সুবিধা আবাসন ক্রয়ে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
প্রজাতন্ত্র দিবসে ছাড় দেওয়ার উৎসবে এ বার ঢুকে পড়ল আবাসনও। বেশ কয়েক বছর ধরেই বড় বড় খুচরো ব্যবসায়ী এই বিশেষ দিনটি কেন্দ্র করে যাবতীয় পণ্যের উপর ছাড় দেয়। একই ধরনের ছাড় ঘোষণা করেছে ইডেন সিটি প্রকল্পের নির্মাতা সংস্থা। ২৬ ও ২৭ জানুয়ারি ফ্ল্যাট কিনলে পাওয়া যাবে দাম ও গৃহঋণে ছাড়। ইডেন কর্তৃপক্ষের দাবি ২২ একর জমি জুড়ে এই প্রকল্পে ইতিমধ্যেই ১৫০০ ফ্ল্যাট বিক্রি হয়েছে। চলতি বছরের শেষে আরও ১৫০০ ফ্ল্যাট ক্রেতাদের হাতে তুলে দেওয়া হবে বলে তাঁদের দাবি।
|
অতি ধনীদের উপর কর বাড়াতে পারেন অর্থমন্ত্রী |
বিদেশি লগ্নি টানতে কৃতসংকল্প পালনিয়প্পন চিদম্বরম এশিয়া-ইউরোপ সফরে বেরিয়ে ভারতের কর ব্যবস্থার সংস্কার নিয়ে আর এক দফা প্রতিশ্রুতি দিলেন সিঙ্গাপুরের শিল্পমহলের সামনে। এক দিকে স্থিতিশীল কর ব্যবস্থা বজায় রাখা, অন্য দিকে দেশে আয়কর আদায়ের পরিমাণ বাড়াতে ‘অতি ধনী’ ব্যক্তিদের উপর ‘আর একটু বেশি’ কর বসানো। আসন্ন বাজেটে এটাই হতে পারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের তুরুপের তাস। শুধুমাত্র সংশ্লিষ্ট মহলের খবরই নয়, বৃহস্পতিবার এই ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ইঙ্গিত মিলল চিদম্বরমের কথায়। পাশাপাশি, বিভিন্ন মূল্যায়ন সংস্থাকে দেশের অর্থনীতি নিয়ে ইতিবাচক মনোভাব নিয়ে রেটিং বাড়াতে বলেছেন তিনি। সিঙ্গাপুরে এ দিন তিনি বলেন, “আমি সব সময়ে স্থিতিশীল কর ব্যবস্থার পক্ষপাতী। কিন্তু বাজারে এই নিয়ে একটি বিতর্ক আছে। যখন রাজকোষ ভরাতে সরকারের অর্থের প্রয়োজন হয়, তখন অতি ধনী ব্যক্তিদের খুশি মনেই বাড়তি কর দেওয়া উচিত।” আর এই বিতর্ক যে একেবারে অমূলক নয়, তা স্পষ্ট হয়ে গিয়েছে চিদম্বরমের কথায়। কর ব্যবস্থায় স্থিতাবস্থা বজায় রেখেই যে এ নিয়ে নতুন করে ভাবনা-চিন্তা করা যেতে পারে, তার ইঙ্গিতও দিয়েছেন তিনি। তবে এখনই তা করা হবে কি না, তা জানাননি চিদম্বরম। উল্লেখ্য, ১৯৯৭ সালে অর্থমন্ত্রী থাকাকালীন আয়করের যে হার চিদম্বরম স্থির করেছিলেন, এখনও পর্যন্ত সেই ১০, ২০ ও ৩০ শতাংশ হারই চালু রয়েছে। তাই এ দিন চিদম্বরমের মন্তব্যের পর সকলেই তাকিয়ে থাকবেন আসন্ন বাজেটে কর কাঠামোর কোনও পরিবর্তন আসে কি না, তার দিকে। |