টুকরো খবর
ফের পবনহংস
ফের সেই ‘ফ্লাইং কফিন’-এই ভরসা রাখতে হল। আজ থেকে অরুণাচলে আবার শুরু হল পবনহংস হেলিকপ্টার পরিষেবা। ২০১১ সালের ৩০ এপ্রিল তাওয়াঙের জং-এর কাছে মুখ্যমন্ত্রী দোর্জি খাণ্ডু-সহ ভেঙে পড়ে পবনহংসের একটি কপ্টার। সে ক্ষেত্রেও খাণ্ডু ও চালক-সহ মোট ৬ জনের মৃত্যু হয়। এরপর কেবল অরুণাচল নয়, গোটা উত্তর-পূর্বেই পবনহংস পরিষেবা বন্ধ হয়ে যায়। অন্ধ্রের মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজশেখর রেড্ডিকে নিয়ে ভেঙে পড়া কপ্টারটি পবনহংসেরই ছিল। এ ছাড়াও সিরোহি-সহ বেশ কিছু দুর্ঘটনার ক্ষেত্রে পবনহংসের নাম জড়িয়ে পড়ায়, মিগ ২১-এর মতো পবনহংসের হেলিকপ্টারের সঙ্গেও ‘ফ্লাইং কফিন’ তকমাটি এঁটে যায়। ২০১১ সালের জুন মাসে গ্লোবাল ভেকট্রা সংস্থার একটি ১৩ আসন বিশিষ্ট হেলিকপ্টার অরুণাচলের নাহারলাগান থেকে গুয়াহাটি অবধি চালানো শুরু হয়েছিল। সেই কপ্টার অধিকাংশ সময়ই ভিআইপিদের দখলে থাকে। ২০১২ সালে বন্যা, ধসের কারণে বাকি ভূখণ্ড থেকে রোয়িং, দাম্বুক, আনিনি ও পাসিঘাটে হেলিকপ্টার পরিষেবা আবশ্যিক হয়ে দাঁড়ায়। মেঘালয়ে গত বছর মে মাস থেকে পবনহংসের হেলিকপ্টার পরিষেবা ফের চালু হয়। অন্য কেউ কপ্টার চালাতে রাজি না হওয়ায় শেষ অবধি ১৫ জানুয়ারি পবনহংসের সঙ্গেই নতুন করে কপ্টার চালানোর চুক্তি করে অরুণাচল সরকার। ২৬ আসন বিশিষ্ট একটি নতুন এমআই ১৭২ গত ১৮ জানুয়ারি নাহারলাগান পৌঁছয়।

কামরূপে উদ্ধার প্রচুর বিস্ফোরক
আট কিলো ওজনের আইইডি ও দেড় কিলোগ্রাম ইউরেনিয়াম উদ্ধার হওয়ার ঘটনায় রাজ্য জুড়ে সতর্কতা ও নজরদারি আরও বাড়ানো হল। পুলিশ জানায়, আজ কামরূপ (গ্রামীণ) জেলার বাইহাটা চারিয়ালিতে টহল দেওয়ার সময় সেনাবাহিনীর রেডহর্ন ডিভিশন দেড় কিলোগ্রাম ইউরেনিয়াম, আট কিলোগ্রাম ওজনের একটি আইইডি ও কয়েকটি বৈদ্যুতিন ডিটোনেটর উদ্ধার করে। গাছবাড়ি এলাকায় বিস্ফোরকগুলি রাখা ছিল। পাশাপাশি, শিবসাগরের নামতলা থানায় হামলা চালাবার ৪৮ ঘণ্টার মধ্যে গত রাতে, তিনসুকিয়ার কাকোপথার থানায় ফের গ্রেনেড ছুঁড়ল জঙ্গিরা। হয়েছে।

জগনের আবেদন খারিজ
আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় ওয়াই এস জগন্মোহন রেড্ডির জামিনের আবেদন খারিজ করল অন্ধ্রপ্রদেশে হাইকোর্ট। আগেও এক বার জগনের জামিনের আবেদন খারিজ করেছিল হাইকোর্ট। তাঁর আইনজীবীর দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও সিবিআই তদন্ত শেষ করে চার্জশিট পেশ করতে পারেনি। কিন্তু সিবিআই জানায়, রাজ্য সরকারের অসহযোগিতার জন্য ওই মামলার তদন্ত শেষ করা যাচ্ছে না। সুপ্রিম কোর্টের নির্দেশ, চার্জশিট পেশ হলেই জামিনের আর্জি জানাতে পারেন।

পুড়ল সাতটি বাড়ি
আগুন লেগে পুড়ে গেল ৭টি বাড়ি। বুধবার রাতে ধুবুরি জেলার আগমনী থানার ঝাপসুবাড়ি গ্রামের ঘটনাটি ঘটে। দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়।

আসাউদ্দিনের জামিন মঞ্জুর
জামিন পেলেন আসাউদ্দিন ওয়াইসি। কিন্তু আসাউদ্দিনের ভাই আকবরউদ্দিনের জামিনের আবেদন নাকচ করল আদিলাবাদের এক আদালত। মজলিস-ই-ইত্তেহাদ-উল মুসলিমিন (এমআইএম) প্রধান এবং লোকসভার সাংসদ আসাউদ্দিন ২১ জানুয়ারি আত্মসমর্পণ করেন। তার পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার তাঁর জামিন মঞ্জুর করার পরে আদালত জানিয়েছে, ২ ফেব্রুয়ারি আসাউদ্দিনকে আদালতে ফের হাজিরা দিতে হবে। ভাই আকবরউদ্দিন ওয়াইসির সঙ্গে মিলে মসজিদের কাছে হায়দরাবাদ-মুম্বই জাতীয় সড়ক নির্মাণের কাজে বাধা দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। আকবরউদ্দিনের বিরুদ্ধে ধর্মীয় উস্কানির অভিযোগও রয়েছে।

নতুন বিশেষ সচিব স্বরাষ্ট্র মন্ত্রকে
পশ্চিমবঙ্গ ক্যাডারের আইপিএস অফিসার এস জয়রামন স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ সচিব (অভ্যন্তরীণ নিরাপত্তা) নিযুক্ত হলেন। ১৯৭৭ সালের ব্যাচের এই অফিসার এখন ‘ইন্টালিজেন্স ব্যুরোর’ (আইবি) স্পেশ্যাল ডিরেক্টর হিসেবে কর্মরত। আইবি-র ডিরেক্টর পদেরও দাবিদার ছিলেন তিনি। কিন্তু চার জনকে টপকে আইবি প্রধান পদে এসেছেন আসিফ ইব্রাহিম।

তেলেঙ্গানা নিয়ে বৈঠক সনিয়ার
স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল শিন্দের ঘোষণা করা সময়সীমা শেষ হতে বাকি আর চার দিন। কিন্তু তার মধ্যেও তেলেঙ্গানা জটের সমাধানের কোনও ইঙ্গিত নেই। বৃহস্পতিবার শিন্দে, গুলাম নবি আজাদ, ভায়লার রবি এবং দিগ্বিজয় সিংহের সঙ্গে এ নিয়ে বৈঠকে বসেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী।

বাবাকে খুন
বোনকে যৌন নির্যাতন করেছিল বাবা। তাই ভাই খুন করল বাবাকে। পুলিশ জানিয়েছে, হুকুমচাঁদ বালাই নামে এক ব্যক্তি তার ১৪ বছরের মেয়েকে যৌন হেনস্থা করত। ঘটনাটি জানার পর হুকুমচাঁদকে কুঠার দিয়ে খুন করে তার ছেলে, শ্বশুর এবং ভাই। পরে তিন জন বনগঙ্গা পুলিশের কাছে গিয়ে নিজেদের দোষ স্বীকার করে। তখন তাদের গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে কুঠারটি পাওয়া যায়।

একসঙ্গে নয়
দিল্লি গণধর্ষণ কাণ্ডে বাকি পাঁচ অভিযুক্তের সঙ্গেই ষষ্ঠ নাবালক অভিযুক্তের বিচার হোক এই আর্জি খারিজ করে দিল জুভেনাইল জাস্টিস বোর্ড।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.