অবশেষে গ্রেফতার ত্রিপুরার জঙ্গি নেতা
ত্রিপুরার নিষিদ্ধ জঙ্গি সংগঠন অল ত্রিপুরা টাইগার ফোর্সের (এটিটিএফ) প্রধান রণজিৎ দেববর্মা ধরা পড়ল ‘ভারতের মাটিতেই’। ত্রিপুরা পুলিশের ডিজি (আইনশৃঙ্খলা) রাজীব সিংহ বলেন, ‘টিএসএআর বাহিনী টহল দেওয়ার সময় সীমান্তবর্তী সিধাই এলাকা থেকে রণজিৎকে কাল গ্রেফতার করে।’’ আর রাজ্য পুলিশের আর এক অংশের দাবি, ২০ জানুয়ারি আসাম রাইফেলসের হাতে রণজিৎ ধরা পড়ে বাংলাদেশ-মেঘালয় সীমান্তে। আসাম রাইফেলস তাকে গত কাল ত্রিপুরা পুলিশের হাতে তুলে দেয়। তবে আজ আদালত থেকে জেলের পথে এটিটিএফের স্বঘোষিত সর্বাধিনায়ক রণজিৎ দেববর্মা জানান, ‘‘বাংলাদেশের ডিজিএফআই আমাকে ১৬ দিন আগে ভারতে পুশব্যাক করেছে।’’
পুলিশ সূত্রের খবর, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিরেক্টর-জেনারেল ফিল্ড ইনটেলিজেন্স (ডিজিএফআই) বাংলাদেশ-মেঘালয় সীমান্ত দিয়ে ১৬ দিন আগে রণজিৎকে এ দেশে পাঠিয়ে দেয়। বাংলাদেশ গোয়েন্দা বিভাগ তাকে আগেই ধরেছিল। বাংলাদেশের আইন অনুযায়ী রণজিতের ‘অবৈধ’ অনুপ্রবেশের শাস্তি শেষ হওয়ার পরই সম্ভবত বাংলাদেশ কর্তৃপক্ষ তাকে এ দেশে পাঠানোর তোড়জোড় শুরু করে। রণজিৎ জানায়, ‘‘মেঘালয়ের ভারত-বাংলাদেশ সীমান্তে দুর্গম পর্বত-জঙ্গল ঘেরা সিমনা এলাকায় তাকে ছেড়ে দেওয়া হয়।’’ সেখানে তাকে আটক করে বিএসএফ। উল্লেখ্য, আজই দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির বিষয়টি অনুমোদিত হয়েছে। তার প্রাক্কালে রণজিৎ দেববর্মাকে ভারতের হাতে তুলে দিয়ে বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির বিষয়ে নিজেদের আন্তরিকতার বিষয়টি তুলে ধরেছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.