অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে কাটোয়ার দেবকুণ্ডু গ্রামে মাঠ থেকে মৃতদেহটি উদ্ধার হয়। বছর পঁয়তাল্লিশের ওই ব্যক্তির দেহে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের সন্দেহ, গণপ্রহারে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের কয়েক জন বাসিন্দা জানান, বেশ কিছু দিন ধরে এলাকায় খুব চুরি হচ্ছে। মন্দির থেকে বাড়ির জিনিসপত্র, এমনকী গরুও চুরি হয়েছে। পুলিশ জেনেছে, বুধবার রাতে পাঁচ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিলেন। বাসিন্দারা জিজ্ঞাসাবাদ করতে চার জন পালায়। এক জনকে পেয়ে গণপ্রহার শুরু হয়। তাতেই তার মৃত্যু হয়েছে বলে পুলিশের ধারনা।
|
ডিওয়াইএফের ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • মন্তেশ্বর |
পরিবর্তনের নামে তৃণমূল মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল বলে অভিযোগ তুললেন ডিওয়াইএফের রাজ্য কমিটির সভাপতি আভাস রায়চৌধুরী। বৃহস্পতিবার সংগঠনের মেমারি ২ জোনাল কমিটির সম্মেলনে মন্তেশ্বরের কুসুমগ্রামে একটি সভায় তিনি বলেন, “পরিবর্তনের নামে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল। সত্যিকারের পরিবর্তন আমরাই করেছিলাম।” তিনি অভিযোগ করেন, পরিবর্তনের পরপর আক্রান্ত হচ্ছিলেন সিপিএম নেতা-কর্মীরা। এখন সাধারণ মানুষ থেকে সংবাদমাধ্যমও আক্রান্ত। সারের দাম বৃদ্ধি, কৃষক আত্মহত্যা-সহ নানা বিষয় নিয়েও সরব হন তিনি। সভায় ছিলেন সিপিএম বিধায়ক চৌধুরী মহম্মদ হেদায়তুল্লাহ।
|
মন্তেশ্বরে কৃষিমেলা
নিজস্ব সংবাদদাতা • মন্তেশ্বর |
ব্লক কৃষিমেলা আয়োজিত হল মন্তেশ্বরের মামুদপুর ২ পঞ্চায়েতের রায়গ্রাম ফুটবল মাঠে। বৃহস্পতিবার পূর্বস্থলী উত্তর কেন্দ্রের বিধায়ক তপন চট্টোপাধ্যায় মেলার উদ্বোধন করেন। মেলা উপলক্ষে কৃষি, মৎস্য-সহ বিভিন্ন বিষয়ের স্টল খোলা হয়। বিকেলে রাজ্যের কৃষি মন্ত্রী মলয় ঘটক মেলায় ঘুরে যান। এ ছাড়াও মহকুমা কৃষি আধিকারিক স্বপনকুমার মারিক, মন্তেশ্বর ব্লকের কৃষি আধিকারিক রঙ্গন বন্দ্যোপাধ্যায়, সহ কৃষি অধিকর্তা পার্থ ঘোষ-সহ অনেকে অনুষ্ঠানে ছিলেন। |