নিজস্ব সংবাদদাতা • ধনেখালি |
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মী কাজি নাসিরুদ্দিনকে পিটিয়ে মারার অভিযোগ ঘিরে গত শনিবার উত্তাল হয়েছিল ধনেখালি। সেই ঘটনার সিবিআই তদন্তের দাবি তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। বৃহস্পতিবার প্রদীপবাবু ধনেখালির জয়রামবাটি গ্রামে নাসিরুদ্দিনের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী মানুজা বিবিকে সমবেদনা জানান। প্রদীপবাবু বলেন, “আমরা ওই ঘটনার সিবিআই তদন্ত দাবি করছি। শীঘ্রই নিহতের পরিবারের লোকজনকে নিয়ে আমরা রাজ্যপালের সঙ্গে দেখা করব। তাঁকে জানাব রাজ্য জুড়ে কী চলছে।”
নাসিরুদ্দিনের উপর পুলিশি অত্যাচারের ঘটনায় ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন মানুজা। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য অসীমার পাশেই আছেন। বিধানসভায় অসীমাকে পরিষদীয় সচিব হিসাবে শপথ বাক্য পাঠ করান মুখ্যমন্ত্রী। পরে বিধানসভার লবিতে অসীমার পিঠে হাত রেখে মমতা বলেন, বিধায়কের বাবা নৃশংস ভাবে খুন হয়েছিলেন সিপিএমের হাতে। অসীমার ‘পরোপকারী’ ভাইয়ের মৃত্যু হয়েছিল দুর্ঘটনায়। ওই পরিবার কী আত্মত্যাগ করেছে, সেই ইতিহাস মাথায় রাখার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।
প্রদীপবাবু ও কংগ্রেস নেতারা এ দিন এসপি তন্ময় রায়চৌধুরীর সঙ্গেও দেখা করেন। নাসিরুদ্দিনের মৃত্যুর ঘটনার তদন্ত করছেন অতিরিক্ত এসপি (সদর) তথাগত বসু। তবে জেলা পুলিশের এক পদস্থ কর্তার কথায়, “ময়না-তদন্তের রিপোর্ট হাতে আসেনি। তদন্ত বিশেষ এগোয়নি।” |