রাস্তা দখলমুক্ত করতে বৈঠক |
নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
রাস্তা সম্প্রসারণ করতে মানবাজারের পায়রাচালি বাজারের কিছু অংশ দখলমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এ নিয়ে বৃহস্পতিবার পুরুলিয়ার মানবাজারে পূর্ত দফতরের অফিসে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বৈঠক করলেন প্রশাসনের আধিকারিকরা। প্রশাসন সূত্রের খবর, বানশা থেকে মানবাজারের ইন্দকুড়ির মোড় পর্যন্ত ১১ কিলোমিটার রাস্তার (৪ নম্বর রাজ্য সড়ক) মাঝখানে পায়রাচালি বাজার রয়েছে। ওই বাজার এলাকা ছাড়া রাস্তার বাকি অংশে চওড়া করার কাজ চলছে। পূর্ত দফতরের মানবাজারের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সৌমেন্দু সাহা বলেন, “পিচসহ ওই রাস্তা প্রায় ৪০ ফুট চওড়া করা হচ্ছে। পিচরাস্তা চওড়ায় ২২ ফুট। সে জন্য পায়রাচালি বাজারে রাস্তার দু’পাশের কতটা পূর্ত দফতরের জায়গা তা চিহ্নিত করার জন্য ভূমি ও ভূমি সংস্কার দফতরকে বলা হয়েছে।”
|
নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
মানবাজার ১ ব্লকে কৃষি মেলা হল বৃহস্পতিবার। উদ্বোধন করেন মানবাজার ১ বিডিও সায়ক দেব। কৃষি বিভাগ সূত্রে জানা গিয়েছে, রাজ্যে চলতি বছরে ৭৭টি জল বিভাজিকা প্রকল্প মঞ্জুর হয়েছে। তার মধ্যে পুরুলিয়ায় ১৩টি প্রকল্প শুরু হয়েছে। কৃষি বিভাগের সঙ্গে প্রাণী বিকাশ দফতর, মৎস্য দফতর, রেশম শিল্প প্রভৃতি বিভাগের স্টল মেলায় ছিল। মানবাজারের ব্লক কৃষি আধিকারিক শান্তিগোপাল কর্মকার বলেন, “কৃষির সঙ্গে প্রাণী পালন, মৎস্য চাষ প্রভৃতির মাধ্যমে চাষিদের স্বনির্ভর করার লক্ষ্যে এই ধরনের মেলার আয়োজন করা হয়েছে।” |