বাম আমলে শুরু তদন্তের কী হল, প্রশ্ন অসীমের |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বাম আমলে যে সব ভুঁইফোঁড় আর্থিক সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল, তৃণমূল সরকারের দেড় বছরে তার কী হল, জানতে চাইলেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত। বৃহস্পতিবার আলিমুদ্দিনে সাংবাদিক বৈঠকে অসীমবাবু বলেন, ২০০৮ সালের পরে কিছু ভুঁইফোঁড় আর্থিক সংস্থা চড়া সুদের লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছে থেকে টাকা তুলতে আরম্ভ করে। রাজ্য সরকারের অর্থ দফতর, সিআইডি, কলকাতা পুলিশ, রিজার্ভ ব্যাঙ্ক এবং সেবি যৌথ ভাবে এদের বিরুদ্ধে তদন্ত শুরু করে। সেই তদন্ত অনেক দূর এগিয়ে ছিল। অসীমবাবুর প্রশ্ন, “নতুন সরকারের আমলে সেই তদন্তের কী হল, জবাব দিতে হবে।”
রাজ্যে চিট ফান্ড বা ভুঁইফোঁড় আর্থিক সংস্থাগুলি বাম আমলে গজিয়ে উঠেছিল বলে সম্প্রতি মহাকরণে মন্ত্রী ফিরহাদ (ববি) হাকিম দাবি করেন। তিনি বলেন, বামফ্রন্ট এই সব সংস্থার বিরুদ্ধে কোনও পদক্ষেপই নেয়নি। অসীমবাবুর বক্তব্য, “মহাকরণে মন্ত্রী কী বলেছেন জানি না। কিন্তু অতীতে, যখনই এই ধরনের সংস্থা গজিয়ে উঠেছে, আমরা ব্যবস্থা নিয়েছি।”
৯০-এর দশকে অন্তত ৫৫টি সংস্থার বিরুদ্ধে মামলা করে সাধারণ মানুষের ৫০০ কোটি টাকা তৎকালীন রাজ্য সরকার ফেরতের ব্যবস্থা করেছিল তা দাবি করে অসীমবাবু বলেন, “এই ধরনের সংস্থা বন্ধ করতে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজ্য সরকার যে আইন করেছিল, ২০১১ সালে তা রাষ্ট্রপতির কাছ থেকে ফেরত আসে। কিন্তু দেড় বছরের মধ্যে তৃণমূল সরকার তা রাষ্ট্রপতির কাছে পাঠায়নি।” অসীমবাবুর অনুমান, এই ধরনের আর্থিক সংস্থাগুলি ২০১১-১২ সালে মানুষের কাছ থেকে ১৫ হাজার কোটি টাকা তুলেছে। তাঁর আশঙ্কা, “বাজার থেকে টাকা তোলার ৫-৬ বছর বাদে তা লগ্নিকারীকে ফেরত দেওয়ার সময় সংস্থাগুলি বেপাত্তা হয়ে যায়।” |