নেতাজির জন্মদিনেও চটুল নাচ, এ বার বিতর্কে ফব |
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
ভাঙড়, মেদিনীপুরের পরে রামপুরহাট। প্রথম দু’টি ক্ষেত্রে দলের উদ্যোগে অশ্লীল নাচগান করিয়ে সমালোচনার মুখে পড়েছে তৃণমূল। সেই তালিকায় এ বার বামেরাও।
রামপুরহাট শহরের সানঘাটাপাড়ায় ফরওয়ার্ড ব্লকের উদ্যোগে আয়োজিত নেতাজি জন্ম-জয়ন্তীতেও হিন্দি ছবির চটুল গানের সঙ্গে নাচল এক কিশোরী। বুধবার রাতে এই অনুষ্ঠানটিকে ঘিরে স্বাভাবিক ভাবেই বিতর্ক দানা বেঁধেছে। অস্বস্তিতে পড়েছেন দলীয় নেতৃত্ব। ফব-র বীরভূম জেলা সম্পাদক তথা নলহাটি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী দীপক চট্টোপাধ্যায় বলেছেন, “ফব-র ব্যানার নিয়ে নেতাজি জন্ম-জয়ন্তী পালন করাই উচিত হয়নি। কারণ, উনি এক জন সর্বভারতীয় নেতা। সেই অনুষ্ঠানে চটুল হিন্দি গানের সঙ্গে অশোভন নাচ মেনে নেওয়া যায় না। খোঁজ নিয়ে দেখব, কারা কেন এই কাণ্ড ঘটাল।”
সম্প্রতি ভাঙড়ে দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জলসায় স্বল্পবসনা তরুণীর নাচগান ঘিরে অস্বস্তিতে পড়তে হয়েছে তৃণমূল নেতৃত্বকে। মেদিনীপুর শহরের আইটিআইয়ে টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের উদ্যোগে বার্ষিক অনুষ্ঠানে স্বল্পবাস তরুণীর অশ্লীল নাচের সঙ্গে পা মেলান ছাত্রদেরই একাংশ। এ বার কাঠগড়ায় ফব। সানঘাটাপাড়ায় ফব-র শাখা অফিসের সামনেই ওই অনুষ্ঠান হয়। আয়োজক হিসাবে ব্যানারে ফব-র শাখা কমিটির নাম ছিল। সেখানে উপস্থিত ছিলেন রামপুরহাটের প্রাক্তন ফব বিধায়ক তথা দলের জেলা কমিটির সদস্য মহম্মদ হান্নান। অনুষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত, শহরেরই একটি সাংস্কৃতিক সংস্থার কর্ণধার রবীন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, “যে মেয়েটি নেচেছে, তাকে আমি চিনি না। আমি হান্নান সাহেবকে জানিয়েই মেয়েটিকে নাচার সুযোগ করে দিই। প্রাক্তন বিধায়কের অবশ্য দাবি, ওই সময় তিনি পার্টি অফিসে ছিলেন। পরে নাচের কথা শুনে দলের লোকেদের ধমক দেন।
স্থানীয় তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, “এ ভাবে আসলে নেতাজিকে অবমাননাই করা হল!” বিজেপি-র জেলা সহ সভাপতি শুভাশিস মুখোপাধ্যায়ের মন্তব্য, “গোটা রাজ্যেই এই সংস্কৃতি চলছে।” |