শালবনিতে ইস্পাত কারখানা
২৬৭ একর জমির লিজ পেল জিন্দলরা
শালবনিতে জিন্দলদের প্রস্তাবিত ইস্পাত কারখানার জন্য যে ২৬৭ একর জমি নিয়ে টানাপোড়েন চলছিল অবশেষে দেওয়া হল তার দীর্ঘ মেয়াদি লিজ। মঙ্গলবার এই সংক্রান্ত চুক্তি হয়েছে। প্রায় সাড়ে ৩১ লক্ষ টাকার বিনিময়ে ও ৩ লক্ষ ৩৫ হাজার বার্ষিক ভাড়ায় ৯৯ বছরের এই লিজ পেয়েছেন জিন্দলেরা।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই কারখানার জন্য জিন্দলেরা শালবনিতে ৪ হাজার ১০২ একর জমি নিয়েছিল। তার মধ্যে আগেই ৩৮৩৫ একর দীর্ঘ মেয়াদি লিজের অনুমতি দিয়েছিল সরকার। বাকি ২৬৭.০২ একর খাসজমি এতদিন পাঁচিলের ভেতরে থাকলেও লিজ পাননি কর্তৃপক্ষ। দীর্ঘ মেয়াদি লিজ চেয়ে জিন্দলেরা ২০১২ সালের ২৬ জুন আবেদন জানিয়েছিলেন। সম্প্রতি সরকার সেই অনুমতি দিয়েছে। সেই প্রেক্ষিতেই এই চুক্তি। জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক অরিন্দম দত্ত বলেন, “কিছুটা সরকারি খাস জমির দীর্ঘ মেয়াদি লিজের জন্য আবেদন জানিয়েছিলেন জিন্দলেরা। মঙ্গলবার সেই চুক্তি হয়েছে।” শালবনিতে জিন্দলেরা ইস্পাত কারখানার জন্য কাজ শুরু করেছিলেন বেশ কয়েক বছর আগেই। ওই এলাকায় সরকারি খাস জমিও ছিল পর্যাপ্ত। সরকারি জমির পাশাপাশি সামান্য পরিমাণ রায়তি জমিও নিজেরাই কিনেছিলেন কারখানা কর্তৃপক্ষ। ২০০৮ সালের ২ নভেম্বর প্রস্তাবিত কারখানার শিলান্যাস হয়। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথেই তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কনভয়ে ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটে। মাওবাদী নাশকতার পর্বে কারখানার কাজ একেবারেই এগোয়নি। ২০১০ সালে ফের পরিকাঠামো তৈরির তোড়জোড় শুরু হয়। ২০১০ সালের ৯ অক্টোবর ভূমিপুজো করে শুরু হয় অফিস ও আবাসন তৈরির কাজ। প্রায় ৩০ একর জমির উপর সেই পরিকাঠামো তৈরির কাজ এখনও চলছে। ওই ২৬৭ একর জমি লিজে পাওয়ায় কাজে গতি আসবে বলে জিন্দলদের তরফে জানানো হয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.