কর্মিসভা সেরে দলীয় কার্যালয়ে বসে থাকার সময়ে সিপিএমের দুই নেতা-সহ কয়েক জন কর্মীকে আক্রমণ করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আউশগ্রামের ভেদিয়ার বাগবাটি মোড়ে। সিপিএমের দাবি, আউশগ্রাম উত্তর-পূর্ব লোকাল কমিটি অফিস ঘিরে এদিন বোমাবাজি করে তৃণমূল। তিন কর্মীকে ব্যাপক মারধর করা হয়েছে। এক জনকে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। |
সিপিএমের বর্ধমান জেলা কমিটির সম্পাদক অমল হালদারের অভিযোগ, “এ দিন অচিন্ত্য মল্লিক-সহ কয়েক জন সিপিএম নেতা ভেদিয়াতে একটি কর্মিসভা করতে গিয়েছিলেন। সেখান থেকে পার্টি অফিসে পৌঁছতেই তৃণমূলের মদতপুষ্ট এক দল সমাজবিরোধী পার্টি অফিস ঘিরে বোমাবাজি করতে শুরু করে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে ভিতরে থাকা কর্মীদের।” সিপিএমের একাংশের আরও দাবি, শুধু বোমাবাজি নয়, পার্টি অফিস লক্ষ্য করে গুলিও চালানো হয় এ দিন। তৃণমূলের স্থানীয় নেতা নিত্যানন্দ চট্টোপাধ্যায়ের অবশ্য দাবি, অভিযোগ মিথ্যা। তাঁর কথায়, “ওই এলাকায় কেউ কয়েকটি পটকা ফাটিয়েছিল। তাতেই সিপিএমের অচিন্ত্য মল্লিকেরা আতঙ্কে পুলিশ ডাকেন। কাউকে মারধর করা হয়নি। কেউ আহতও নন।”
পুলিশ জানায়, তদন্ত শুরু করেছে। বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জার বক্তব্য, ‘‘ওই পার্টি অফিস থেকে কিছুটা দুরে কয়েকটি বোমা ফাটানো হয়। কেউ আহত হননি। এক সিপিএম কর্মীকে অপহরণের অভিযোগ ছিল। কিন্তু অপহৃতকে তাঁর বাড়িতেই পাওয়া গিয়েছে।” |