মেয়েরা ক্যারাটে শিখুন: ক্রীড়ামন্ত্রী |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্যে ধর্ষণ, শ্লীলতাহানি-সহ নানা ভাবে নারী-নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করছেন বিরোধীরা।
এই অভিযোগকে খানিকটা মান্যতা দিলেন রাজ্যের ক্রীড়া ও পরিবহণ মন্ত্রী মদন মিত্র। হেনস্থা থেকে বাঁচতে মহিলাদের উদ্দেশে তাঁর পরামর্শ, “আপনারা ক্যারাটে, জুডো এবং বক্সিং শিখুন। আর ট্রেনে দল বেঁধে যাতায়াত করুন।”
দিল্লি-সহ বিভিন্ন রাজ্যে ধর্ষণ-সহ একের পর এক নারী-নিগ্রহের ঘটনায় সরব গোটা দেশ। এ রাজ্যেও ধর্ষণ-শ্লীলতাহানি, তা নিয়ে মন্ত্রীদের বিভিন্ন বক্তব্য এবং পুলিশের ভূমিকা নিয়ে বিরোধী দল থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সকলেই ক্ষুব্ধ। প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও। ক্রীড়া ও পরিবহণমন্ত্রী মদনবাবু অবশ্য সমালোচনার প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন। বৃহস্পতিবার তিনি পরামর্শ দেন, মহিলারা নিজেদের নিরাপত্তা রক্ষার দায়িত্ব নিজেরাই নিন। কী ভাবে সেটা সম্ভব হতে পারে, তার সম্ভাব্য পথ বাতলাতে গিয়েই মহিলাদের ক্যারাটে-জুডো শেখার কথা বলেন তিনি। মন্ত্রী জানান, ২৭ জানুয়ারি হরিশ পার্কে একটি ক্যারাটে প্রশিক্ষণ শিবির শুরু হচ্ছে। চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। রাজ্য ক্রীড়া পর্ষদ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে। ক্রীড়ামন্ত্রীই তার উদ্বোধন করবেন। মন্ত্রীর আবেদন, মহিলা ও ছাত্রীদের ক্যারাটে প্রশিক্ষণের জন্য ক্লাব-কর্তৃপক্ষ এগিয়ে আসুন। প্রয়োজনে আর্থিক সাহায্য করবে সরকার।
সারা দিন কাজ করে অনেক মহিলা রাতের ট্রেনে বাড়ি ফেরেন। ট্রেনে মহিলারা যাতে সঙ্ঘবদ্ধ হয়ে থাকেন, সেই পরামর্শও দেন মদনবাবু। তিনি বলেন, “রেল পুলিশ যাতে মহিলাদের কামরায় বেশি করে নজর রাখে, সেই ব্যাপারে আমরা রেলকে অনুরোধ করেছি।”
এ দিনই শিশির মঞ্চে জাতীয় কন্যাশিশু দিবসের সমাপ্তি অনুষ্ঠানে রাজ্যের সমাজকল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্র জানান, মহিলাদের সুরক্ষার জন্য ‘স্টেট রিসোর্স সেন্টার’ গড়া হবে। তাতে থাকবেন ১৪ জন মন্ত্রী এবং পাঁচ জন বিশিষ্ট ব্যক্তি। ওই সেন্টার গড়তে সরকারের বিভিন্ন দফতর অনুদান দেবে। মন্ত্রীর ঘোষণা, মেয়েদের অপুষ্টি থেকে রক্ষা
করতে ‘সবলা’ নামে ৬০০ ক্যালরির খাবার দেওয়া হবে বিনামূল্যে। কন্যাভ্রূণ হত্যা রুখতে পাঁচ হাজার টাকার একটি স্থায়ী আমানত খোলার ব্যবস্থা হচ্ছে। ওই আমানত হবে কন্যাসন্তানের নামে। |