টুকরো খবর
বাগনানে শরৎমেলা
রূপনারায়ণের তীরে বাগনানের পানিত্রাসে জমে উঠেছে ‘শরৎমেলা’। ‘শরৎস্মৃতি গ্রন্থাগার ও শরৎমেলা পরিচালন সমিতি’র উদ্যোগে পানিত্রাস হাইস্কুল প্রাঙ্গণে ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া মেলায় মূল সুর গ্রামীণ উন্নয়ন, সুস্থ সংস্কৃতি ও নারী কল্যাণ। মূল ভাবনা রূপনারায়ণের ভাঙন রোধ ও সামতাবেড়ের ঐতিহ্য রক্ষা করা। উদ্বোধন করেন রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অশোক গঙ্গোপাধ্যায়। প্রতিদিনই ভিড় জমছে মেলায়। মেলা প্রাঙ্গণের অদূরে এই সামতাবেড়েতেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসতবাটি। এখানেই শরৎবাবু বহু গল্প-উপন্যাস রচনা করেন। তাঁর স্মৃতিতেই ১৯৭২ সালে মেলা শুরু হয়। মেলার বিভিন্ন দিনে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, আবৃত্তি, নাচ, অঙ্কন, বক্তৃতা, শ্রুতিনাটক, ক্যুইজ, যোগাসন প্রতিযোগিতায় আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। রয়েছে শরৎচন্দ্রের কাহিনি অবলম্বনে নাটক। চলবে ছবি প্রদর্শনীও। মেলায় ৫০টি স্টল হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। রয়েছে নাগরদোলা, ম্যাজিক শো। ২৮ জানুয়ারি, মেলার শেষ দিন আতসবাজি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

স্কুলের ১২৫ বছর পূর্তি উৎসব শেষ
নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হল হরিপালের দ্বারহাট্টা রাজেশ্বরী ইনস্টিটিউশনের ১২৫ বছর পূর্তি উৎসব। তিন দিনের সমাপ্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী বেচারাম মান্না। নাচ, গান, আবৃত্তি-সহ বিভিন্ন অনুষ্ঠান পরিবেশিত হয়। পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকারাও নিজেদের শিল্পসত্ত্বার পরিচয় দেন। প্রধান শিক্ষক এবং বিদ্যালয়ের দুই প্রাক্তন ছাত্র তথা পরিচালন সমিতির প্রাক্তন সম্পাদক ও সহ-সভাপতি শ্রতিনাটক ‘আদাব’ পরিবেশন করেন। শিক্ষক-শিক্ষিকারা মঞ্চস্থ করেন নাটক ‘বাহান্নবর্তী’। গত এক বছর ধরে নানা প্রতিযোগিতা হয়েছে। সমাপ্তি অনুষ্ঠানে পুরস্কার বিতরণ হয়। প্রধান শিক্ষক গোপালচন্দ্র ঘোষ বলেন, “বিদ্যালয়ের রূপকার তথা প্রাক্তন প্রধান শিক্ষক ব্রহ্মচারী জ্যোতির্ময় চৈতন্য এই শিক্ষানিকেতন তৈরির জন্য মুষ্ঠিভিক্ষা করেছিলেন। সকলের আর্থিক সহযোগিতায় তাঁর নামাঙ্কিত একটি মঞ্চ তৈরি করা হচ্ছে”।

স্বদেশ ও বিজ্ঞান নিয়ে প্রদর্শনী স্কুলে
সম্প্রতি হুগলির শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ে স্বদেশ ও বিজ্ঞান বিষয়ক এক প্রদর্শনী আয়োজিত হয়। তিন দিনের ওই প্রদর্শনীতে বিদ্যালয়ের শতাধিক পড়ুয়া যোগদান করে। প্রধান শিক্ষক সমীরণ লাহা জানান, মানুষের উদ্ভব ও বিবর্তন থেকে শুরু করে কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা-সহ বিজ্ঞানভিত্তিক নানা বিষয়ের পাশাপাশি ছাত্রদের স্বপরিকল্পিত বাংলা বানানবিধি, ভাষার উৎপত্তি, ভূতাত্ত্বিক গঠন ও নানাবিধ রূপান্তর প্রক্রিয়া ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের সহ সভাপতি ভবানিশঙ্কর জোয়ারদার, হুগলি জেলা বিজ্ঞান মঞ্চের সম্পাদক তরুণ মণ্ডল প্রমুখ।

ফের শ্লীলতাহানি
সালকিয়ায় চৌরাস্তা এলাকায় বালিকার শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম রবিন দাস। বিহারের লক্ষ্মীসরাইয়ের বাসিন্দা ওই বালিকা সালকিয়ায় পিসির বাড়ি বেড়াতে এসেছে। বৃহস্পতিবার ওই যুবক তাকে একটি কারখানায় ডেকে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। লোকজন কারখানা থেকে রবিনকে ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.