পুরভোটে হারা বিপ্লবই নলহাটিতে তৃণমূল প্রার্থী |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
নলহাটিতে স্থানীয় মুখের উপরেই ভরসা রাখতে হল তৃণমূল নেতৃত্বকে। গত পুরভোটে দু’টি ওয়ার্ডে দাঁড়িয়ে যিনি হেরে গিয়েছিলেন, সেই বিপ্লব ওঝাকেই বৃহস্পতিবার নলহাটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করলেন তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বীরভূমের নলহাটি থেকে গত বিধানসভা ভোটে জয়ী হন কংগ্রেস প্রার্থী তথা রাষ্ট্রপতি-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। কিন্তু জঙ্গিপুর থেকে সাংসদ হয়ে অভিজিৎবাবু বিধায়ক পদ ছেড়ে দেওয়ায় নলহাটিতে উপনির্বাচন হচ্ছে। ২৩ ফেব্রুয়ারি উপনির্বাচন হচ্ছে মালদহের ইংরেজবাজার, মুর্শিদাবাদের রেজিনগর কেন্দ্রেও।
কংগ্রেসে থাকতে নলহাটির পুরসভার চেয়ারম্যান ছিলেন বিপ্লববাবু। পুরভোটের আগে দলবল নিয়ে তিনি তৃণমূলে যোগ দেন। তাঁদের যোগদানের পরে তৃণমূল পুরভোটে সাফল্য পেলেও বিপ্লববাবু নিজে দু’টি ওয়ার্ডেই হেরেছিলেন। তাঁকেই বিধানসভায় দাঁড় করানো নিয়ে প্রশ্নের জবাবে পার্থবাবু এ দিন বলেন, “যিনিই প্রার্থী হোন, এই উপনির্বাচনে তিন কেন্দ্রেই তৃণমূল জিতবে।” পার্থবাবুর ব্যাখ্যা, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল যে ঐক্যবদ্ধ ভাবে চলেছে, যে ভাবে মুখ্যমন্ত্রীর সভায় মানুষের ঢল নেমেছে, তাতে আমরা আশাবাদী আমাদের প্রার্থীরা জিতবেন।”
কংগ্রেস অবশ্য তিন কেন্দ্রের প্রার্থীর নাম এখনও চূড়ান্ত করে উঠতে পারেনি। প্রদেশ সভাপতি প্রদীপ ভট্টাচার্যের বক্তব্য, দিল্লিতে সম্ভাব্য প্রার্থীদের নাম পাঠিয়ে দেওয়া হয়েছে। এআইসিসি-র নির্বাচন কমিটি দু-এক দিনের মধ্যেই প্রার্থী চূড়ান্ত করবে। তবে দলের অন্দরের খবর, নলহাটিতে রাষ্ট্রপতির পুত্রবধূ চিত্রলেখা মুখোপাধ্যায় না স্থানীয় কাউকে প্রার্থী করা হবে, তা নিয়ে কংগ্রেসে কিছুটা টানাপোড়েন চলছে। মালদহ জেলা কংগ্রেস সভাপতি আবু হাসেম খান চৌধুরী অবশ্য ঘরোয়া ভাবে ইংরেজবাজারে প্রার্থীর নাম জানিয়ে দিয়েছেন। ইংরেজবাজারে কৃষ্ণেন্দু চৌধুরী ও রেজিনগরে হুমায়ন কবীর তৃণমূলের প্রার্থী। তাঁরা বিধায়ক-পদ ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার ফলেই ওই দুই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। |