনের কালিপুর ইকো ভিলেজে বিভিন্ন পাখি পর্যবেক্ষণ শিবির হবে ৩০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। ৪০ জনকে নিয়ে ওই শিবির হবে। |