দু’দেশের মধ্যে মৈত্রীর বার্তা নেতাজির জন্মজয়ন্তীতে
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
নেতাজির জন্মদিনে দৃঢ় হল ভারত-বাংলাদেশের মৈত্রী বন্ধন।বুধবার নেতাজির জন্মদিবসে বসিরহাট কলেজের ছাত্র সংসদ আয়োজিত এক বর্ণাঢ্য শোভাযাত্রা দশ কিলোমিটার পথ অতিক্রম করে ইটিন্ডার ঘোজাডাঙা সীমান্তে পৌঁছায়। তারপর ব্যান্ড ও বিউগল সহযোগে দলটি কাছেই অবস্থিত ভারত-বাংলাদেশ জিরো পয়েন্টে যায়। বাংলাদেশ পুলিশের পক্ষে নজরুল ইসলাম কলেজ ছাত্রদের অভিবাদন গ্রহণ করেন। তিনি বলেন, “নেতাজির জন্মদিনে ছাত্রছাত্রীদের এমন উদ্যোগে আমরা আনন্দিত।” এরপর বসিরহাট কলেজের সাধারণ সম্পাদক সৌমিক রায় বিএসএফ জওয়ানদের হাতে মিষ্টি তুলে দেন। আনন্দে মেতে ওঠেন বিএসএফের জওয়ানেরাও। বিএসএফ কর্তা সাহিদ হোসেন বলেন, “এ দিন আমাদের কাছে এক ভিন্ন স্বাদের অনুভূতি।” অন্য দিকে, স্থানীয় সাঁইপালা স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীরাও নেতাজি জন্মদিবসে একটি পদযাত্রায় যোগ দেন। আয়োজক ছিল বসিরহাট তথ্য দফতর। এই শোভাযাত্রায় সামিল হন বসিরহাটের এসডিপিও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, তথ্য আধিকারিক অনুপ গাইন, সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক শেখর পালিত। এ ছাড়াও, বসিরহাটের অন্যান্য স্কুল, সরকারি ও বেসরকারি দফতর ও বিভিন্ন ক্লাবেও জাতীয় পতাকা তোলা হয়। |
বনগাঁয় বোমায় জখম বৃদ্ধ
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
বোমায় জখম হলেন এক বৃদ্ধ। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার জয়ন্তীপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তির নাম শচীন অধিকারী। তাঁর বাড়ি হাওড়ায়। তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শচীনবাবু ঘুরে ঘুরে পুরনো জিনিস কেনেন। বনগাঁর জয়পুরে এক আত্মীয়ের বাড়িতে থাকেন তিনি। হাসপাতালে শুয়ে এ দিন তিনি জানান, একটি বাড়ি থেকে দু’টি পুরনো মদের বোতল ও দু’টি কৌটো কিনেছিলেন। কৌটো দু’টি ভারি লাগায় বাটখারা দিয়ে টোকা দিতেই সেটি প্রচণ্ড শব্দে ফেটে যায়। বনগাঁ মহকুমা হাসপাতালের সুপার গয়ারাম নস্কর বলেন, “ওঁর বাঁ হাতের আঙুলগুলির প্রচণ্ড ক্ষতি হয়েছে।” ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। |
দেওয়াল লেখা নিয়ে সংঘর্ষ
নিজস্ব সংবাদদাতা • হিঙ্গলগঞ্জ |
তৃণমূল-সিপিএম সংঘর্ষে উত্তেজনা ছড়াল হিঙ্গলগঞ্জের বাঁকড়া গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনের বেশ কিছু দিন বাকি থাকলেও ইতিমধ্যে রাজনৈতিক দলগুলির মধ্যে দেওয়াল দখলের প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। বুধবার তা নিয়েই সিপিএমের নকু গাইনের সঙ্গে স্থানীয় তৃণমূল কর্মীদের বচসা বাধে। তৃণমূল সমর্থকদের অভিযোগ, এলাকায় দেওয়ালের সংখ্যা কম থাকায় দু’দলেরই অর্ধেক ভাগ করে দেওয়াল লেখার নিয়ম। সিপিএম কর্মীরা অন্যায় ভাবে দেওয়াল দখল করার চেষ্টা করলে বচসা হয়। সিপিএম নেতৃত্ব পাল্টা তাঁদের কর্মীদের মারধরের অভিযোগ করেছেন। উভয় পক্ষই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, দুই দলকেই গ্রামে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে। |
মাছ ধরতে গিয়ে অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কাকদ্বীপ |
গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হল এক মৎস্যজীবীর। কাকদ্বীপের অক্ষয়নগর গ্রামের বাসিন্দা প্রেম দাস (৫০) নামে ওই মৎস্যজীবীকে বৃহস্পতিবার সকালে গুরুতর জখম অবস্থায় কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন সাতেক আগে অক্ষয়নগর থেকে ১৩ জনের একটি দল ‘এফ বি মা শ্যামলা’ নামে একটি ট্রলার নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যান। সেই দলে প্রেমবাবুও ছিলেন। পুলিশের কাছে তাঁর সঙ্গীরা জানিয়েছেন, বুধবার রাতে সমুদ্র থেকে জল তোলার সময়ে ট্রলারে পা পিছলে পড়ে গিয়ে মাথায় চোট পান প্রেমবাবু। সেই ট্রলারেই তাঁকে ফিরিয়ে আনা হয়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে। |
চোলাইয়ের ঠেক ভাঙা হল
নিজস্ব সংবাদদাতা • সন্দেশখালি |
চোলাইয়ের বিরুদ্ধে অভিযানে নেমে গোটা আটেক চোলাইয়ের ঠেক ভেঙে দিল সন্দেশখালি থানার পুলিশ। আটক করা হয়েছে কয়েকশো লিটার চোলাই। বুধবার রাতে ৪ নম্বর ন্যাজাটের হাটখোলায় অভিযানে নামে পুলিশ। সম্প্রতি বসিরহাটের এসডিপি-ও নেতৃত্বে এমন অভিযান মাঝে মধ্যেই চলছে। ইতিমধ্যেই ৮ জন ধরা পড়েছে। প্রচুর চোলাই আটক হয়েছে। ভাঙা হয়েছে অন্তত ১৫টি ঠেক। চোলাইয়ের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরেই সরব বসিরহাটের বিভিন্ন প্রান্তের মানুষ। লাগাতার এই সব অভিযোগ পেয়েই তৎপর হয়েছে পুলিশ। বিভিন্ন সময়ে নানা জায়গায় চোলাই-বিরোধী অভিযান চলছে। |
স্টোভ ফেটে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আগরপাড়ায় স্টোভ ফেটে আগুনে পুড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতার নাম মঞ্জুশ্রী বিশ্বাস (৬০)। রান্না করতে গিয়ে স্টোভ ফেটে তাঁর কাপড়ে আগুন ধরে যায়। রান্নাঘর থেকে ধোঁয়া বেরোতে দেখে ছুটে আসেন পড়শিরা। দমকলের দু’টি গাড়ি আসে। কিন্তু তত ক্ষণে সম্পূর্ণ ঝলসে গিয়েছেন মঞ্জুশ্রীদেবী। |
ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক বালিকার। বুধবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে বনগাঁ-শিয়ালদহ শাখার পশ্চিম বাণীপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বর্ষা দাস (৫)। |