জিতল শ্রমিকনগর
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ক্রিকেটে বৃহস্পতিবারের খেলায় জিতল শ্রমিকনগর স্পোর্টিং ক্লাব। এমএএমসি মাঠে তারা ৪ উইকেটে ক্লাব ঐক্যতান উখড়াকে হারায়। প্রথমে ব্যাট করে ঐক্যতান ৮ উইকেটে ১৫৫ রান করে। ইমরান মিঞা ৩৮ রান করে এবং ২৫ রানে দুটি উইকেট নেয়। বাপ্পা দাস ২২ রান করেন। জবাবে ৬ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় শ্রমিকনগর। কল্যাণ চট্টোপাধ্যায় ৬৮, অমরেন্দু মন্ডল ৪১, হরি সরকার ৩৩ রান করেন। বিজয়ী দলের হয়ে বিশাল সিংহ লামা ২৮ রানে ২ উইকেট এবং সত্যজিৎ সিংহ ৩৫ রানে ২টি উইকেট নেয়।
|
জিতল চিত্তরঞ্জন
নিজস্ব সংবাদাদাতা • বর্ধমান |
শাঁখারীপুকুর অগ্রদূত সঙ্ঘের মাঠে চতুর্থ বর্ধমান জেলা ক্যারাটে দো চ্যাম্পিয়ানশিপে খেতাব জিতল চিত্তরঞ্জনের অ্যাকাডেমি অব জে ওস কে ইন্ডিয়া। রানার্স হয় বর্ধমানের দ্য মার্শাল আর্ট অ্যাকাডেমি। ২৮টি ইভেন্টে ১২৫জন প্রতিযোগী যোগ দেন। মহিলাদের নিরাপত্তা বাড়াতে এই ক্যারাটে শেখার প্রয়োজনীয়তা নিয়ে একটি প্রদর্শনীর আয়োজনও করা হয়। পাঁচ মহকুমা ও বর্ধমানের চার স্কুলের পড়ুয়ারা এতে যোগ দেয়।
|
জিতল কৈথী
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
জামুড়িয়া ব্লক ১ যুব তৃণমূলের উদ্যোগে আয়োজিত দেবাশিস ঘটক ও রবীন কাজী স্মৃতি ক্রিকেটে বৃহস্পতিবারের খেলায় জিতল কৈথী একাদশ। জামুড়িয়া আজাদ হিন্দ মাঠে তারা জামুড়িয়া সন্দার ক্লাবকে ৯৯ রানে হারায়। প্রথমে ব্যাট করে কৈথী ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান করে। জবাবে সব উইকেট হারিয়ে ৭০ রান করে সন্দার ক্লাব।
|
হার পরাশিয়ার
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
রানিগঞ্জ রনাই মাঠে রনাই স্পোর্টিং ক্লাব আয়োজিত ক্রিকেটে বৃহস্পতিবারের খেলায় জিতল সিপিআরসি। তারা পরাশিয়াকে ৩৪ রানে হারায়। প্রথমে ব্যাট করে সিপিআরসি ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান করে। জবাবে পরাশিয়া সব উইকেট হারিয়ে ১৩০ রানের বেশি তুলতে পারেনি।
|
চ্যাম্পিয়ন রাধানগর
নিজস্ব সংবাদদাতা • কুলটি |
আসনসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত রাম অবতার ঘুটঘুটিয়া স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন হল রাধানগর ইউসি, চিনাকুড়ি। তারা চিনাকুড়ি মাঠে কিশোরসঙ্ঘ, নিয়ামতপুরকে টাইব্রেকারে ৩-২ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলা ছিল গোলশূন্য।
|
হারল দেশবন্ধু
নিজস্ব সংবাদদাতা • কুলটি |
আসানসোল মহকুমা জুনিয়র স্পোর্টস অ্যাসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৬ ফুটবলে কুলটি জোন চ্যাম্পিয়ন হল পটমোহনা রয়েল ক্লাব। সীতারামপুর মাঠে তারা লোহারপাড়া দেশবন্ধু ক্লাবকে ৫-০ গোলে হারায়।
|
জয়ী প্রগতি
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
দেশবন্ধু ক্লাব আয়োজিত ফুটবলে বৃহস্পতিবার কাঁকুড়গাছি যুব সঙ্ঘ কলকাতা। রূপনারায়ণপুর লোয়ার কেশিয়া মাঠে তারা প্রগতি সঙ্ঘ ব্যারাকপুরকে টাইব্রেকারে ৬-৪ হারায়। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১। |