মেলার জন্য বন্ধ স্কুল, পড়াশোনা শিকেয় |
সুব্রত জানা • উলুবেড়িয়া |
মেলার জন্য বন্ধ স্কুল। উলুবেড়িয়া বাণীবন জঙ্গলবিলাস প্রাথমিক বিদ্যালয়ে গত কয়েক দিন ধরে চলল এই পরিস্থিতি।
গত ১৫ জানুয়ারি থেকে স্কুল বন্ধ করে চলছে ‘জঙ্গলবিলাস মেলা’। স্কুলের ছাদে টাঙানো রয়েছে মাইক। স্কুলের চারদিকে বসেছে দোকান। ছুটির কোনও বিজ্ঞপ্তিও টাঙানো নেই স্কুল-চত্বরে। প্রতিদিনই এসে স্কুলে তালাবন্ধ দেখে ফিরে যায় কিছু ছাত্রছাত্রী। কবে খুলবে স্কুল, তাদের কারও কাছে নির্দিষ্ট খবর নেই। ফলে পড়াশোনা আপাতত শিকেয় উঠেছে। এমনকী নেতাজির জন্মদিবসও পালিত হয়নি স্কুলে। তোলা হয়নি জাতীয় পতাকা।
প্রধান শিক্ষক জয়ন্ত বসু জানান, স্কুলের ঘর নেওয়ার জন্য মেলা কমিটির পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। তিনি সেই আবেদনপত্র জমা দিয়েছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক অফিসে। বাণীবনের অবর বিদ্যালয় পরিদর্শক দেবোপম চক্রবর্তী বলেন, “আবেদনপত্র পেয়েছি। কিন্তু তো অনুমতি দিইনি।” তাঁর অনুমতি ছাড়া কী ভাবে স্কুল দখল করে মেলা চলছে? এ বিষয়ে অবশ্য কোনও মন্তব্য করতে চাননি তিনি।
অন্য দিকে, মেলা কমিটির তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবারই মেলা শেষ হয়েছে মেলা। কমিটির সদস্য কাজি সাকিল আহমেদ বলেন, “অনুমতি পেয়েছি বলেই বিদ্যালয় আমাদের চাবি দিয়েছে। মেলার প্রয়োজনে পুলিশ ক্যাম্প ও অনুসন্ধান অফিস করার জন্য নেওয়া হয়েছে বিদ্যালয় কক্ষ।” এ বিষয়ে মেলা কমিটির সভাপতি তথা উলুবেড়িয়ার মহকুমাশাসক সুজয় আর্চাযের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি এ বিষয়ে কিছু জানি না। তবে খোঁজ নিয়ে দেখছি।” স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছরই মেলার সময়ে এই পরিস্থিতি হয়। |