টুকরো খবর
কংগ্রেস অফিসের মাঠে কলেজ ক্রীড়া, বিতর্কে সিপি
জেলা কংগ্রেসের কার্যালয়ের মাঠে কলেজের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে বিড়ম্বনায় পড়ল ছাত্র পরিষদ (সিপি)। মেদিনীপুর কমার্স কলেজের ছাত্র সংসদের ক্ষমতায় রয়েছে সিপি। ছাত্র সংসদের উদ্যোগে গত সোমবার থেকে শুরু হয়েছিল ইন্ডোর গেমস্। এর মধ্যে ব্যাডমিন্টনও ছিল। শহরে জেলা কংগ্রেস কার্যালয় চত্বরে ছোট মাঠ রয়েছে। বুধবার রাতে সেখানেই ব্যাডমিন্টন প্রতিযোগিতাটি হয়। ছাত্রীদের চারটি দল তাতে যোগ দেয়। এর পরই প্রশ্ন উঠেছে কলেজের প্রতিযোগিতা কেন রাজনৈতিক দলের কার্যালয় চত্বরে হবে। ক’দিন আগেই মেদিনীপুর আইটিআইয়ের বার্ষিক অনুষ্ঠানে অশ্লীল নাচের আয়োজন করে বিতর্কের মুখে পড়েছে ছাত্র সংসদে ক্ষমতাসীন তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। সিপি-র সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে তারাও। টিএমসিপির জেলা সভাপতি রমাপ্রসাদ গিরির বক্তব্য, “মেদিনীপুরে কি আর কোনও মাঠ ছিল না? কলেজ কর্তৃপক্ষের উচিত তদন্ত করে পদক্ষেপ করা।” এ ক্ষেত্রে সিপির জেলা সভাপতি মহম্মদ সইফুলের ব্যাখ্যা, “কমার্স কলেজের নিজস্ব মাঠ নেই। ছাত্রদের ব্যাডমিন্টন খেলা কলেজের অদূরে একটি মাঠে হয়েছে। ওখানেই ছাত্রীদের খেলা হওয়ার কথা ছিল। তবে স্থানীয়রা মাঠ দিতে রাজি হননি। তাই বুধবার রাতে জেলা কংগ্রেসের কার্যালয় ক্যাম্পাসে খেলা করতে হয়েছে।” তাঁর যুক্তি, “ছাত্রীরাই এই মাঠে খেলতে চেয়েছিলেন। আমরা অনুমতি দিয়েছি মাত্র।” তবে এতে বিতর্ক থামছে না। এ প্রসঙ্গে কমার্স কলেজের পরিচালন সমিতির সদস্য ইন্দ্রজিৎ পাণিগ্রাহীর বক্তব্য, “ছাত্র সংসদের উদ্যোগে খেলা হয়েছে। এটা কলেজের কোনও সিদ্ধান্ত নয়। কী হয়েছে, জানি না।”

ফুলের মেলা মেদিনীপুরে
কুসুম-কাননে। বিদ্যাসাগর স্মৃতিমন্দিরের মাঠে পুষ্প প্রদর্শনী। ছবি: রামপ্রসাদ সাউ।
শীতের মরসুমে রকমারি ফুলের প্রদর্শনী শুরু হল শহরে। বৃহস্পতিবার ‘মেদিনীপুর ফ্লাওয়ার গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনে’র ২৫তম বার্ষিক পুষ্প প্রদর্শনী শুরু হয়েছে বিদ্যাসাগর স্মৃতিমন্দির প্রাঙ্গণে। এ দিন প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট আইনজীবী শ্যামলেন্দু মাইতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মল হৃদয় আশ্রমের অধ্যক্ষ ফাদার জয় ডিসুজা, বিশিষ্ট চিকিৎসক কাঞ্চন ধাড়া, অধ্যাপক কেশব মণ্ডল প্রমুখ। সংস্থার পক্ষে বাসব রায় জানান, মেদিনীপুর শহরের কয়েকজন উৎসাহী পুষ্পপ্রেমী পঁচিশ বছর আগে ছোট আকারে যে প্রদর্শনী শুরু করেছিলেন, আজ তার খ্যাতি রাজ্যব্যাপী। এ বছর সাড়ে তিনশোর কিছু বেশি প্রজাতির ফুল, সব্জি ও নানা ধরনের গুল্ম প্রদর্শনীতে রাখা হয়েছে। এই পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতায় যোগ দিয়েছেন মোট ৮৫ জন পুষ্পপ্রেমী। ‘কুইন অফ দ্য শো’ পুরস্কার পেয়েছে সুদীপ্ত মাইতির চন্দ্রমল্লিকা, ‘কিং কুইন অফ দ্য শো’ পুরস্কার পেয়েছে সোমেন ঘোষের ডালিয়া। সেরা গুল্মের পুরস্কার পেয়েছে মান্না নার্সারির গুল্ম ‘স্ট্যাক হর্ন’। আর ‘বেস্ট অফ দ্য শো’ নির্বাচিত হয়েছে বাসব রায়ের গোলাপ ‘পিনেকে’। গত বছর প্রাকৃতিক দুর্যোগের জন্য পুষ্প প্রদর্শনী বাতিল করা হয়েছিল। এ বার সেই রজত জয়ন্তী বর্ষের পুষ্প প্রদর্শনী শুরু হল। উদ্যোক্তাদের তরফে কার্তিক ধর বলেন, “প্রাকৃতিক দুর্যোগের জন্যই গত বছর আমরা তাই রজত জয়ন্তী বর্ষের শুরুটা উদ্যাপন করতে পারিনি। এ বার শেষটা উদ্যাপন করছি।” প্রদর্শনী চলবে রবিবার পর্যন্ত। এ দিন সন্ধ্যায় আতসবাজি প্রদর্শনী হয়। আজ, শুক্রবার দুপুরে প্রদর্শনী প্রাঙ্গণে কচিকাচাঁদের জন্য থাকছে বসে আঁকো প্রতিযোগিতা।

জমি দখলের চেষ্টা, নালিশ
জোর করে জমি দখলের চেষ্টার অভিযোগ তুললেন খড়্গপুর আইআইটির বর্তমান ও প্রাক্তন কিছু শিক্ষক। এই সব শিক্ষকেরা মিলে খড়্গপুর মহকুমা হাসপাতালের পাশের একটি জমি কিনেছিলেন বসবাসের জন্য। কেউ কেউ বাড়িও বানিয়েছেন। নাম, ‘কৃষ্ণকলি কো-অপারেটিভ হাউসিং’। অভিযোগ, বুধবার কয়েকজন লোক খালি পড়ে থাকা কিছুটা জমিতে বাঁশ পুঁততে শুরু করে। জোর করে জমি দখলের চেষ্টা করে। পুলিশে খবর দেন ওই শিক্ষকেরা। আইআইটির শিক্ষিকা সমিতা দাস বলেন, “পুলিশে লিখিত অভিযোগ জানানোর পরেও তেমন সুরাহা হয়নি। বৃহস্পতিবারও জমি দখলের হুমকি দিয়ে গিয়েছে কয়েকজন।” পুলিশ জানিয়েছে, জমি দখলের চেষ্টা করা হয়নি। পাশের প্লটের জমি মাপামাপির জন্য কয়েকজন পাঁচিল দেওয়া ওই প্লটে ঢুকেছিল। যা দেখে অনেকে জমি দখলের চেষ্টা বলে ভেবেছিলেন।

বিজেপির অবরোধ
নানা দাবিতে বৃহস্পতিবার দুপুরে মেদিনীপুর কালেক্টরেট মোড়ে পথ অবরোধ করে বিজেপি। কর্মসূচির নেতৃত্ব দেন দলের শহর সভাপতি অরুপ দাস। বিক্ষোভ-সভাও হয়। এর ফলে, যানজটে নাকাল হন অনেকে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.