চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে (অক্টোবর-ডিসেম্বর) শাখা সংস্থা জাগুয়ার ল্যান্ড রোভারের মুনাফা কমতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন টাটা মোটরস কর্তৃপক্ষ। যার জেরে বৃহস্পতিবার সংস্থার শেয়ার দর এক ধাক্কায় পড়ে গেল ৬.২৬%। সার্বিক ভাবে এর বিরূপ প্রভাব পড়ে বাজারেও। মূলত এই খবরের প্রভাবেই এ দিন সেনসেক্স পড়ে যায় ১০২.৮৩ পয়েন্ট। দাঁড়ায় ১৯,৯২৩.৭৮ অঙ্কে।
পাশাপাশি, ব্যাঙ্ক শেয়ারের দরও পড়েছে এ দিন। যার কারণ, রিজার্ভ ব্যাঙ্ক সুদ কমাবে কি না, তা নিয়ে তৈরি হওয়া গুরুতর সংশয়। এত দিন বাজার আশায় ছিল যে, ২৯ জানুয়ারির ঋণনীতি পর্যালোচনায় শীর্ষ ব্যাঙ্ক সুদ কমানোর ব্যবস্থা করতে পারে। কিন্তু গভর্নর ডি সুব্বারাওয়ের সাম্প্রতিক মন্তব্য সেই আশায় কার্যত জল ঢেলেছে। ওই মন্তব্যে তাঁর ইঙ্গিত ছিল, মূল্যবৃদ্ধি এখনও যেখানে দাঁড়িয়ে, তাতে সুদ কমানোর অবস্থা সৃষ্টি হয়েছে বলে রিজার্ভ ব্যাঙ্ক মনে করছে না।
তাই ঋণনীতির আগেই এ দিন হাতে থাকা ব্যাঙ্কের শেয়ার বিক্রি করে দিতে দেখা গিয়েছে লগ্নিকারীদের। ফলে পড়ে গিয়েছে স্টেট ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক-সহ আরও কিছু শেয়ার দর। একই কারণে পড়েছে নির্মাণ সংস্থার শেয়ার দরও। বিশেষ করে আবাসন সংস্থার শেয়ার দরের ওঠা-নামা অনেকটাই নির্ভর করে ব্যাঙ্কের সুদ কমা-বাড়ার উপর। তবে এ দিন বেড়েছে ওএনজিসি, টিসিএস, আইটিসি-সহ অন্য কিছু সংস্থার শেয়ার। বাজার সূত্রে খবর, ওই সব শেয়ার দরের ঊর্ধ্বগতিই সূচককে বড় পতনের হাত থেকে রক্ষা করেছে। |