নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনই গণ্ডগোল বাধল সিউড়ি বিদ্যাসাগর কলেজে। কলেজ সূত্রে জানা গিয়েছে, ৪৭টি আসনের জন্য বৃহস্পতিবার ১২০টি মনোনয়নপত্র জমা পড়ে। দুপুর দেড়টা নাগাদ এসইউসির ছাত্র সংগঠন ডিএসও-র দুই সদস্যকে মারধর করে মনোনয়নপত্র কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে টিএমসপির বিরুদ্ধে। ডিএসও-র জেলা সম্পাদিকা যুথিকা ধীবরের অভিযোগ, “গত ২২ জানুয়ারি মনোনয়নপত্র তুলতে গেলে টিএমসিপির বাধায় তা যায়নি। এ দিন ছিল তোলার শেষ ও জমা দেওয়ার প্রথম দিন। কলা ও বিজ্ঞান বিভাগের দুই ছাত্র মনোনয়নপত্র তুলে জমা দিতে গেলে অধ্যক্ষের ঘরের সামনে থেকে মারতে মারতে তাদের বের করে দেয় টিএমসিপি সমর্থকেরা। তাদের আই কার্ড, ব্যাগ সমস্ত কিছু কেড়ে নেওয়া হয়।” তাঁর দাবি, “পুরো ঘটনা কলেজ কর্তৃপক্ষ ও পুলিশের সামনে ঘটেছে।” টিএমসিপির জেলা সাধারণ সম্পাদক জিয়াউল হক অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর পাল্টা দাবি, “ডিএসও সমর্থকেরা বিশৃঙ্খলা সৃষ্টি করায় এ দিন আমরা সব আসনে মনোনয়নপত্র জমা দিতে পারিনি।” অধ্যক্ষ লক্ষ্মীনারায়ণ মণ্ডল বলেন, “২৮ জানুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ৩০ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আগামী ৫ ফেব্রুয়ারি ছাত্র সংসদ নির্বাচন। এ দিন গণ্ডগোল দেখে পুলিশকে ব্যবস্থা নিতে বলি।”
|
শান্তিনিকেতনে কিঙ্কর উদ্যান |
নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন |
শান্তিনিকতেন হচ্ছে কিঙ্কর উদ্যান। বিশিষ্ট ভাস্কর রামকিঙ্কর বেইজের শিল্পকর্মের ব্রোঞ্জ প্রতিরূপ স্থান পাচ্ছে তাঁরই নামাঙ্কিত ‘কিঙ্কর উদ্যানে’। বৃহস্পতিবার এ কথা জানান, বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত। বিশ্বভারতী এবং মুসুই আর্ট ফাউন্ডেশনের উদ্যোগে এ দিন লিপিকা অডিটোরিয়ামে রামকিঙ্কর বেইজের প্রথম স্মারক বর্ক্তৃতার আয়োজন হয়েছিল। বক্তা ছিলেন শিল্পী কে জি সুব্রহ্মণম। এই অনুষ্ঠানে যোগ দিয়ে উপাচার্য বলেন, “মালঞ্চ বাড়ি সংলগ্ন উদ্যান সাজানো হচ্ছে। সেখানে থাকবে শিল্পীর শিল্পকর্মের ব্রোঞ্জ প্রতিরূপ।”
|
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক বধূর। পুলিশ জানায়, মৃতার নাম রাজকুমারী দেবী (৪০)। বাড়ি ঝাড়খন্ডের পাকুড় থানার দেবীনগর এলাকায়। বুধবার বিকেলে ওই বধূকে মারাত্মক জখম অবস্থায় রামপুরহাট হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। রাতেই সেখানেই তিনি মারা যান। মুড়ি ভাজতে গিয়ে কাপড়ে আগুন লেগে ওই ঘটনা হয়ে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।
|
কীটনাশক খেয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। মৃতের নাম সুরেশ বাগদি (৫৩)। বাড়ি ময়ূরেশ্বর থানা এলাকায় তাঁর বাড়ি। বুধবার হাসপাতালে তাঁর মৃত্যু হয়। |