খনিতে আগুন জামুড়িয়ায়
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
চল্লিশ ফুট এলাকা জুড়ে আগুন জ্বলছে ইসিএলের কেন্দা এরিয়ার নিউ কেন্দা কোলিয়ারির ওয়েস্ট কেন্দা বেসরকারি প্যাচে। খনি সূত্রে জানা গিয়েছে, দশ দিন আগেই ধোঁয়া বেরোনো শুরু হয়েছিল। বুধবার রাত থেকে সেখানে আগুন জ্বলছে। ইসিএলের সিএমডির কারিগরি সচিব নীলাদ্রি রায় জানান, ওই এলাকায় প্রচুর অবৈধ খনি ছিল। তাই এলাকাটি অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। বিপদ এড়াতে কয়লা কেটে নেওয়ার উদ্যোগ নিচ্ছে ইসিএল কয়লা কেটে নেওয়ার উদ্যোগ শুরু করেছে। সেখানে কিছু অবৈধ খনি খোলামুখ অবস্থায় রয়ে গিয়েছে। তাতে দীর্ঘদিন ধরে স্পন্টেনিয়াস হিটিং-এর ফলে আগুন জ্বলছে। তাঁর আশ্বাস, এতে আতঙ্কের কিছু নেই।
|
আদালতে কর্মবিরতি
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
পুলিশ কমিশনারেট চালুর পরে কয়েকটি সিআরপিসি ধারার মামলার বিচারের দায়িত্ব গিয়েছে তাদের হাতে। সেই সব মামলার সওয়াল করতে দুর্গাপুর আদালত থেকে পুলিশ কমিশনারেটের আদালতে যেতে হচ্ছে আইনজীবীদের। ওই আদালতে প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলে বৃহস্পতিবার দুর্গাপুরে আদালতের কাজ বন্ধ রাখলেন আইনজীবীরা। তাঁদের আরও দাবি, ওই ধারার মামলা দুর্গাপুর আদালতে ফিরিয়ে আনতে হবে। এ দিন আইনজীবীরা কাজ না করায় বিপাকে পড়েন বিচারপ্রার্থীরা।
|
আবাসনে লুঠে গ্রেফতার চার
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
নির্মীয়মাণ আবাসনে রক্ষীদের আটকে লুঠের ঘটনায় চার জনকে ধরেছে পুলিশ। গত ৭ জানুয়ারি কাঁকসার গোপালপুরের কাছে এই লুঠপাটের ঘটনা ঘটে। চুরি যাওয়া সাড়ে তিন টন লোহার রডও উদ্ধার করেছে পুলিশ। লরি নিয়ে ওই আবাসনে ঢুকেছিল দুষ্কৃতীরা। পরে রক্ষীদের ঘরে আটকে কয়েক টন লোহার রড লরিতে তুলে চম্পট দেয়। পুলিশ রানিগঞ্জের পঞ্জাবি মোড়ে একটি দোকান থেকে সাড়ে ৩ টন রড উদ্ধার করেছে। দোকানের কর্মীকে জেরা করেই ধরা হয় চার জনকে। তিন জন দুর্গাপুরের, একজন উত্তরপ্রদেশের আজমগড়ের বাসিন্দা।
|
জমি মাপজোক কাঁকসায়
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
বেসরকারি কলেজের জমির মাপজোক শুরু করল প্রশাসন। কাঁকসার গোপালপুরে এই কলেজের জমিই স্থানীয় একটি ক্লাব ও কয়েক জন প্রোমোটার দখল করেছেন বলে অভিযোগ উঠেছে। কলেজের কর্ণধার জয়ন্ত চক্রবর্তী অভিযোগ করেন, ১৯ একর জমির মধ্যে প্রায় ৭ একর দখল হয়ে গিয়েছে। ক্লাবের লোকজন ও ওই প্রোমোটারেরা অবশ্য অভিযোগ মানেননি। কাঁকসা থানা ও মহকুমা প্রশাসনের কাছে জমি দখলমুক্ত করার জন্য লিখিত আবেদন করেছিলেন জয়ন্তবাবু। দুর্গাপুরের মহকুমাশাসক আয়েষা রানির নির্দেশ মতো বৃহস্পতিবার জমি মাপজোক শুরু হয়। তবে এই কাজে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা জানান, কাজ শেষ হতে কয়েক দিন সময় লাগবে।
|
জমি দখলে অভিযুক্ত নেতা
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
ইসিএলের জমি দখল করে নির্মাণ কাজ করার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। জেকে নগর কোলিয়ারির ওল্ড মাইনাস এলাকায় ইসিএলের জমি দখল করে স্থানীয় তৃণমূল নেতা তপন মুখোপাধ্যায় নির্মাণ কাজ করছেন বলে অভিযোগ। বাসিন্দাদের দাবি, ইসিএলকে ওই নির্মাণ কাজ বন্ধ করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। অন্য দিকে, তপনবাবুর বক্তব্য, “ওই জায়গা ইসিএলের নয়। একটি বন্ধ সংস্থার পরিত্যক্ত জায়গা। সেখানেদলীয় কার্যালয় বানাচ্ছেন স্থানীয় তৃণমূল কর্মীরা। কোলিয়ারির এজেন্ট জানান, খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
|
রাস্তা সারানোর দাবি
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
রাস্তা সংস্কারের দাবিতে হরিপুর ছাতাডাঙায় অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। |
বেহাল রাস্তা সংস্কারের দাবিতে হরিপুর ছাতাডাঙায় রাস্তা অবরোধ করে ইসিএলের পরিবহন বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, ইসিএলের পণ্য পরিবহনে ছাতাডাঙা থেকে বহুলা সিএইচপি যাওয়ার রাস্তা ভেঙেচুরে গিয়েছে। এর আগে ছ’বার বিক্ষোভ দেখানো হয়েছে। কোনও প্রতিকার হয়নি। কর্তৃপক্ষ জানান, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। |